হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আঊ। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।
সেদিন বের হয়েছিলাম জাহাঙ্গীরনগর ভর্তা ভাত খাওয়ার উদ্দেশ্যে। যদিও আমার ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমার ওয়াইফ ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করে। তাই তার আবদারে চলেই গেলাম ভর্তা ভাত খেতে। মাঝে মাঝে এরকম মনোরম পরিবেশে ঘুরতে বেশ ভালই লাগে আমার। জাহাঙ্গীরনগর ঘুরতে গেলে আমার একটা জিনিস বেশ ভালো লাগে সেটা হল চারিদিকে অনেক পুকুর সেগুলার কারণে আমার বেশ ভালো লাগে।
আমরা শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কাছে রিক্সা থেকে নেমে যাই ভাবলাম এখান থেকে ফটোগ্রাফি করতে করতে বটতলা পৌঁছে যাব। কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও সঠিকভাবে পৌঁছাতে পারতেছিলাম না। যাইহোক এখানে আমরা অনেক সময় কাটালাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো অনেক বড় ভেতরে অনেক অলিগলি আছে। এজন্য কোন রাস্তায় কোন জায়গা চেনার কোন উপায় থাকে না।
আশেপাশে তেমন খাবার বিক্রি করছিল না। শুধু আইসক্রিম বিক্রি করছিল।সেদিন ঠান্ডা আবহাওয়া ছিল। তাই আমরা আর আইসক্রিম খেলাম না। একটু হাঁটার পর দেখি একটি ভাইয়া হাওয়াই মিঠাই বিক্রি করছিল। তাই এখান থেকে হাওয়াই মিঠাই কিনে নিলাম। ছোটবেলায় এই খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগতো। এগুলো যখন ছোট ছিলাম তখন বিক্রি করতো তখন হাওয়াই মিঠাই গুলো দেখতে গোলাকৃতি থাকতো। হাওয়াই মিঠাই খাওয়ার সময় একটা মজার বিষয় হচ্ছে। এটা পলিথিন থেকে বের করার সাথে সাথে না খেলে শুকিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলা পুকুর আছে। আসে পুকুরে যে পদ্ম ফুল গুলো আছে সেগুলো তো আমার কাছে দারুন লাগে। পদ্মফুল অন্য ফুলগুলার তুলনায় একটু বেশি ভালো লাগে। সেজন্য এই পুকুরটির পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকি। সুন্দর বাতাস হচ্ছিল। তার সাথে পদ্মফুল তো বেশ ভালই লাগছিল। যদিও পদ্মফুল বেশি ছিল না কয়েকটি ছিল। বেশ কিছু কলি ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুকুরগুলোতে পদ্মফুল ফুল থাকে ওই এরিয়া টার নাম হচ্ছে শাপলা চত্বর। নামটাও কিন্তু বেশ সুন্দর। তাই পুকুর গুলোর আশেপাশেই একটু ঘোরাঘুরি করলাম।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | লাইফ স্টাইল |
---|---|
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | realme C25 |
ফটোগ্রাফার | @helal-uddin |
দেশ | বাংলাদেশ |
আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
---|
অনেকদিন থেকে হাওয়াই মিঠাই খাওয়া হয়না। এগুলো খেতেও কিন্তু ভালো লাগে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আর সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit