আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি 🥘

in hive-129948 •  11 months ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসে মজাদার ভুনা রেসিপি। মুরগির মাংস আমার ছেলের খুব পছন্দের খাবার তাই দু একদিন পরপর ওর জন্য অন্তত রান্না করতেই হয়। একেক দিন একেক ভাবে ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি।ওকে কিছুদিন দেশি মুরগিও দিয়েছিলাম তবে দেশি মুরগির মাংস একটু শক্ত হওয়ায় ও খুব একটা খেতে পারে না। যাইহোক আজকের রান্নায় একদম গায়ে মাখা ঝোল রেখেছি। এই রান্নাটা ওকে দু একদিন রেখে খাওয়াবো। আমার ছেলে আলু খেতেও খুব পছন্দ করে তাই যে কোনো মাংস রান্নায় আমি কখনোই আলু দিতে ভুলি না। যাইহোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই।

PhotoCollage_1709212179061-01.jpeg

আমি কিভাবে এই রেসিপিটি রান্না করেছি এবং কি কি উপকরণ লেগেছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করব।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
ব্রয়লার মুরগীর মাংস
আলু
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
মুরগির মাংসের মসলা
গরম মসলা
লবণ
তেল

PhotoCollage_1709213523717-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিছু আলু মাঝামাঝি টুকরো করে কেটে নিয়েছি।

PhotoCollage_1709212787508.jpg

ধাপ-২

এবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়েছি পরিমাণ মত তেল। তেল গরম হয়ে গেলে দিয়েছি গরম মসলার ফোড়ন।

PhotoCollage_1709211882014.jpg

ধাপ-৩

এ পর্যায়ে পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজ কুচি গুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি তেলের মধ্যে।

PhotoCollage_1709211906973-01.jpeg

ধাপ-৪

পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে সবগুলা গুঁড়া মসলা এবং বাটা মশলা দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1709211942679-01.jpeg

ধাপ-৫

এবার সামান্য কিছু পানি দিয়ে মসলাটা আবারো ভালভাবে কুছিক্ষন কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1709212004335-01.jpeg

ধাপ-৬

মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1709212048850-01.jpeg

ধাপ-৭

আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আরো পাঁচ মিনিটের মত কষিয়ে রান্না করেছি। কষিয়ে রান্না করতে করতে মাংস এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে।

PhotoCollage_1709212081309-01.jpeg

ধাপ-৮

এটি হচ্ছে রান্নার শেষ ধাপ। পরিমাণ মত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে যেতে হবে। এবার ঝোল যখন গায়ে মাখা হয়ে গেছে তখন আমি এই রান্নাটি নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1709212112722-01.jpeg

20240228_230356-01.jpeg

❤️পরিবেশন❤️

আমি একটি বাটিতে নিয়ে ওপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি বেরেস্তা দেওয়াতে খেতে বেশ ভালো লাগে।

20240228_230313-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের মুরগির মাংসের ভুনা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলু দিয়ে বেশ দারুন মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছেন দেখতে ভীষণ লোভনীয় লাগছে আপু। আসলে দেশি মুরগির মাংস শক্ত হওয়ায় বাবু খেতে পারেনা। আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি আমার ভীষণ প্রিয়। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আলু দিয়ে বয়লার মুরগির মাংস ভুনা করার লোভনীয় একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ভুনা করলে বয়লার মুরগির মাংস খেতে আসলেই অনেক ভালো লাগে। আলু এমন একটা সবজি যা সব ধরনের রেসিপিতে ব্যবহার করা যায়।

হ্যাঁ ভাইয়া আলু এমন একটা সবজি যা সব রেসিপি সঙ্গে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

বাবুর জন্য বর্তমান ভালো ভালো খাবার খাওয়া উচিত ৷ যা হোক অনেক সুন্দর করে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছেন ৷ যা দেখে অনেক ভালো লাগলো ৷ নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে ৷

হ্যাঁ ভাইয়া এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

সমস্ত মাংসের মধ্যে মুরগির মাংস আমার খুবই প্রিয়। আর সে জায়গায় আপনি আজকে মুরগির মাংস অনেক সুন্দর করে রান্না করেছেন। পাশাপাশি রেসিপির ব্লগ সাজানো ছিল অসাধারণ। সব মিলে কিন্তু ভালো লাগলো আপনার এই রেসিপি ব্লগ।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

