হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার অনুভূতি থেকে লেখা একটি কবিতা নিয়ে উপস্থিত হলাম। কবিতাটা আবৃত্তি করলে অনেক ভালো লাগবে সবার।চলুন কবিতাটা আবৃত্তি করি।
একদিন বরণ করেছিলাম তোমায়।
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম,
অনেক আশা বুকে বেঁধেছিলাম।
আমার মত শত শত মানুষ,
শতশত আশা নিয়ে পথ চলেছিল।
সে আজকে আবার তোমাকে,
বরণ করার মত বিদায় জানাতে চলেছি।
তোমাকে পাওয়ার পরে,
কত কিছু পেয়েছি আমরা।
আবার তোমাকে পাওয়ার পরে,
অনেক কিছু বিসর্জন দিয়েছি।
কেউ বিসর্জন দিয়েছে পিতা-মাতাকে,
কেউ বিসর্জন দিয়েছে তার প্রিয় ব্যক্তিকে।
কারোর স্বচক্ষে সামনে স্বপ্ন হয়েছে ভঙ্গ,
অনেক মানুষের এক্সিডেন্ট হয়ে হারাতে হয়েছে অঙ্গ।
কেউ হারিয়েছে ক্ষমতার দাপট,
অনেকে থেকেছে অনাহারে।
এভাবেই যেন দিন এসেছে,
এসেছে আধার রাত।
কত প্রিয় জন সাথে চলেও,
হারিয়েছে চেনা হাত।
সবই স্রষ্টার লীলা খেলা,
এরই মাঝে মানুষের ভুল ভ্রান্তি।
বিদায় তোমায় জানাবো বন্ধু,
কষ্ট হলেও নতুনকে পেয়ে হবে শান্তি।
বিষয় | কবিতা |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা দুর্দান্ত এই কবিতা পড়ে আমি মুগ্ধ হলাম। আসলে নতুন বছরকে বরণ করতে যেমন আনন্দ হয় পুরাতন বছরকে বিদায় জানাতেও খারাপ লাগে। তবে এর মধ্যে অনেকের ভাগ্য পরিবর্তন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বছরকে কেন্দ্র করে লিখেছেন সুন্দর একটি কবিতা। আপনার কবিতাটা স্মরণ করিয়ে দেয় সারা বছরের কথাগুলো। সত্যিই একটি বছরের মধ্যে আমাদের অনেকের অনেক রকমের পরিবর্তন এসেছে। এরই মাঝে কেউ হাসি আনন্দে দিন পার করেছে আবার অনেকে দিন পার করেছে অতি কষ্টে। একটি বছর মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন এনে দিতে পারে। হতে পারে সেটা ভালো দিক অথবা খারাপ দিক। সুন্দর চিন্তা ভাবনা করে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার কবিতা লিখছেন তো। আপনার বছর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বছর নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। আসলে সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। এবং কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। তবে আপনার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করেছি ভাইয়া একটু ভেবেচিন্তে লিখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit