হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ঘুরাঘুরি করতে আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি। আর তা যদি হয় গ্রামীণ এলাকায় সুন্দর মনোরম পরিবেশে তাহলে তো কোনো কথাই নেই। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না। সত্যি কথা বলতে গ্রামে আসার পর থেকে কখনো মনে হয়নি যে কোথাও ঘুরতে যাই কারণ এখানে সব সময় প্রতিনিয়ত অনেক সুন্দর মুহূর্ত কাটে আমার। তারপরও বাবুকে নিয়ে মাঝেমধ্যেই এদিক সেদিক ঘুরতে যাই।অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আজ সকাল থেকে ঠিক করেছিলাম যে বিকেলে কোথাও ঘুরতে যাব।
তবে সমস্যা হচ্ছে আমাদের এলাকায় ঘুরতে যাওয়ার মত তেমন কোন জায়গা নেই। এই আশেপাশের রাস্তা এই সমস্ত আরকি। তবে খোঁজ খবর নিয়ে যানলাম আমাদের গ্রাম থেকে প্রায় অনেকটা দূরে একটা নতুন পার্ক হয়েছে। ঠিক করলাম সেখানেই যাব। আমি বাবু এবং বাবুর বাবা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি সেখানকার উদ্দেশ্যে। সেখানে যেতে সময় লেগেছিল প্রায়ই ৪০ মিনিটের মত। আমরা সেখানে সন্ধ্যার কিছু আগে গিয়েছিলাম।এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছোট একটি পার্ক। যার নাম চিল আউট রেস্টুরেন্ট এন্ড পার্ক।
তবে আমরা এখানে গিয়ে দেখলাম একটা লোকও পার্কে নেই কারণ সেখানে স্থানীয় হাট বসেছিল তাই পার্কে কোন লোকজন ছিল না। কি আর করার আমরা একা একাই পার্কে ঘুরতে লাগলাম এবং বাবুকে নিজের মতো করে ছেড়ে দিলাম আনন্দ করতে। ওত বিভিন্ন রাইডগুলো দেখে খুবই খুশি এবং একটা একটা করে সেগুলোতে খেলছিল। এরপর মা ছেলে মিলে রাজহাঁসের একটা রাইডে উঠলাম। পাশে দেখলাম ডাইনোসরের একটা রাইড আমরা সেখানেও উঠলাম এবং বেশ কিছু ফটোগ্রাফি করলাম। বাবু তো বরাবরই খোলামেলা জায়গা পছন্দ করে।
আমি গ্রামে থাকলেও বাবুকে সেভাবে বাহিরে বের হতে দেই না তাই বিকেল করে ওকে একটু বাহিরে নেই খেলতে। যাইহোক এরপর আমরা ফুচকা অর্ডার করি। বাবু তো ফুচকা খুবই পছন্দ তাই ও খুবই মজা করে ফুচকা খেয়েছিল। আমরাও খেয়েছিলাম ফুচকা বেশ ভাল ছিল খেতে।আমি একটি সুন্দর ভিডিওগ্রাফিও করেছি কিন্তু এখনো এডিট করা হয়নি পরবর্তীতে কোনো এক সময় এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1887145802247848345?t=O7Ian461g6G11Pw8m4V_ew&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝেমধ্যে একটু বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরাঘুরি করলে তাদের মন ফ্রেশ থাকে। বাবুকে নিয়ে চিল আউট রেস্টুরেন্ট এন্ড পার্কে ঘুরাঘুরি করেছেন দেখে ভালো লাগলো। বাবুর ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সে অনেক এনজয় করছে সেখানে। দারুন মুহূর্ত কাটিয়েছেন আপনারা। এরপর সেখানে ফুচকা অর্ডার করলেন। পরবর্তীতে ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit