হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রামীন পরিবেশ থেকে ধারণ করা সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার উদ্দেশ্যে।
বেশ অনেকদিন পর নানাদের গ্রামে ঘুরতে গেছিলাম। সেই চির চেনা পথগুলো এখনো যেন স্মৃতির পাতায় সুন্দরভাবে জেগে রয়েছে। এখনো মনে হয় হাতছানি দিয়ে ডাকে আমায়। তাইতো অনেক দিন হয়ে গেল, নানা-নানি ইহকাল ত্যাগ করে চলে গেছেন। তার পরেও মায়ার বন্ধনে জড়িত হয়ে রয়েছে গ্রামটা। তাই এখনো ছুটে চলে যায় সেই গ্রামের দিকে। যখনই সুযোগ পাই নিজেদের গ্রাম এই অবস্থান করে আশেপাশের গ্রামগুলো ভ্রমণ করার চেষ্টা করি পাশাপাশি নানা খালাদের গ্রামগুলো ভ্রমণ করে আসি। এখানে রয়েছে সবুজ শ্যামল সুন্দর ফসলের মাঠ আর সবুজের প্রান্তর। নানাদের গ্রামে আসলেই চোখে পড়ে সুন্দর বটগাছটা। এখনো সে বটগাছটা আগের মত তিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। হার্টের দিন শত শত মানুষের উপস্থিতি এই বটগাছ কে কেন্দ্র করে। একটা সময় দাদার হাত ধরে এই বট গাছের নিচে হাটে উপস্থিত হতাম মজা খাওয়ার জন্য। বটগাছ রয়েছে কিন্তু নানার চলে যাওয়া অনেকদিন হয়ে গেছে। এছাড়াও এই পথ ধরে খালাম্মাদের বাসায় যেতে আরও একটি সুন্দর বটগাছ মাথা খাড়া করে রয়েছে। ছোটবেলায় পথ মনে রাখতাম, বট গাছটির ডান পাশ দিয়ে খালাদের গ্রাম। এখন যেন সব স্মৃতি হয়ে রয়েছে।
গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। অতীতের স্মৃতিগুলো যেমন ফিরে পাই,তেমনি ফিরে পায় নতুন পরিবেশ। আগের সময় এই পথ দিয়ে চলতাম। রাস্তার অবস্থা তেমন একটা ভালো থাকতো না। কিন্তু এখন খুব সহজে সুন্দরভাবে চলাচল করা যায় মোটরসাইকেল অথবা অন্যান্য যানবাহনে। এখনো সেই ফসলের মাঠে বিভিন্ন রকমের ফসল দেখতে পাওয়া যায়। পাটের জমিগুলোতে পাট আবার ধান। কত সুন্দর ভাবে ফসল ফুলে উঠেছে এই বাংলার মাটিতে। পাটের সময় একটা জিনিস আমি বেশি লক্ষ্য করেছিলাম। কিছু কিছু জায়গায় পাট কেটে রেখে দেওয়া হয়েছে। পাটের জমিতে ও পাটগুলো কেটে আটি বদ্ধ করে রাখা। আবার অনেক জায়গায় পাটের খড়ি গুলোকে শুকাতে দেওয়া হয়েছে। যেন কৃষকের ব্যস্ত মুহূর্তে আমিও উপস্থিত হয়ে পড়েছিলাম সুন্দর এই গ্রামীন পরিবেশের মধ্যে। তাই তো খুঁজে পেয়েছিলাম আমার গ্রাম বাংলার ব্যস্তময় মানুষের কার্যক্রম।
কিছু কিছু জায়গাতে আমি আরো লক্ষ্য করে দেখেছি একদিকে সবুজ ধানের গাছ। যে গাছগুলো অনেক ছোট। সবেমাত্র সবুজ সতেজ হয়ে বেড়ে উঠেছে। আবার কিছু কিছু জায়গায় লক্ষ্য করে দেখলাম ধান গাছে বেশ ধান হয়েছে। এতে বুঝতে পারলাম আমাদের দেশের কৃষকরা অনেকটা কৃষি কাজে সফলতা অর্জন করেছে, তাই একদিকে ধান গাছ ছোট আবার আরেক দিকে ধান গাছের ধান রয়েছে। উন্নত কৃষি ব্যবস্থা কৃষকদেরকে বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বর্ষার সময় আমাদের দেশের গ্রামীণ পরিবেশগুলো সবুজ অরণ্যে পরিণত হয়। একদিকে ফসলের মাঠে যেমন সুন্দর ফসল। আরেকদিকে রাস্তার পাশে বিভিন্ন রকম বন জঙ্গলে ভরে ওঠে। সবকিছুর গাছপালা যেন সবুজে সবুজে পরিপূর্ণ। মাঝে মাঝে গরম ও শীতল হাওয়া বয়ে চলে গ্রামীন পরিবেশের মধ্যে। তবে এখানে নেই কোন যানবাহনের শব্দ আর শব্দ দূষণ। শহরে রয়েছে বায়ু দূষণ এখানে কিন্তু নির্মল মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার যায়। এক অন্যরকম শান্তি খুঁজে পাই গ্রামীণ পরিবেশে। একদিকে স্মৃতিগুলো স্মরণ করতে পারি আবার আরেক দিকে গ্রামীন পরিবেশ ঘোরাঘুরির মধ্য দিয়ে অনেক ভালোলাগা খুঁজে পাওয়া যায়। এভাবেই বেশ কিছু সুন্দর মুহূর্ত খুঁজে পেয়েছিলাম গ্রাম ঘুরতে গিয়ে।
ফটোগ্রাফি | গ্রামীন পরিবেশ |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
আমার আজকের টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নানাদের গ্রাম সত্যিই অপূর্ব । যে বট গাছটার চিত্র দেখিয়েছেন আমার তো মনে হচ্ছে গাছটি অনেক দিনের পুরনো। তবে আরো যত পুরনো হবে তত ঝুড়ি নামবে তখন এর সৌন্দর্য আরো বাড়বে। তাছাড়া গ্রামীন পরিবেশ মানেই সবুজে সবুজারন্য। খুব ভালো লাগলো এগুলো পড়তে পড়তে পড়তে আমিও আমার গ্রামের মিস করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিনের পুরাতন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি বলেছেন ভাই গ্রামীণ প্রাকৃতিক মাঝে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো মন্তব্য দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপভোগ করার মতো কিছু দৃশ্য আপনি শেয়ার করলেন। গ্রামীণ বাংলার এমন সুন্দর বৈচিত্র অনেক বেশি মুগ্ধ করে। বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি গ্রামীণ পরিবেশের। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর মন্তব্য করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে হৃদয়ে প্রশান্তি এলো একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে অনেক ভালো লাগলো ভাইয়া হাটের দিন দাদার হাত ধরে এই বট গাছের নিচে হাজির হতেন মজা খাওয়ার জন্য ।মজা মানে মিষ্টি সেটা হয়তো আমরা সকলেই বুঝতে পেরেছি ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গ্রাম্য ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা নয় নানার সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit