হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার মেট্রোরেল ভ্রমণের কথা।
আমার বাসা সাভারে এবং অফিস বসুন্ধরাতে।আমার অফিস থেকে বাসায় যেতে হলে আমাকে অনেক দূর ভ্রমণ করে যেতে হয়।সে ক্ষেত্রে দেখা যায় বসুন্ধরা থেকে মিরপুর ১০ এ এসে নেমে আরেকটি বাস চেঞ্জ করে সাভারে আসি। কিন্তু গতকালকে বসুন্ধরা থেকে মিরপুর১০ এ নামার পর দেখলাম চলমান কোটা আন্দোলনের জন্য বাস বন্ধ আছে।মিরপুর ১০ থেকে মিরপুর ১ পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে আছে । মিরপুর ১ এ শিক্ষার্থীরা কোটার সংস্কারের জন্য এবং তাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদের জন্য আন্দোলন শুরু করেছিল। তখন রাত আনুমানিক সাড়ে সাতটা বাজে। তাই আমাকে বাধ্য হয়ে রাস্তা পরিবর্তন করতে হলো। যেহেতু মিরপুর ১০ থেকে আগারগাঁও কি কোন বাস পেলাম না তাই ভাবলাম মিরপুর ১০ থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রোতে যাব। এবং আগারগাঁ থেকে বাসে করে আসবো। তখন রাত ৭:৩০ বাজছিল তাই আর দেরি না করে আমি মেট্রোর স্টেশনের সিঁড়ি ব্যবহার করে উপরের দিকে আসলাম। আমার সাথে অন্যরাও আসলো তাদের গন্তব্য যাওয়ার জন্য।
টিকিট ক্রয় করার জন্য ভেতরে ঢোকার পথে দেখতে পেলাম একজন লোক তার কাঙ্খিত ভ্রমণ শেষ করে সিঁড়ি ব্যবহারের জন্য যাচ্ছে। কিছু দূরে একজন গার্ড দাঁড়িয়ে আছে। আমি টিকিট ক্রয়ের জন্য ভিতরে ঢুকলাম।
টিকিট কাউন্টার এ ভিড় কম ছিল। আমি লাইনে দাঁড়ালাম টিকিট ক্রয়ের জন্য। আমি আগারগাঁও পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করে নিলাম। যেহেতু আমি একবার জার্নি করব সেহেতু সিঙ্গেল জার্নি টিকিট প্রয়োজন ছিল। টিকিটের মূল্য নিয়েছিল ২০ টাকা।
এটা ছিল মেট্রোর টিকিট। মেট্রো টিকিটে প্রথম পেজে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন এর চিত্র দেওয়া আছে এবং অপর পেজে কয়েকটি নোট দেওয়া আছে বাংলা ও ইংরেজিতে।
আর আমি টিকিটটা পান্চ করলাম প্ল্যাটফর্মের ভিতরে যাওয়ার জন্য এবং পান্চ করে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম অনেকেই আমার মত অপেক্ষা করছে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য। ভেতরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং মাইকে অ্যানাউন্স করছে যাত্রীদের উদ্দেশ্য করে যে কোন ট্রেন কোন প্লাটফর্মে দাঁড়াবে কিংবা যাত্রীদের কি করণীয় ইত্যাদি বিষয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম মতিঝিল টু উত্তরা গামী একটি ট্রেন প্লাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেন থেকে কিছু যাত্রী নেমে গেল এবং অপেক্ষাকৃত যাত্রীগুলো তাদের গন্তব্যে যাওয়ার জন্য মেট্রোতে উঠে পড়ল । নির্ধারিত সময় শেষে ট্রেনটি যাত্রীর নামিয়ে এবং যাত্রী তুলে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
আমি আমার গন্তব্যের অভিমুখী প্ল্যাটফর্ম উত্তরা টু মতিঝিল প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য। সেখানে সিরিয়ালে দাঁড়ালাম। আমার পূর্বে একজন দাঁড়িয়েছিল। সুতরাং আমি তার পরে দাঁড়ালাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করলাম। কয়েক মিনিট পরে মাইকে অ্যানাউন্স হল যে মতিঝিলগামী ট্রেন প্লাটফর্ম এসে দাঁড়াবে এবং কিছুক্ষণ পর একটি ট্রেন প্লাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেন টি থামার পর যাত্রীরা নেমে গেল এবং যাত্রী নামা শেষ হলে আমরা ট্রেনে উঠে গেলাম।
ট্রেনে অনেক মানুষ ছিল পূর্বে থেকে তারা দাঁড়িয়েছিল। ট্রেনে উঠে দাঁড়ায় আমিও দাঁড়ালাম। ট্রেনটি পরবর্তী স্টেশন কাজীপাড়া এবং শেওড়াপাড়া তে থেমে যাত্রী উঠানো নামানো করেছিল। এরপর পরবর্তী স্টেশন আগারগাতে এসে থামল এবং আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম এবং ট্রেন থেকে নেমে গেলাম।
ট্রেনটি যাত্রী নামিয়ে তার পরবর্তী স্টেশনের জন্য যাত্রা শুরু করল। আমি সিঙ্গেল জার্নি টিকিটটি জমা দিয়ে স্টেশন থেকে বের হয়ে গেলাম এবং সিঁড়ি ব্যবহার করে নিচে আসলাম এবং বাস স্টেশনে গেলাম বাস আসলে বাসে উঠে পড়লাম এবং আমার পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করলাম।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
বেনিফিসিয়ারী দিতে ভুলে গেছেন ভাই। পরের পোস্ট থেকে ঠিক করে দিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit