ব্যস্ততাপূর্ণ সময় যাচ্ছে।

in hive-129948 •  last month 

1000023351.jpg

source

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি। "


আজকের দিনটাতে অন্যান্য দিনের থেকে বেশ ব্যস্ততা পূর্ণ সময়ে যাচ্ছে, এখনো কাজ করছি। যেহেতু আগামীকাল আমাদের স্থানীয় এলাকার কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব আছে, তাই এই ব্যস্ততা। মূলত আমি সেখানে একটা দোকান দিয়েছি, যেহেতু প্রতিনিয়তই রান্নাবান্না করি তাই ভাবলাম পিঠা উৎসবে পিঠার একটা দোকান দেবো।

কিন্তু এই সিদ্ধান্ত যে আমাকে এতটা পরিমাণ ব্যস্ত করে ফেলবে, তা আর বুঝতে পারিনি। সেই বাজার করা থেকে শুরু করে, পিঠা বানানো সব নিজের হাতেই করতে হচ্ছে। তাছাড়া বাবু সামলানো, সব মিলিয়ে তো বুঝতেই পারছেন কি পরিমাণ চাপ যাচ্ছে আমার উপর দিয়ে ।

এই যে মাঝরাত চলছে, এখনো যেন দাম ফেলানোর সুযোগ পাচ্ছি না, তারমাঝেও চেষ্টা করছি একটু বিরতি নিয়ে পোস্ট লেখার জন্য। যেহেতু নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, তাই আমি নিজে অনেকটা আগ্রহী,যদিও একদিনের মেলা তারপরেও দারুণ উত্তেজনা কাজ করছে৷

বেশ কয়েক প্রকার দেশীয় পিঠা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছি, এখন শুধু আগামীকাল দোকানে তুলবো পিঠাগুলো, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পর্বে মেলা নিয়ে নিজের অভিজ্ঞতা পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব।

এই প্রথম অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের মাঝে, কেননা অনেক লোকজন পিঠা উৎসব কে কেন্দ্র করে মেলায় আসবে, তাছাড়া যেহেতু বিক্রির উদ্দেশ্যে পিঠাগুলো বানানো, তাই হয়তো একটু নার্ভাস আমি। এখন দেখি কতদূর কি হয়।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার না শুনেই মনে হচেছ একবার অংশ গ্রহন করতে। ব্যস্ত জীবন কিন্তু অনেক ভালো। যদি সেই জীবনে থাকে শান্তি আর সম্মান। আশা করবো আগামীতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

এমন একটি উৎসবে অংশগ্রহণ করতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছিল আপু। ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য।

ব্যস্ততা পূর্ণ সময় গেলেও দারুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যাহোক খুবই ভালো লাগলো যে আপনি ইতিমধ্যেই অনেকগুলো দেশীয় পিঠা তৈরি করে ফেলেছেন। যাহোক আপনার পিঠাগুলো দোকানে তোলার পরে কেমন অভিজ্ঞতা অর্জন করলেন সেটা জানার জন্য আপনার পরবর্তী পর্বটি পড়ার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

এটা কিন্তু আপনার জন্য দারুন একটা অভিজ্ঞতা এনে দিবে। ছোটখাটো মেলাতে অংশ নিতে পারলেন নিজের হাতে কিছু তৈরি করে দেখাতে পারলে সেখানে অন্যরকম ভালো লাগা থাকে। ব্যস্ত মুহূর্ত বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে আপনার এই ব্যস্ততা কিন্তু অনেক আনন্দ দিবে এবং অনেক ভালো লাগাবে।

সত্যি এমন একটি উৎসবে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছিলো।

কিন্ডার গার্ডেনের পিঠা উৎসবের বিষয়টি শ্রদ্ধেয় শুভ ভাইয়ার পোস্ট থেকে জানতে পেরেছিলাম অবশ্য। কিন্তু আপনি সেখানে দোকান দিবেন শুনে তো বেশ ভালো লাগা কাজ করলো। আবার দেশি পিঠা নিয়ে সেখানে অংশগ্রহণ করবেন সেটা শুনে আরো ভালো লাগলো। তাহলে তো বোঝাই যাচ্ছে বেশ ব্যস্তময় সময় পার করছেন। আশা করি ভালো কিছুই অর্জিত হবে আপু। শুভ কামনা রইলো আপু।

নতুন একটা অভিজ্ঞতা ছিলো আমার। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

পিঠা উৎসবে পিঠার দোকান দেওয়ার ব্যাপারটা দারুণ ছিলো আপু। সবমিলিয়ে ব্যস্ত সময় কাটলেও,এককথায় দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আসলে লাইফে নতুন নতুন জিনিস সবারই ট্রাই করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।