আটটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in hive-129948 •  10 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার এই পোষ্টের মাঝে আপনারা অনেক সুন্দর সুন্দর নয়টি ফটোগ্রাফি দেখতে পারবেন।


1000006486.jpg

ইনশট এপ্স দিয়ে ফটোগুলো এডিট করেছি





মিষ্টি আমরা সবাই কমবেশি পছন্দ করি। বিভিন্ন মিষ্টির বিভিন্ন রকম স্বাদ। তবে জিলাপি আমার কাছে অনেক প্রিয় একটি মিষ্টি। চিনির জিলাপি গুলো সাদা হলেও কিছুটা খাওয়ার পর মুখ মরে যায়। কিন্তু গুড়ের জিলাপি গুলো ব্যতিক্রম। খেয়ে যেন মন ভরে না। তাই আমার কাছে অনেক ভালো লাগে গুড়ের জিলাপি। এইজন্য এই সুন্দর সাজানো জিলাপি গুলো আমি এক ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ করতে গিয়ে ধারণ করেছি।

IMG_20240213_223957_5.jpg


এ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদের মিনারাটা অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এ পাশ থেকে ওপাশে বোঝা যাচ্ছে। কত সুন্দর ডিজাইনে গড়া। এটা আমি গাংনী পৌরসভা থেকে ধারণ করেছি।

IMG_20240301_170615_0.jpg


এখন দেখতে পাচ্ছেন এটা জাতীয় স্মৃতিসৌধের মধ্যে সুন্দর একটি চলার পথ। দীর্ঘ এরিয়া জোড়ে সব জায়গায় এভাবেই সুন্দর রাস্তা নির্মিত। চারিপাশের চক্কর দিতে খুবই ভালো লাগে। যখন মন ভালো থাকে না অথবা একটু সুযোগ পাই, তখন এই রাস্তা ধরে কত হাটাহাটি। ফটোগুলো দেখলেই শুধু মনে পড়ে যায় অতীতের কথা গুলো।

IMG_20240526_165256.jpg


এটা ঢাকা বিআরবি হসপিটাল এর পাশ থেকে ধারণ করা ফটো। একটি রাতে আমার খালাম্মার দেখতে গিয়ে ফটোটা ধারণ করেছিলাম। রাতের ঢাকা শহর মানুষে মানুষে পরিপূর্ণ। চারিদিকে লাইটিং এর জন্য আধার কম। তবে অনেক সাবধানে চলাফেরা করতে হয় রাস্তাগুলোতে। একটু অসাবধানতা যেকোনো মুহূর্তে ছিনতাইকারীর দ্বারা ক্ষতি বয়ে আনতে পারে।

IMG_20240520_190354_512.jpg


নাম না জানা এক বনফুল। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। যখন গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থান করি তখন এই সমস্ত জিনিসগুলো বেশি চোখে বাধে। আর তাই ফটো ধারণ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করি।

IMG_20250111_142338_675.jpg


এখানে একটু ভিন্ন কালারের সরিষা ফুল দেখছেন। আমার মনে হয় এই সরিষা গাছগুলো হাইব্রিড অথবা অন্য কোন জাতের। কিছু কিছু সরি সফল হয়েছে একদম টকটকে হলুদ বর্ণের। সেই ফুলগুলো আমার কাছে ভালো লাগে। তবে এবার যেন এমন ব্যতিক্রম ফুল দেখলাম। ফুলগুলোর মধ্যে দুইটা কালার লক্ষ্য নিয়ম। হলুদ আর ফেকাসে হলুদ।

IMG_20250101_163730_383.jpg


এখন দেখছেন শিমের ফুল। ছিমের ফুল গুলো অপরূপ সুন্দরভাবে ফুটে ওঠে। যে সমস্ত ভুলগুলো আমরা বাগানে চাষ করে থাকি। কেন জানি আমার কাছে কিছুটা কৃত্রিম মনে হয়। হাতে তৈরি ফুলগুলো তো একরকম আছে সেগুলো তো জানি কৃত্রিম। কিন্তু বাগানে চাষ করা গুলাও আমার কাছে কেমন জানি মনে হয়। কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝে যে সমস্ত ফুলগুলো ফুটে উঠে সেগুলো আমার কাছে বেশি ভালো লাগে।

IMG_20250111_142530_935.jpg


এখানে দেখছেন অনেক সুন্দর একটি তেলাপোকা। কি সুন্দর তার পা চাটটা। পায়ে আবার হুল জাতীয় কাটা কাটা রয়েছে। মুখের সামনে ইয়া বড় দুইটা লোম। মাঝেমধ্যে লোম দুইটা নড়াতে থাকে। মুখের আশেপাশে আরো ছোট বড়লোম রয়েছে। সব মিলে এই কীটপতঙ্গ টা আমার কাছে বেশ ভালই লাগে। কিন্তু সাথে থাকা প্রিয় মহিলাটা, এই পোকা দেখে ভয় পায়।

IMG_20250113_233605_280.jpg




বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দিয়ে খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন। এখন আপনি যতগুলি ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। ফটোগ্রাফিগুলো যদিও সাধারণ তারপর ও প্রত্যেকটা কোন না কোন অর্থ রয়েছে। ধন্যবাদ।

আশা করব এভাবে পাশে থাকবেন

ভাইয়া আজও আপনার রেনডম ফটোগ্রাফির অ্যালবামে চমৎকার কতগুলো ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার তোলা দুর্দান্ত ফটোগ্রাফি গুলো প্রতিটা অসাধারণ হয়েছে। কোনটা রেখে কোনটার কথা বলবো প্রতিটা ফটোগ্রাফি আপনি চমৎকার করে ধারণ করেছেন। আর তার পাশাপাশি প্রতিটা ফটোগ্রাফির দারুণ বর্ণনা তুলে ধরেছেন।

অসংখ্য ধন্যবাদ আপু

ফটোগ্রাফি অ্যালবাম এ আপনি বেশ সুন্দর সুন্দর ছবি আজকে শেয়ার করেছেন আমাদের জন্য। সবথেকে ভালো লেগেছে সিম ফুল এবং সরষে ফুলের ছবি। বাকি ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। আমাদের ব্লগে কমবেশি সকলেই বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন এবং যা দেখতে খুবই ভালো লাগে।

আপনাকে ধন্যবাদ আপু

আমার আজকের টাস্ক

1000006506.jpg

1000006504.jpg

1000006489.jpg

ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। প্রতিনিয়ত এরকম ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকের প্রতিটি ফটোগ্ৰাফী একদম মনোমুগ্ধকর ছিল।

ভালো লাগলো ভাইয়া মন্তব্য পড়ে

যখন ভিন্ন পর্যায়ে রেনডম ফটোগ্রাফি গুলো চোখের সামনে পড়ে তখন খুবই ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে বেশ কয়েক ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যেখানে জাতীয় স্মৃতিসৌধের সুন্দর কিছু দেখতে পারলাম। এছাড়াও আমাদের গাংনী মসজিদের সুন্দর একটা ফটোগ্রাফি। আমি এই মসজিদটাতে গেছি কয়েকবার। এছাড়াও বেশ ভালো লাগলো ফুল পোকামাকড় দেখে।

আপনাকে ধন্যবাদ ভাইয়া

আপনি আজকে যদিও কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক খুশি হলাম

খুবই খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন।প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটির সাজিয়েছেন ভাইয়া। আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য তুলে ধরেছেন ফটোগ্রাফিতে। বেশ কিছু ফুলের ফটোগ্রাফিও শেয়ার করেছেন দেখছি। শিম ফুলের ফটোগ্রাফিটি আলাদাভাবে ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। চমৎকার ফটোগ্রাফি গুলো সহ বিস্তারিত বর্ণনা সহকারে দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

পাশে আছেন দেখে খুশি হলাম

হেলাল উদ্দিন আজকে তোমার অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফি দেখেও খুবই ভালো লেগেছে আমার। বিশেষ করে মসজিদের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফোটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করেছেন দেখে খুশি হলাম

আজকে আপনি চমৎকার কিছু বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে আপনার এক একটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে শিমের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আপনি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনি কমেন্ট করেছেন দেখে খুশি হলাম।

জিলাপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে ভাই। আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বুনো ফুল এবং শিম ফুলের সৌন্দর্য বেশ দারুণ লাগছে। এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনি আমার পোস্ট পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন।

জিলেপি দেখে বেশ দারুণ লাগছে ভাই। দেখেই খেতে ইচ্ছা করছে আহ। সরিষা ফুলের ফটোগ্রাফি টাও দারুণ করেছেন। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সবমিলিয়ে অসাধারণ করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

আমার কাছেও দারুন লেগেছিল ভাইয়া

আপনি বেশ দারুন করে আজকের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে আজকের প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ এমন সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।