সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা 💐🤲

in hive-129948 •  4 hours ago 

1000031009.jpg

সোর্স

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অপেক্ষার পর শুরু হয়ে যাচ্ছে সিয়াম সাধনার মাস। আমরা সারা বছরে এই মাসটির অপেক্ষায় থাকি। রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত হচ্ছে রোজা রাখা এবং ইফতার সেরে তারাবির নামাজ আদায় করা। আমাদের নবী (সাঃ) বলেছেন "রমজান মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করা হয়।এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।"

রমজান মাসের বেশ কিছু ফজিলত আছে যেগুলো আমাদের সবারই জানা। রমজান মাসের প্রধান আমল হচ্ছে রোজা রাখা। আমরা চেষ্টা করব সবগুলো রোজা রাখার। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা রমজান মাসে তারাবির নামাজ আদায় করে থাকি। বেশি বেশি রহমত এবং সওয়াব পাওয়া যায় সারাদিন রোজা রেখে তারাবির নামাজ আদায় করলে।আমাদের পাপ ক্ষয় করার জন্য রমজান মাস। এই মাসে বেশি বেশি দান ছদকা করা উচিত।

ইবাদতের পাশাপাশি আমরা যারা গৃহিনী আছি তাদের তো কাজের শেষই নেই রমজান মাসে। সারাদিন রোজা রেখে হাজার ক্লান্ত থাকলেও বাসার সবটা মেয়েদের সামলাতে হয়। সেই ঘরের কাছ থেকে শুরু করে রান্নাবান্না। আবার ইফতারে কে কি পছন্দ করে খেতে সেটা তৈরি করা। সারাদিন রোজা রেখে সবকিছু বাড়ির গৃহিণীদের সামলাতে হয়। মুখে ক্লান্তির ছাপ থাকলেও মনে মনে থাকে অনেক তৃপ্তি। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যিই অনেক ভালো লাগে।

আমি তো ইতিমধ্যে রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছি। পরশুদিন আরও বেশ কিছু প্রস্তুতি নিতে হবে।কিছু কিছু কাজ গুছিয়ে রাখলে অনেকটা সহজ হয় সারাদিনের কাজ। যাইহোক সবাইকে আবারো রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি ইবাদত করবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা রমজান মাসের। রমজান মাস সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপু। সত্যি রমজান মাস রহমতের মাস। আর এই রহমতের মাসে যে যত বেশি আমল করতে পারে। তবে ইফতারের আইটেমটা আমার বেশ ভালই লাগে। সবাই একসাথে এক টাইমে ইফতার করা। তবে রোজায় থেকে ঘরের সব কাজ সামলাতে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু ইফতার করার পর আর কিছুই মনে হয় না। ধন্যবাদ আপু সুন্দর কথা লেখার জন্য।

আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা! সত্যিই, এই মাসটি আত্মশুদ্ধি ও ইবাদতের এক অনন্য সুযোগ। গৃহিণীদের পরিশ্রমের কথা খুব সুন্দরভাবে বলেছেন তারা পরিবারকে সামলানোর পাশাপাশি ইবাদতেও মনোযোগী হন, যা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন। আমিন!

শুরু হয়েছে রহমত বরকতের মাস মাহে রমজান। আমরা যেন সবাই এই রমজানের যথাযথ গুরুত্ব বুঝে পালন করতে পারি। রমজানের শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। সবগুলি রোজা যেন আমরা আদায় করতে পারি সবার নিকট সেই কামনা করি। রমজান মাসে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। ধন্যবাদ।

আপনাকেও আমি আমার পক্ষ থেকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। সুন্দর এই পবিত্র মাসটা পরিবারের সাথে যেন ভালোভাবে অতিবাহিত করতে পারেন। প্রত্যেকটা রোজা যেন পালন করতে পারেন সেই দোয়া রইল।

রমজান মোবারক! 🤲✨

আপনার লেখা পড়ে রমজানের পবিত্রতা ও সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করলাম। সত্যিই, এই মাস আত্মশুদ্ধি, ধৈর্য ও ইবাদতের মাস। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার শক্তি দিন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।