আড়তে মাছ কিনতে গিয়ে বিড়ম্বনা

in hive-129948 •  2 years ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

PhotoCollage_1685721695639.jpg

আমি প্রত্যেক মাসের শেষের দিকে কিংবা শুরুর দিকে মাসের বাজার একবারই করে থাকি বিশেষ করে শুকনা বাজার এবং মাছ মাংসগুলো। বাজারের দায়িত্বটা আমি নিজের থেকেই নিয়েছি। কেননা আমার হাজব্যান্ডকে যখন বাজারে পাঠায় দোকানদার যেটা ধরিয়ে দেয় সেটা নিয়ে বাসায় আসে। যা আমার একদম পছন্দ হয় না। আর যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি আমার মাকে ডাকি। যেন মাছগুলো কেঁটে দিয়ে পরিষ্কার করে দিয়ে যান। বড় মাছ অবশ্য আমি বাজার থেকে কেঁটে নিয়ে আসি। ছোট মাছগুলো বাসাতে পরিষ্কার করা হয়।

received_299020159116349.jpeg

received_1239271873431484.jpeg

received_1291403125102503.jpeg

বাজারের দাম যে হারে বাড়ছে তাই ভাবলাম আজকে মাছের আড়ত থেকে মাছ কিনবো।কারণ আরত থেকে মাছ কিনলে দামে একটু কম পাওয়া যায়। তাই আজকে বাবাকেউ ডেকেছিলাম আর মা তো আছেনই।যাইহোক সকালে সবাই খাওয়া-দাওয়া করে মাছের আরতের দিকে চলে গেলাম। মাছের আরতেতে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আর পূরণ হলো না কেননা পুরো বাজার জুড়ে শুধু পাঙ্গাস মাছ ছিল। আর আমাদের বাসায় আমরা কেউ পাঙ্গাস মাছ খাই না। তারপরও পুরোবাজার ঘুরে ঘুরে দেখছিলাম অন্য কোন মাছ পাওয়া যায় কিনা।কোন মাছ পেলাম না। তখন সবাই আমাদেরকে বলল যে আরো সকালবেলা আসতে হতো।

received_1302745390651816.jpeg

received_803367964461122.jpeg

received_3573088069616471.jpeg

received_745370557270934.jpeg

কি আর করার দেরি করে ফেলেছি। তাই আমরা আবার মাছের বাজারের উদ্দেশ্যে গেলাম। যে বাজার থেকে কিনতে হবে। তো বাজারে গিয়ে দেখে শুনে বেশ কয়েক প্রকার মাছ কিনেছি। রুই মাছ, ছোট বাটা মাছ, মলা মাছ।বড় মাছগুলো বাজার থেকে কেঁটে এনেছি। আর ছোট মাছগুলো বাসায় এসে পরিষ্কার করেছি। এই প্রথমবার মাছের আড়তে গিয়েছিলাম এবং সেখানে অনেক ভিড় দেখলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে পাইকারি রেটে মাছ কিনে নিয়ে গিয়ে অন্যান্য বাজারে,গ্রামে বিক্রি করে।

received_1430075111177969.jpeg

যাইহোক এবার থেকে আরতে মাছ কিনতে হলে আরো সকালে যেতে হবে। তাহলে ছোট মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো এই ছিল আমার আরতে মাছ কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়া।

আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আসলে নিজে গিয়ে পছন্দের মাছ কেনার অনুভূতি সত্যি খুব অসাধারণ। আপনি মাছ কিনতে গিয়ে কিছুটা দেরি হয়েছে জেনে খুব খারাপ লাগলো। আড়ত থেকে মাছ কিনতে হলে একটু তাড়াতাড়ি যেতে হয়। বাহ বেশ অনেক প্রকারের মাছ কিনেছেন আপনি রুই মাছ, ছোট বাটা মাছ, মলা মাছ । মাছ বাজারে যাওয়ার অভিজ্ঞতা আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু আমিও অনেক সময় বাজার থেকে মাছ কিংবা সবজি কিনে নিয়ে আসলে তা আমার স্ত্রীর কাছেও খুব একটা পছন্দ হয় না। সে প্রায় সময় বলে আমার কিনা মাছ ও সবজি টাটকা ও সতেজ থাকে না। যার কারণে বেশিরভাগ সময় আমার স্ত্রী স্কুল থেকে ফেরার সময় বাজার করে নিয়ে আসে। তাতে আমিও একটু হাফ ছেড়ে বাঁচি। যাইহোক আপু, আড়ত থেকে মাছ কিনতে গেলে একটু সকাল সকালই যেতে হয়। যদিও বা আপনি আরত থেকে মাছ কিনতে পারেননি, তবুও বাজার থেকে বেশ কয়েক প্রকার মাছ কিনেছেন দেখে ভালই লাগলো। আরতে মাছ কিনতে গিয়ে আপনার বিরম্বনার কথাগুলো গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনারা তো হাফ ছেড়ে বাঁচার জন্য তৈরি থাকেন সবসময়।এজন্য বাজার থেকে ভেজাল জিনিস আনেন। 😄যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

