হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আঊ। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলায় ভর্তা ভাত খেতে যাওয়ার অনুভূতি শেষ পর্ব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
অবশেষে আমরা হাটাহাটি করতে করতে বটতলা পৌঁছে আসলাম। বটতলা যাওয়ার পর আমার অনেক ভালো লাগছিল। এখানকার ভর্তা গুলো খেতে বেশ ভালই লাগে। আমার জাহাঙ্গীরনগর ভার্সিটির পরিবেশটাও যেন অন্যরকম। গাছ গাছালিতে ভরা এক মনোমুগ্ধকর পরিবেশ।যেখানে একটু নিরিবিলি জায়গায় বসলে শান্তি লাগে। বিশেষ করে জাহাঙ্গীরনগরের পুকুর এবং গাছ গাছালিগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আসলে দামি রেস্টুরেন্ট আছে এরকম জায়গায় খেতে ভালো লাগে। তো এখানে অনেক রকম ভর্তা ছিল। দেখেই আমার অনেক ভালো লাগছিল। তারপর আমরা ভেতরে চলে গেলাম চেয়ারে গিয়ে বসলাম।
তারপর একটি ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করল কি অর্ডার দিবেন ভাইয়া। আমি বললাম সব রকমের ভর্তা দেন। উনিও আমাকে ভর্তা ভাত দিয়ে গেলাম। ওখানে ছিলাম ১৪ রকমের ভর্তা সবগুলোই আমারে দিয়ে গেল। তো উনি আমাদের ১৪ রকমের ভর্তাই দিয়ে গেলেন। সাথে দুই প্লেট ভাতও দিলাম। এবং পরে এক প্লেট এক্সট্রা ভাতও দিয়ে যায়। তারপর আমরা খাওয়া শুরু করি। ভর্তা ভাতগুলো আসলেই অনেক বেশি মজা ছিল।বিশেষ করে মাছের ভর্তা খেতে আমার ভালো লাগে।
খাওয়া শেষ করেন আমরা চলে আসলাম। তারপর বিল দেওয়ার জায়গায় আসলাম। ভর্তাগুলোর দাম ছিল 5 টাকা পিস। আসলে ওইখানে ভর্তা ভাতের দাম অনেক কম। খেতেও অনেক বেশি মজা। তো আমাদের বিল হয়েছিল মাত্র ১৩০ টাকা। ভাবতেও অবাক লাগে এত মজার খাবার খেয়েও এত কম বিল এসেছেন। যাইহোক ভর্তা গুলো অনেক বেশি মজা ছিল।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | কেনাকাটা |
---|---|
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | realme c25 |
ফটোগ্রাফার | @helal-uddin |
দেশ | বাংলাদেশ |
আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
---|
ভর্তা ভাত আমার ভীষণ প্রিয়। আমাদের এখানেও একটি জনপ্রিয় হোটেল আছে। প্যাকেজ খাবার হিসেবে ভর্তা ভাত বিক্রি করা হয়। দারুন লাগে খেতে। দশ প্রকার ভর্তা পাওয়া যায়। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই পোস্টটি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এর বটতলায় এত বেশি পরিমাণে ভর্তা পাওয়া যায় সেটা আমি আগেই শুনেছিলাম কিন্তু কোনোদিন খাবার মত সুযোগ হয়নি। কিন্তু যখনই আপনার পোস্টের মাধ্যমে এতগুলো ভর্তা একসাথে দেখেছি তখনই যেন এটাকে খেতে মন চাইছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ভর্তা ভাত খেয়েছিলেন জেনে অনেক ভালো লাগলো ভাই। বিভিন্ন রকমের ভর্তা খেতে ভালো লাগে। আর ঝাল ঝাল ভর্তা খাওয়ার আনন্দ অনেক বেশি। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit