দুই বাংলার বন্ধুত্ব বজায় থাকুক আজীবন ❤️

in hive-129948 •  20 hours ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

1000013873.jpg

বর্তমানে দেশের যে পরিস্থিতি এতে করে নিজের মতামত ব্যক্ত করতে সত্যি একটু ভয়ে থাকতে হয়। একটি দেশের পতাকা সেই দেশের জাতীর আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং শহীদদের সম্মানের প্রতীক। পতাকাকে অপমান করা মানে আমাদের নিজেদের অপমান এবং যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য অপমান। অন্যকে সম্মান করলে তবেই নিজে সম্মান পাওয়া যায়। যদি আমরা অন্য দেশের পতাকাকে সম্মান করতে না পারি তাহলে আমরা নিজের দেশের পতাকাকে অসম্মান যেকোনো সময় করতে পারি।

কিছুদিন আগে যখন সেই ভয়ংকর চিত্রটি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম বিশ্বাস করেন খুবই কষ্ট পেয়েছিলাম। যে আমরা মানুষ জাতী হিসেবে কতটা নিচে নেমে গেছি। যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পতাকাকে অপমাননা করছি। আমরা সভ্য হতে পারলাম না এখনো। ছোটবেলা থেকেই শুনে আসছি যুদ্ধের সময় ওপার বাংলা আমাদের কতটা সাহায্য করেছিল। আর নিমিষেই তা আমরা ভুলে গিয়েছি।

একে অপরের প্রতি মনোমালিন্য হতেই পারে। এটা আলোচনা করে ঠিক করে নেওয়া দরকার। যেমন ধরেন আমাদের খুব কাছের একজন থাকে তার সব কথায় আমরা জেনে থাকি। তার জীবনে কি ঘটেছে, তার সাথে বন্ধুত্ব থাকা অবস্থায় সে আমার কি কি উপকার করেছে বা তার সাথে আমি কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি সবকিছু। কিন্তু যদি কখনো সেই কাছের মানুষের সাথে মনোমালিন্য হয় তাহলে কি আমরা আগের সব কথা ভুলে যাব? না মোটেই না। বরং জানা উচিত কেন এমনটা হলো, তার সাথে সম্পর্ক নষ্ট হলো কিভাবে, সেই সম্পর্কটা আবার পুনরায় ঠিক করা যাবে কিভাবে সেই বিষয়ে ভাবতে হবে।
সেটা না করে আমরা কাঁদা ছোড়াছুড়ি করছি। এতে বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়ছে।

সবশেষে একটা কথাই বলতে চাই আমরা কোনো হিংসা,যুদ্ধ, খুনাখুনি এসব চাইনা আমরা চাই দুই বাংলার বন্ধুত্ব বজায় থাকুক। ভালোবাসা দিয়ে আমরা একে অপরের পাশে থাকি। নিজের দেশের পতাকার পাশাপাশি প্রত্যেক দেশের পতাকাকে সম্মান করা উচিত। আশা করি এই কথাটা আমরা সবাই মেনে চলবো।🙏

# ধন্যবাদ সকলকে।🙏

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000000116.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

এটা একদম ঠিক বলেছেন আপু, আমরা যদি অন্যের পতাকাকে সম্মান করতে নাই পারি তাহলে নিজেদের পতাকাতেও সম্মান করতে পারব না। এই ধরনের কাজগুলো আসলেই কাম্য নয়। আপনার আজকের পোস্ট দেখে ভালো লাগলো। যেকোনো পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সাহায্য আমাদের সব সময় প্রয়োজন। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত।

ঠিকই বলেছেন আপু নিজের কাছেই খারাপ লাগে আমরা জাতি হিসেবে কতটা নিচে নেমে গিয়েছি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পতাকা অবমাননা করছি এটা আসলেই লজ্জা জনক।

প্রতিটি দেশের কাছে তাদের পতাকা সম্মানের। এই পতাকেকে কেউ অসম্মান করলে কোন দেশেই তা মেনে নেবে না। ফলে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে। আর যারা এই জঘন্য কাজ করেছে তাদের ধিক্কার জানাই।

এটা সত্যি বলেছেন আপু যে কোন কারনে মনোমালিন্য হতেই পারে। একসাথে থাকতে গেলে নিজের পরিবারের মানুষের সাথেও মনোমালিন্য হয় তবে সেটা সমাধান হয়। আমিও চাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1000013875.jpg

1000013874.jpg

আমিও সব সময় এটাই প্রত্যাশা করছি আপু যেন আমাদের দুইটা দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকে। আগে যেমন ভাবে দুইটা দেশে একসাথে বন্ধুত্ব বজায় রেখে চলেছিল আগামীতেও যেন সেভাবে চলতে পারে সেই দোয়া করি।