গাংনী ফুড প্যালেস থেকে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি

in hive-129948 •  29 days ago  (edited)




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চিকেন ফ্রাই খাওয়ার সুন্দর অনুভূতি প্রকাশ করার উদ্দেশ্যে। আশা করি, অনুভূতিটা পড়ে সকলের ভালো লাগবে।


IMG_20240517_202618_287.jpg


ফাস্টফুড খেতে আমরা সকলে কমবেশি পছন্দ করে থাকি। যত দিন যাচ্ছে ফাস্টফুডের রেস্টুরেন্ট বেড়ে চলেছে। রেস্টুরেন্টের পাশাপাশি রাস্তার পাশে ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবারের স্টল দেখা যায়। ছোট ছোট স্টল গুলো আবার ফাস্টফুডের মালিকেরা লোকের মাধ্যমে পরিচালনা করে থাকে। আবার অনেক সময় দেখা যায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন ধরনের তেলে ভাজা জিনিস বিক্রয় হচ্ছে। ঠিক তেমনি একটি দিন গাংনী ফুটলেসে উপস্থিত হলাম চিকেন ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে। যখনই ফাস্টফুডের রেস্টুরেন্টে উপস্থিত হচ্ছিলাম তখন নিচে একজন ব্যক্তি প্রশ্ন করলেন উপরে খাবেন নাকি নিচে খাবেন। তখন আমি কথা ঠিকভাবে বুঝতে না পারায় বলেছিলাম বুঝি নাই। তখন বুঝিয়ে বললেন তারা উপরে ও যেমন খাওয়ার ব্যবস্থা রেখেছেন নিচেও তেমন ব্যবস্থা রেখেছেন। এখনকার মানুষ সন্ধ্যার পরে রাস্তার পাশে বসে খেতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে তাই শুভেব। তখনই বুঝতে পারলাম।

IMG_20240517_204309_982.jpg

IMG_20240517_204245_344.jpg

IMG_20240517_204347_314.jpg


রাস্তায় চলাচল করা গাড়ির সংখ্যা কম ছিল না। আর তাই ধরে নিতে পারেন অনেক ধুলাবালি। একটু গভীর মনোযোগ দিয়ে ভাবলে বুঝতে পারবেন খাবারের মধ্যে কত ধুলাবালি পড়তে পারে। আমার আবার এ সমস্ত বিষয়গুলো ভাবলে উপস্থিতিতে বাধে। কিন্তু কি আর করার পরিস্থিতি যখন যেমন দিকে নিয়ে যায়। প্রিয় ব্যক্তি পাশে থাকায় তার সুবিধার্থে মেনে নিতে হলো। তাই উপরে আর না গিয়ে নিচের চেয়ারে বসে পড়লাম। আর ভাবতে থাকলাম অনেক মানুষ তো এভাবেই পথের চারিপাশে চিকেন ফ্রাইসহ বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবার খাওয়াই ব্যস্ত।

IMG_20240517_204244_429.jpg

IMG_20240517_204415_565.jpg

IMG_20240517_204411_041.jpg


একটা বিষয়ে বেশি লক্ষ্য করে দেখলাম সেটা হচ্ছে খাবারগুলো রেস্টুরেন্ট থেকে গরম গরম এনেই গ্লাসের মধ্যে রাখা হচ্ছে। আবার নিচে অনেক সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ তাদের সার্ভিস ব্যবস্থাটা মোটামুটি ভালো। তাই আর কোন কিছু না ভেবেই খাওয়ার জন্য আর প্যাকেটিং এর জন্য দুইটা দুইটা করে অর্ডার করে দিলাম। দেখলাম বেশ চমৎকার ভাবে চিকেন ফ্রাই তৈরি করে রেখেছেন তারা। কেন জানি আমার চিকেন ফ্রাই টা অনেক বেশি ভালো লাগে। তাই মাঝে মধ্যে সাভারের আমাদের বিশ মাইল বাজারে অথবা পানধোয়া বাজার থেকে খাওয়া হয়ে থাকে। আর গাংনীর বাসাতে অবস্থান করলে তো কথাই নেই।

IMG_20240517_204354_443.jpg

IMG_20240517_204359_920.jpg


এরপর কিছুটা সময়ের জন্য আমরা দুইজন মনের মত গল্প করলাম। চিকেন ফ্রাই খাওয়ার পাশাপাশি গাংনী শহরের ব্যাপক উন্নয়ন লক্ষ্য করলাম। প্রথম যখন আমাদের ঘর নির্মাণ করা হয়েছিল গাংনী শহরে তখন আমি খুবই ছোট ছিলাম। সবে মাত্র বুদ্ধি জ্ঞান হয়েছে প্রাইমারিতে পড়ি। তখন গাংনী শহরে, গুনে কয়েকটা বড় বড় বিল্ডিং দেখা যেত রাস্তার পাশে। কিন্তু এখন সবই বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আগের রাস্তার চেয়ে এখন রাস্তা ব্যাপক উন্নয়ন। রাস্তার পাশে আগে এমন খাবারের দোকান ছিল না। আর এখন রাস্তার পাশ দিয়ে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান। আর মানুষের উপস্থিতিটাও অনেক বেশি এই সমস্ত দোকান কেন্দ্র করে। আর এভাবে কিছুটা সময় সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম ফাস্টফুডের রেস্টুরেন্টে।

IMG_20240517_202627_638.jpg

IMG_20240517_202619_636.jpg






বিশেষ বিশেষ তথ্য


ক্যাটাগরিলাইফ স্টাইল
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্ক

1000006462.jpg

1000006464.jpg

1000006466.jpg

আপনার ফ্রাই চিকেন খাওয়ার অনুভূতি পড়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। চিকেন ফ্রাই আমারও বেশ পছন্দের। সাপ্তাহে দু একবার তো খাওয়া হয়। তবে আমু বেশিরভাগই বাসায় তৈরি করে খাওয়া হয়। আর দুজনের খাওয়া দাওয়ার পরে মনের মত গল্প করেছেন ভালই লাগলো আপনার অনুভূতি পড়ে ধন্যবাদ আপনাকে।

আপু, আমিও অনেক পছন্দ করি।

মাঝেমধ্যে চিকেন ফ্রাই খেতে আমিও পছন্দ করি। আপনার ভাইয়া বাজারে গেলে নিয়ে আসেন। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন প্রিয় মানুষের সাথে। খুব ভালো লাগলো আপনার চিকেন ফ্রাই খাওয়ার মুহূর্ত দেখে।

প্রিয়জন পাশে থাকলে বেশি ভালো লাগে