হেরে যাওয়া ভালোবাসা 💔

in hive-129948 •  16 days ago 

1000014245.jpg
সোর্স
"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

নদীর জীবন থেকে তার ভালোবাসার মানুষ এভাবে দূরে সরে যাবে সে কখনোই ভাবতে পারেনি। বাস্তবের কাছে পরিস্থিতির কাছে টাকার কাছে মানুষ এভাবে হেরে যায় সেটা নদী সাগরকে না হারালে বুঝতে পারত না। নদী নিরুপায় চাইলেও সাগরকে তার জীবনে ফিরিয়ে আনতে পারবে না। সাগরও নদীকে মন প্রাণ দিয়ে ভালবাসে কিন্তু ইচ্ছে করলেই নদীর কাছে ছুটে যেতে পারছে না। কারণ সে যে পরিস্থিতির শিকার।সে আজ অন্য কারোর। আজ এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে। এিকোন প্রেমের গল্প। দুজন দুজনকে কতটা ভালোবেসে দূরে সরে গিয়েছিল আর অপরজন ভালোবেসে না পেয়ে টাকা দিয়ে সেই দুজনের ভালোবাসা কেড়ে নিয়েছিল।

নদী, সাগর এবং বর্ষা একই কলেজে পড়াশোনা করে। তারা সবাই খুব ভালো বন্ধু। কিন্তু এর বাহিরেও তাদের সম্পর্ক আছে। সেটা হচ্ছে নদী সাগর একে অপরকে খুবই ভালোবাসে। আর এটা বর্ষা কখনোই বুঝতে পারত না। তাই বর্ষাও মনে মনে সাগরকে খুবই পছন্দ করত। বর্ষা মন থেকে একটু অহংকারী। কারণ তার বাবার অনেক টাকা। অপরদিকে নদী এবং সাগর মধ্যবিত্ত পরিবারের সন্তান। বর্ষা মনে করে ওর বাবার টাকা আছে মানে সবকিছু ওর মনের মতো হতে হবে।

কোনো ভাবে একদিন বর্ষা জানতে পারে নদী এবং সাগর একে অপরকে ভালোবাসে আর এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তখন বর্ষা অনেক রেগে যাই এবং মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সাগরকে সে কেড়ে নেবে। কিন্তু এটা নদী এবং সাগর কখনোই জানতো না।তাই তারা সবসময় স্বাভাবিক থাকতো। কিন্তু বর্ষা দিন দিন কেমন জানি বদলে যাচ্ছে। এবং তাদের সাথে কারণে অকারনে খারাপ ব্যবহার করছে। এটা প্রথমদিকে তারা বুঝতে না পারলেও পরবর্তীতে তারা বুঝতে পারে যে বর্ষা সাগরকে পছন্দ করে।

একদিন সাগর বর্ষাকে ভালোভাবে বোঝায় যে সে নদীকে খুবই ভালোবাসে। কোনো ভাবেই সম্ভব না নদীকে ভুলে যাওয়া। তাই সে যেনো তাদের দুজনের মধ্যে না আসে। আর এই অপমানটা বর্ষা কিছুতেই মেনে নিতে পারে না। সে বাসায় গিয়ে তার বাবাকে সবকিছু বলে দেয়। বাবা মেয়ের কথায় অন্ধ। সাগরের বাবা মাকে ডেকে পাঠায় এবং বলে তাদের ছেলেকে বড় চাকরি নিয়ে দেবে যদি তার মেয়েকে সাগর বিয়ে করে। সাগরের বাবা-মা রাজি হয়ে যায় এবং এ ব্যাপারে সাগর কিছুই জানে না। সাগরের বাবা-মা বাসায় এসে সাগরকে জানাই সাগরের চাকরির ব্যবস্থা হয়েছে।সাগর তো মহা খুশি।কিন্তু সে জানে না যে চাকরির জন্য তার বাবা-মা বর্ষার বাবার কাছে তাকে বিক্রি করেছে।

