সোর্স
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা প্রতিনিয়ত অনেক শিক্ষা অর্জন করি। নিজের ব্যক্তিগত জীবন থেকে কত কিছু শেখার আছে। যাইহোক আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে মনুষত্ববোধ। আজকাল মানুষের মনুষ্যত্ব নেই বললেই চলে। আপনি যাকে ভালবেসে আঁকড়ে ধরবেন কিংবা যাকে আপন ভাববেন দিনশেষে তারাই আপনার ক্ষতি করে বসবে। কিন্তু আমরা সেই ভুলগুলো বারবার করি। আমাদের ক্ষতি হওয়ার পরও আবার নতুন করে আমরা অন্য আরেকজনকে বিশ্বাস করি।
সৃষ্টিকর্তা পৃথিবীতে কত কিছুই সৃষ্টি করেছেন। আর তার মধ্যে তার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। মানুষ হাঁটাচলা করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, বিবেক বুদ্ধি আছে এজন্য মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। মানুষের আরও একটি সওা হচ্ছে মন। এই মন দিয়ে মানুষ তা চারপাশে জগৎটাকে চিনতে পারে জানতে পারে। আর সে মন যদি বিষে ভরা হয় তাহলে সমাজ আপনাকে মনুষত্ববোধহীন মানুষ হিসেবেই পরিচয় দিবে।
আমাদের আশেপাশে এমন মানুষ অনেক আছে। গেলে এখন ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনার সামনে ভালো মানুষের মুখোশ পড়ে থাকবে কিন্তু আড়ালে আপনার ক্ষতি করার জন্য উঠে পরে লেগে যাবে। আপনার ভালো তো সহ্য হবে না আপনি আবার যদি কারো ভালো চেয়ে থাকেন সেটাও তাদের সহ্য হবে না। এক কথা হচ্ছে আপনাদের কোন কার্যক্রমই সেই মুখোশধারী লোকদের কাছে পছন্দ হবে না।
আমি আমার এই ছোট্ট জীবনে অনেক মুখোশধারী লোক দেখেছি। এখন তো আরও বেশি দেখছি। বলে না বিপদে পড়লে মানুষ চেনা যায়। যে সময়টা মনে হয় কারোর একটু সান্ত্বনা আমার দরকার কিন্তু দিনশেষে তারা আমার মুখের ওপরে এসে দুটো বাঁকা কথা শুনিয়ে যাই। আমার ভালো মন্দ নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না। আমার ভালো হলেও তাদের সহ্য হয় না আবার খারাপ হলেও তারা হাসে।
যাইহোক এইসব বিবেক বুদ্ধিহীন মানুষদের সাথে চলাফেরা না করাই ভালো। যাদের মন নেই বা মনুষ্যত্ব বোধ নেই তাদেরকে আমি মানুষ বলে মনেই করি না। আমি যেমন এই লোকদেরকে এড়িয়ে চলি আমার একটাই চাওয়া থাকবে আপনারাও এই সমস্ত লোকদের থেকে দূরে থাকবেন তাহলে দেখবেন নিজের মতো করে ভালো থাকবেন।আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1895866885666980228?t=31_HnjVgilQ3-n9iG7SYAw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit