বছরের প্রথম দিনে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ

in hive-129948 •  last month 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে। আজকে আমি ফসলের মাঠ থেকে অনেক সুন্দর সুন্দর সরিষা ফুলের ফটো ধারণ করেছি। সেই ফুলের সাফল্যের সৌন্দর্য শেয়ার করব। আশা করবো অনেক ভালো লাগবে আপনাদের।


1000002586.jpg


আজকে ২০২৫ সালের প্রথম দিন। পহেলা জানুয়ারির দিনটা কিন্তু বেশ দারুন উপভোগ করলাম। আজকে অনেক শীতল বাতাস প্রতিনিয়ত বয়ে চলেছিল। সূর্য মামা উঠেছিলেন তবে তার রোদের তাপ বেশি একটা ছিল না। এখন শীতের সময়। ফসলের মাঠগুলো বেশ রঙিনভাবে সেজে উঠেছে বিভিন্ন রকমের ফসলে। এই সময়ে ফসলের মাঠের সৌন্দর্য সরিষা ফুল। দূর থেকে মাঠের দিকে চোখ মিলে তাকালে মনটা ভরে ওঠে। মন যেন ছুটে চলে যায় সরিষা ফুলের দিকে। একটু সময় করে উপস্থিত হয়ে পড়লাম ফসলের মাঠে। যত সরিষা ফুলের নিকটে এগিয়ে গেলাম তত ভালোলাগা খুঁজে পেতে থাকলাম। কত সুন্দর করে সম্পূর্ণ ফসলের মাঠ সরিষা ফুলে পরিপূর্ণ। যেন চোখ ধাঁধানালো হলুদ ফুল গুলো মন মুগ্ধ করতে থাকলো।

1000002582.jpg

1000002581.jpg

1000002580.jpg

1000002585.jpg


সরিষা গাছ গুলো দেখে আমার কেন জানি মনে হল এখানে বেশ কয়েক রকমের সরিষা গাছ। ফুলগুলো একটু ব্যতিক্রম রয়েছে। এজন্য আরেকটু বেশি ভালো লাগছিল আমার। সরিষা ফুলের সৌন্দর্য বলে কথা। মাঝে মাঝে লক্ষ্য করে দেখতে থাকলাম চেনা অচেনা বিভিন্ন রকমের কীটপতঙ্গ। এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে ফুলের বুকে এসে বসছে। সম্ভবত মধু সংরক্ষণ করছে অনেক কীটপতঙ্গ। বিকেল মুহূর্তের সরিষা ফুলের সৌন্দর্যের মাঝে অনেক শান্তির নিঃশ্বাস নিলাম ফসলের মাঠে। প্রথম দিনটা যেন ভাললাগায় পরিপূর্ণতা খুঁজে পেয়েছি। একদম সময় মত সরিষা ফুল দেখতে পেরে যেন ধন্য।

1000002577.jpg

1000002574.jpg

1000002573.jpg


ধানের জমিগুলোতে এই সমস্ত সরিষা গাছ। কৃষকেরা কত সুন্দর ভাবে কৃষিকাজ করে থাকেন। তারা এই সমস্ত জমিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল ফসল উৎপাদন করে থাকেন। কৃষকদের হাত যেন সোনা উৎপাদন করার কারিগর। প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর ভাবে গড়ে তুলতে পারে কৃষকেরা। কখনো ধান, কখনো পাট, কখনো গম, কখনো তামাক, আবার কখনো এমন সরিষা। প্রত্যেকটা ফসলের মাঝে কম বেশি সুন্দর্য থাকে। তবে সরিষা গাছগুলো নতুন ভাবে সাজিয়ে তুলে তার ফুলে ফুলে। শুধু ফুল ফুটে যে সরিষা গাছ থেমে থাকে তা কিন্তু নয়।

1000002579.jpg

1000002575.jpg

1000002584.jpg


সরিষা ফুলের টানে মৌমাছি যেমন ছুটে আসে। তেমনি আমাদের মত কর্মব্যস্ত মানুষগুলোও সুযোগ সন্ধানী হয়ে ওঠে কিছুটা সময়ের জন্য সরিষা ফুলের মাঠে সময় দেওয়ার জন্য। শুধু যে সময় দেওয়া তা কিন্তু নয়। সরিষা ফুলের সৌন্দর্য মানুষের মনে আনন্দ এনে দেয়। আর তাইতো অনেক কিছুর মধ্য দিয়ে একটু সময় সরিষা ফুলের মাঠে ছুটে যেতে মন চায়। বেশ দীর্ঘ পথে আমি লক্ষ্য করে দেখেছিলাম অনেক সুন্দর ভাবে সরিষা ফুল ফুটে রয়েছে। ইচ্ছে হচ্ছিল গ্রামের মাঠের রাস্তাগুলো ঘুরতে থাকি আর সৌন্দর্য উপভোগ করতে থাকে। তবে রাস্তা থেকে যেন সৌন্দর্য উপভোগ করে শান্তি নেই। তাইতো ছুটে চলে যাওয়া ফসলের মাঠের দিকে। আর চেষ্টা ছিল কিছুটা সুন্দর সুন্দর ফটো ধারণ করার। আর এভাবেই বছরের প্রথম দিনের বিকেলটা অতিবাহিত করলাম।

1000002576.jpg

1000002578.jpg

1000002583.jpg




বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিসরিষা ফুল
ফটোগ্রাফি ডিভাইসinfinix hot 50 pro
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন এবং সেই অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে মাঠে যদি শুধুমাত্র সরিষা ফুল দেখা যায় সত্যি দেখতে বেশ ভালো লাগে। আপনি তো দেখছি পুরো সরিষা ফুলের বাগান ভ্রমণ করে ফেলেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আমার আজকের টাস্ক

1000002592.jpg

1000002588.jpg

1000002552.jpg

বেশ সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার সরিষা ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এতো চমৎকার সৌন্দর্য উপভোগ করার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রশংসা করেছেন দেখে খুশি হলাম।

আপনি নতুন বছরের প্রথম দিন দেখতেছি সরিষা ফুল দেখতে গেলেন এবং ভালোই সময় কাটিয়েছেন। আসলে কৃষকেরা যখন ফসল করে তখন ফসল ফুটলে তাদের কাছেও ভালো লাগে। আর সরিষা ফুল গাছ যখন ফুল ফুটে তখন বিভিন্ন কালার দেখতেও ভালো লাগে এবং ঘ্রাণও অসাধারণ লাগে। তবে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোই সময় কাটিয়েছেন সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে।

একদম ঠিক বলেছেন ভাই আপনি।