চাকরি পর সাগর খুবই খুশির কারণ সে নদীকে আপন করে নিতে পারবে। যখন সে প্রস্তাব দেয় তার বাবা মাকে তখনই সে সব বিষয় জানতে পারে।যে চাকরির বিনিময়ে বর্ষার সাথে তারা সাগরের বিয়ে দিতে রাজি হয়েছে। এটা সে কিছুতেই মানতে রাজি নয়।তখন বর্ষার বাবা সাগরের বাবা মাকে ভয় দেখান সাগরের চাকরির সাথে সাথে সাগরের বাবা মাকে বিশ্বাসঘাতকতার জন্য পুলিশের কাছে দেবে। একটা সময় বাধ্য হয়ে সাগর সবকিছু মেনে নেয়।এবং সে বর্ষাকে বিয়ে করে। যখন সাগরের কাছে সবকিছু জানতে চাই নদী সাগর কিছুই বলতে পারেনা। শুধু বলে পরিস্থিতির শিকার সে। তার কিছুই করার ছিল না। সে যেন তাকে ভুলে যায়।

আর এভাবেই নদীর ভালোবাসা হেরে যায়। অপর দিকে ইচ্ছা না থাকা সত্ত্বেও ভালো না বেসেও বর্ষার সাথে সাগরের সংসার করতে হচ্ছে। হয়তো হাজার হাজার ভালবাসা এভাবেই পরিস্থিতির কাছে হেরে যায়। তো এই ছিল আমার আজকের গল্পটি। কেমন লেগেছে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000014246.jpg

1000014247.jpg

হয়তো এভাবেই শত শত আশা ভালবাসা প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। কতজনের স্বপ্ন ভালবাসা এক নিমিষেই হেরে যাচ্ছে। আপনার আজকের নদী সাগরের কাহিনী পড়ার মধ্য দিয়ে বাস্তব সমাজের এক দৃষ্টান্ত খুঁজে পেলাম।

ঠিকই বলেছেন ভাইয়া এভাবে অনেক ভালোবাসা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  ·  15 days ago (edited)

মেয়েদের মনের মধ্যে অনেক হিংসা তাও যদি সেটা প্রেমের কারন হয় তাহলে তো আর কথায় নেই। নদী সাগর একে অপরকেও ভালবাসে জানার পরও বর্ষা তার বাবার টাকার জোরে ভালোবাসা আদায় করার চেষ্টা করে। যদিও বর্ষা তার কাজে সফল হয় কিন্তু নদীর সত্যিকারের ভালোবাসা টাকা আর জেদের কারনে হেরে যায়।

হিংসা খুব খারাপ জিনিস যার ফলে বর্ষা ভালোবাসার মানুষকে আলাদা করে ফেলেছিল। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

হিংসা শুধু একজনের জীবনকে নষ্ট করে না। যে হিংসা করে আর যাকে হিংসা করা হয় দুজনেই ক্ষতিগ্রস্ত হয়। শুকরিয়া আপু ভালো থাকবেন।

এমন করে কত শত প্রেম আর ভালোবাসার বাতি যে নিভে গেছে সেটার হিসেব হয়তো কেউ রাখে না। তবে আমার মনে হয় যে এমন ভালোবাসাগুলো সারা জীবনই থেকে যায় জীবনের সাথে মিশে। যাই হোক দারুন ছিল আপনার আজকের গল্পটি।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলে কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, যার কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারানো লাগে। ঠিক তেমনটা নদী আর সাগরের জীবনে হয়েছে। অন্যদিকে বর্ষা টাকা দিয়ে সাগরকে তার ফ্যামিলির কাছ থেকে কেড়ে নিয়েছে। অনেক সুন্দর করে গল্পটা লিখে শেয়ার করেছেন আপনি।

আসলে টাকার কাছে পৃথিবীর সব কিছুই হার মেনে যায়। অসংখ্য ধন্যবাদ আপু গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।