পুরুষ মানুষ গুলো বাজারে গেলে কেনো জানি চুপচাপ যা দেয় তাই কিনে নিয়ে চলে আসে।এটা আপনার দাদাও করে যা আমার একদম পছন্দ নয়।তাই নিজের বাজার নিজে করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি।আড়তে মাছ কিনলে বেশ কিছুটা কম দামেই পাওয়া যায় কিন্তু যেতে হবে ঠিক টাইমে তাহলে ভালো মাছ কেনা যায়।মাছের বাজারে এখন আগুন তাই মাছ খাওয়া বন্ধ করতে হবে।এতো মাছ একবারে কিনে ভালোই করেছেন অনেকদিন নিশ্চিন্তে খেতে পারবেন।আজকের সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি।

একদম ঠিক বলেছেন বৌদি পুরুষ মানুষ গুলো বাজারে গেলে দোকানদার যা ধরিয়ে দেয় তাই নিয়ে চলে আসে।তাই বাজার থেকে নিজে পছন্দ মত বাজার করতে আমার কাছে ভালো লাগে।

আপনার মত মাসের বাজার আমিও শুরুতেই করে রাখি। ভাইয়ার তো ভালো আরাম বাজারে যেতে হয় না। মাছের বাজারে আমার খুবই কম যাওয়া হয়েছে। গন্ধ লাগে। আরতে মাছ একটু কমে পাওয়া গেলেও আপনার গিয়ে তেমন লাভ হলো না দেখছি। বাজারে বিভিন্ন ধরনের মাছ ছিলো মনে হচ্ছে। বেশ ভালো বাজার করেছেন বোঝা যাচ্ছে।

জ্বি আপু আড়তে যেতে দেরি হওয়ায় মাছ পাইনি। যদিও আমার বাবা মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। পরে অবশ্য বাজার থেকে মাছ কিনতে হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

এখন আপু সাগরে বুট যায় না মাছ ধরার জন্য আপাতত অফ আছে মাছ ধরা তাই যে মাছগুলো পাবেন সবগুলো হচ্ছে মিঠা পানির মাছ। আর এখন যে মাছ পাবেন তা ভালো মাছ পাওয়া যাবে না সবগুলো গ্যাসের মাছ হবে। আড়তে গিয়ে মাছ কিনলে একটু সুবিধা হয় তবে আপনি তো অসময়ে গেলেন কারণ সিজনটা হচ্ছে মাছের সিজন না। মা থাকলে খুব সুবিধা হয় অনেক ধরনের সহযোগিতা পাওয়া যায়।

জ্বি আপু সকল সমস্যার সমাধান হচ্ছে মা। মা থাকলে আমার কাছে কোন কাজই কঠিন মনে হয় না। আমাদের এদিকে নদীর মাছ না আপু আমাদের এদিকে পুকুরের মাছ বাজারে বেশি পাওয়া যায়। কিন্তু যেতে দেরি হয়ে গিয়েছিল তাই আর ভালো মাছ পাইনি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

মনে হয় আপু আপনি ভালো বাজার করতে পারেন। আপনার হাজব্যান্ড কে যা দেই তা নিয়ে আসে। তবে ঠিক বলেছেন আড়তে মাছ কিনতে কিনতে গেলে অনেক বিট। কারন সেইখানে পাইকারি কাস্টমার বেশি থাকে। যাক পরবর্তী আপনি মাছের বাজার থেকে অনেকগুলো মাছ কিনতে পারলেন শুনে ভালো লাগলো। তবে ছোট মাছগুলো সাফাই করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা। আপনার মাছ কেনার অনুভূতি পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

সত্যি বলতে আপু আমি কোন মাছই কাঁটতে পারি না। অনেকে অবাক হবের শুনলে। তাই তো প্রত্যেক মাসে আমার মা এসে সবকিছু ধুয়ে পরিষ্কার করে দিয়ে যান।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।