মুরগির মাংস আমার খুব পছন্দের। আসলে মুরগির মাংস ভুনা করলে খেতে বেশ ভালো লাগে । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মুরগির মাংস ভুনা করেছেন‌ আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। মুরগির মাংস ভুনা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য। ঠিক বলেছেন মুরগির মাংস আমাদের সবারই অনেক পছন্দের খাবার।

Posted using SteemPro Mobile

একদম আমার প্রিয় রেসিপি টা রান্না করে পরিবেশন করেছেন। মুরগির মাংসের রেসিপির সাথে আলু যোগ করলে সেটা আরো বেশি সুস্বাদু হয় সেই সাথে গা মাখা ঝোল রেখেছেন যেটা রেসিপির লোভনীয়তা আরো বাড়িয়ে তুলেছে। লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

মাংস এভাবে গায়ে মাখা করে ভুনা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

image.png

আপনি আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। তবে আপনার ছেলের মতো দেশি মুরগি শক্ত দেখে আমিও খেতে পারি না। আপনার আজকের রেসিপিটি দেখে ভীষণ লোভনীয় লাগছে। আর এধরনের রেসেপি গরম ভাতের সাথে খেতে দারুন মজা লাগে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেকেই শক্ত মাংস খেতে পারে না। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। আলু দিয়ে মুরগির মাংস আমার অনেক প্রিয়। আপনি বেশ চমৎকারভাবে রন্ধন প্রণালীটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

মুরগির মাংস খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমি তো মুরগির মাংস খেতে অনেক বেশি ভালোবাসি। মুরগির মাংস আলু দিয়ে ভুনা করলে বেশি ভালো লাগে খেতে। আর যদি একটু ঝাল ঝাল করে ভুনা করা হয় তাহলে রেসিপিটার স্বাদ একটু বেশি হয়ে থাকে। যা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছেন। দেখেই বুঝতে পারতেছি অনেক বেশি সুস্বাদু ছিল। এরকম একটা লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে সত্যি খুবই লোভ লেগে গিয়েছে। নিশ্চয়ই মজা করে খেয়েছিলেন এই রেসিপিটা।

ঠিক বলেছেন আপু মুরগির মাংস একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে বেশি স্বাদ লাগে। যেহেতু এটা আমি বাবুর জন্য বানিয়েছিলাম তাই ঝাল একটু কম দিয়েছিলাম। তারপরও খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

আজকে আপনি খুব সুন্দর করে আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি করেছেন। মুরগির মাংস এবং আলু দুটো আমার খুব প্রিয়। তবে এ ধরনের রেসিপির মধ্যে একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে অন্যরকম মজা লাগে। সত্যি বলতে আপনার এই রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপিটি আমারও অনেক পছন্দের ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

মুরগির মাংস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আলু এবং মুরগির মাংস ভুনা রেসিপি করেছেন। তবে যে কোন রেসিপির মধ্যে আলু দিলে খেতে এমনি বেশ মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ আপু আলু যে কোন রেসিপি মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ আপু রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

এটা জেনে খুবই ভালো লাগলো যে মুরগির মাংস আপনার ছেলে খুবই পছন্দ করে। আপনার ছেলে মুরগির মাংস পছন্দ করে বিধায় আপনি মাঝে মাঝে নতুন নতুন ভাবে এই মুরগির মাংস রান্না করার চেষ্টা করেন। আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে আসলেই অনেক বেশি সুস্বাদু লাগে আর আপনার মত করে এরকম ভাবে ভুনা ভুনা করে রান্না করলে তো আর কোন কথাই নেই। মজাদার এই মুরগির মাংস ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাইয়া আমার ছেলে মুরগির মাংস খুবই পছন্দ করে খেতে।তাই নতুন নতুন রেসিপি রান্না করে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

মুরগির মাংসের ভুনা রেসিপি আমার খুবই প্রিয় । একমাত্র মুরগির মাংসের মধ্যে আলঙ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি লাগে খেতে । যেটা আপনি আজকে খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন ।এই ধরনের রেসিপি আমার খুবই পছন্দের। সুন্দর মুরগির মাংসের রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আমার কাছে শুধু মুরগির মাংস না যে কোন মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile