অবশেষে মাছের বাজারের খোঁজ পেলাম🐟🐟

in hive-129948 •  last year 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে মাছের বাজার ভেঙ্গে দেওয়া হয়েছে। যার কারণে মাছের দোকানগুলো আর নেই। তাই সেদিন মাছ কিনতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছিল। কিন্তু আমরা তো মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া কি চলে? তাছাড়া আমার ছেলে মাছ খুব পছন্দ করে। অন্যান্য খাবারগুলো খেতে চায় না কিন্তু মাছ ভাত একটু খায়।তাই আজকে বের হলাম বিকেল বেলা আবার যে শহরে আর কোথাও মাছের বাজার বসে কিনা খুঁজতে।

1000021833.jpg

তো আমরা বাহিরে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। এরপর যখন একটি পরিচিত রিক্সা পেলাম তখন উনাকে বলা হলো যে এখানে অন্য কোথাও মাছের বাজার আছে কিনা? তো উনি বললেন উনার জানা মতে ওই এক জায়গাতেই মাছের বাজার বসে। আমরা বললাম চলেন দেখি আজকে হয়তো মাছ পেতেও পারি। কিন্তু আজকে গিয়ে পুরাই হতাশ হয়েছি কারণ শুনলাম এখানে আর মাছের বাজার বসবে না। এখানে নাকি বড় বিল্ডিং হবে। কারণ পাশেই স্কুল বাচ্চাদের অনেক সমস্যা হয়। মাছের গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়ে তাই মাছের বাজারটা এখান থেকে উঠিয়ে দেয়া হয়েছে।

1000021832.jpg

1000021831.jpg

একটু সামনে যেতে পাশেই যে মাছের আরত ছিল যেখানে মাছ পাইকারি কেনাবেচা হতো সেখানে দেখলাম বেশ লোকজনের সমাগম।এখানে বিকেল করে দুধের বাজার বসত কিন্তু আজকে দেখি অনেক মাছের দোকান বসেছে। অবশেষে এই মাছের দোকান গুলো দেখে একটু স্বস্তি ফিরে পেয়েছিলাম। এরপর আমরা রিকশা থেকে নেমে মাছ দেখতে শুরু করি। তবে আগের দোকানগুলোতে যেভাবে মাছ থাকতো অনেক ধরনের এই দোকানগুলোতে খুব একটা মাছের সমাগম নেই বললেই চলে। শুধু চিংড়ি মাছ, শিং মাছ, পাঙ্গাস এবং রুই মাছ। যেহেতু আমি বাজারে যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল তাই আর ছোট মাছের দিকে যায়নি। আমি দেখেশুনে কিছু রুই মাছ কিনেছিলাম।

1000021836.jpg

1000021835.jpg

1000021834.jpg

ভাসমান দোকান জন্য এত দাম নিলো নাকি মাছের দাম বেশি বুঝতে পারলাম না।প্রতি কেজি রুই মাছ ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপায় নেই যেহেতু বাজারে অন্যান্য মাছগুলো নেই তাই আমাকেও বাধ্য হয়ে নিতে হয়েছিল। এরপর পছন্দমত কিছু মাছ কিনে বাসায় চলে এসেছি। প্রত্যেকবার বাজার থেকে বড় মাছগুলো কেটে আনা হতো কিন্তু এবারে মাছ কাঁটার জন্য যে ছেলেগুলো বসে থাকত তাদেরকে দেখলাম না।

1000021837.jpg

1000021838.jpg

1000021844.jpg

অবশেষে মাছ পেয়েছি এটাই বড় কথা। কবে এই সমস্যার সমাধান হবে জানিনা। তবে খুব দ্রুত হলে সমাধান হলে সাধারণ মানুষের জন্য একটু ভালো হয়। যাইহোক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু যে গল্প শুনলাম তাতে তো মনে হয় মাছ পেয়েছেন এই ডের। আবার মাছ কাটা। আপু আমাদের ঢাকায় ও মাছের এতো দাম। এখন তো রিনীমত মাছের বাজারে যেতে ভয় হয়। আবার নতুন নতুন রাস্তাঘাট করার জন্য আমাদের এখানেও মাছের বাজার ভেঙ্গে দিছে। কে জানে ভবিষতে মাছের চাষি হওয়া লাগে নাকি তাই ভাবছি। হি হি হি

আসলেই আপু মাছ পেয়েছি এই অনেক।আমার তো মনে হচ্ছিল আমি কোন বেশি দামি জিনিস খুঁজে বেড়াচ্ছিলাম।যাইহোক অবশেষে খোঁজাখুঁজি করার পর মাছ পেয়ে ভালোই লাগছিল। তবে এটা খারাপ বলেননি আপু আশেপাশে ফাঁকা জায়গা থাকলে পুকুর এবং পুকুরের পাশ দিয়ে শাকসবজি লাগালে আশা করছি আর কোন কিছুর অভাব হবে না।

আমরা মাছে ভাতে বাঙালি তাই মাছ না হলে চলেই না। রিক্সাওয়ালা তাহলে আপনাদেরকে মাছের বাজারের সন্ধান দিয়েছে। গিয়ে আপনাদের হয়তো অনেক খারাপ লাগলো ওখানে মাছ বেচা বন্ধ হয়ে গেছে। যাক পরে মাছের আরদ থেকে অনেকগুলো রুই মাছ কিনেছেন। তবে আপু ছোট মাছগুলো খেতে মজা কিন্তু এগুলো সাফাই করতে অনেক কষ্ট। আপনি তো দেখতেছি অনেকগুলো মাছ কিনেছেন। খুব সুন্দর করে মাছ কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

মাছের বাজার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আপু তাই আর ছোট মাছ নেইনি কারণ ছোট মাছ পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আমাদের বাসাতেও আমরা সবাই খুব পছন্দ করি ছোট মাছ খেতে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

বর্তমান সময়ে পছন্দের মাছ পাওয়া অনেক কষ্টের। আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু মাছ খেতে অনেকের এখন কষ্ট হয়ে যায়। বিকেলবেলা বাইর হওয়ার পর রিক্সাওয়ালা তাহলে মাছের সন্ধান দিয়েছে আপনাদেরকে। আসলো কোথাও এরকম কোন জিনিসের জন্য গেলে যখন না পাওয়া যায় তখন অনেক খারাপ লাগে। ওই জায়গাতে গিয়ে মাছ পেলেন না কারণ ওখানে মাছ বেচা বন্ধ হয়ে গেছে। যাইহোক মাছের আরদ থেকে বড় মাছ কিনেছেন। তবে মাছ খেতে অনেক মজা লাগে কিন্তু মাছের মধ্যে প্রচুর কাটা। তবে শুনে ভালো লাগলো রুই মাছ কিনে নিয়েছেন খাওয়ার জন্য।

কয়টা দিন ভীষণ কষ্টে চলেছি ভাইয়া কারণ মাছ ছাড়া তো আসলেই চলা খুব মুশকিল। অবশেষে মাছের সন্ধান পেয়ে অনেক ভালো লাগছিল ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।