ঈদের আনন্দ 🎆

in hive-129948 •  7 months ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এবারের ঈদটা আমার জন্য অনেকটা স্পেশাল। বিয়ের পর এই প্রথমবার বাবার বাড়িতে ঈদ করলাম তাও আবার ছেলেকে সঙ্গে নিয়ে তাই ভালো লাগাটা অনেকটাই বেশি ছিল। রমজান মাসটা আমার খুব সুন্দরভাবে শুরু হয়েছিল বাবার বাড়ি থেকেই। ভাবতেই পারিনি ঈদ বাবার বাড়িতে কাটাতে পারব। গতকাল বিকেল বেলা হঠাৎই খুব খারাপ লাগছিল। ভাবছিলাম যদি বাবার বাড়িতে ঈদ করতে পারতাম তাহলে খুব খুশি লাগতো। অনেকটা ভয়ে ভয়ে শাশুড়ি মাকে বলেই ফেললাম। যে মা এবারের ঈদ আমি বাবার বাড়িতে করতে চাই।

Messenger_creation_94ff5814-997a-4ccd-87e3-89ffd3aa4f50.jpeg

received_740034678217558.jpeg

received_2109321606094149.jpeg

received_394720966687018.jpeg

received_1461781408070978.jpeg

received_1660893467775503.jpeg

আমার শাশুড়ি মায়ের কোন আপত্তি দেখলাম না। তাই আমরা গতকাল বিকেলে বাবার বাড়িতে এসেছি। আমার মাকেও এসে সারপ্রাইজ দিয়েছি তাকে আগে থেকে আমি বলিনি । আমার মা এবং ছোট বোন আমাদেরকে দেখে তো মহা খুশি। যাইহোক আজ ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মা সব রান্না বান্না রেডি করে ফেলেছে বাবা আমার বড় বাবা এবং চাচাতো ভাই এবং তার ছেলেরা সবাই রেডি হয়েছে নামাজে যাওয়ার জন্য। আমার ছেলেটা তখনো ঘুমাচ্ছিল তাই সবার সঙ্গে তার কোন ফটোগ্রাফি করতে পারিনি আমার বাবা এবং অন্যান্য সবার সুন্দর কিছু ফটোগ্রাফি করে রাখলাম।

আমার ছেলেটাকে ঘুম থেকে ওঠার পর গোসল করিয়ে নতুন জামা পরিয়ে কিছুক্ষণ গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করেছে আমার ছোট বোনের সঙ্গে। ভাবছি বিকেলে কোথাও ঘুরতে নিয়ে যাব ওকে। বিয়ের পর বাবার বাড়িতে ঈদ করার মজা যে কতটা সেটা শুধু আমার মত বিবাহিত মেয়েরাই বুঝবেন।মধ্যে তো অন্যরকম ভালো লাগা কাজ করছিল সেটা হয়তো অনেকটাই ভাষায় প্রকাশ করতে পারছি না।

যাইহোক সবাই সবার আত্মীয়-স্বজন পরিবার নিয়ে খুব ভালো মুহূর্ত কাটান এই কামনাই করি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

বাবার বাড়িতে ঈদ করার মজাই আলাদা। আপনি বিয়ের পরে প্রথম আপনার বাবার বাড়িতে ঈদ করেছেন জেনে বেশ ভালো লাগলো। আর আপনার শাশুড়ি মা ও খুব সহজেই আপনাকে যেতে দিতে রাজি হয়ে গেল। অনেকে অত সহজে যেতে দিতে চায়না। আশা করি আপনার বাবার বাড়িতে বেশ ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি আপু এবারের ঈদটা আমার বেশ ভালো কেটেছে। এইটা ঠিক বলেছেন আপু অনেকের শ্বশুরবাড়ি থেকে এটা মানতে চায় না।তবে আমার শ্বশুরবাড়ি থেকে এ ধরনের বাধা নিষেধ কখনোই ছিল না।

আপু ঈদ মোবারক। আপনাকে চিমটি আপু আমিও এবার বাবার বাসায় ঈদ করছি।অনেক আনন্দ করছি সবাইকে নিয়ে।নানান ধরনের রেসিপি খাওয়া-দাওয়া চলছে।আজকের দিনটি ভীষণ ভালো কেটেছে।আপনি ও আপনার চমৎকার কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ঈদ মোবারক আপু। আপনি বাবার বাড়িতে ঈদ করেছেন জেনে খুবই খুশি হলাম। সত্যিই এই অনুভূতিটা একদমই অন্যরকম এবং বেশি ভালো লাগার। শুভকামনা রইল আপনার জন্য।

বিয়ের পর যেহেতু এই প্রথমবার বাবার বাড়িতে ঈদ করছেন, তার মানে স্পেশাল হওয়াটাই স্বাভাবিক আপু। তাছাড়া পরিবার এর সবাইকে যেহেতু একসাথে পেয়েছেন, সেক্ষেত্রে ঈদের আনন্দ আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে আমি মনে করি। অন্যদিকে আপনার মাকে দেওয়া সারপ্রাইজে উনি অবশ্যই খুশি হয়েছেন, এজন্যই তো সকাল সকাল এত রান্না করেছেন। যাইহোক, আপনার ঈদ অনেক ভালো কাটুক, এটাই কামনা করি।