হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
একজন বাবার কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে কাছের এবং ভালবাসার একজন।একজন বাবাই পারেন তার সবকিছু উজাড় করে তার সন্তানকে দিতে।বাবা হলেন তার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একমাত্র বাবাই তার সন্তানকে সামনে এগিয়ে যেতে বেশি উৎসাহিত করে। আমি আজ আমার ছেলের এবং তার বাবার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাতের খুনসুটিগুলো যখন দেখি তখন আমি খুবই উপভোগ করি এবং মুগ্ধ হয়ে তাদের সেই মুহূর্তগুলো দেখি।
আমার ছেলে বাবা বলতে অন্ধ। সে সব সময় তার বাবাকে চোখের সামনে চায়।যদি একটু সময়ের জন্য বাহিরে যায় তাহলে তার কান্না আর কে থামায়। যতক্ষণ না তার বাবা কাছে আসবে, সে কান্না করতেই থাকবে। এবং বারবার ফোন করতে থাকবে বাসায় আসার জন্য। ও সবই বোঝে, জানে এবং বলতে পারে। এই আজ যেমন সন্ধ্যায় ওর বাবা কাজে বসে ছিল। অমনি সে বাবার পিছনে আঠার মত লেগে পড়ে। এরপর সে বাবাকে আদর করতে থাকে, বিরক্ত করতে থাকে।ওর বাবাকেও দেখেছি কত সুন্দর করে ছেলেকে ম্যানেজ করে।
বাবা ছেলেরাই খুনসুটি দেখে ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখলাম। একজন প্রতিবন্ধী বাবা তার ছেলেকে ঘরে বন্ধ করে রেখে ভিক্ষা করতে যান। ভিক্ষা করে যতটুকু পান তা দিয়ে ছেলের জন্য খাবার কিনে আনেন। ছেলেটার মা নেই। পাড়া প্রতিবেশী সবাই মিলে ছেলেটাকে অনাথ আশ্রমে রাখতে চাই। কিন্তু সেই প্রতিবন্ধী বাবা কোনো ভাবেই রাজি হয় না। সে কষ্ট করেই তার ছেলেকে বড় করছে। ভিডিওটি দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। বাবারা কত সুন্দর করে সন্তানদেরকে আগলে রাখে।
আমরা শুধু সব সময় বাবার ওপরের দিকটাই দেখি। বাবা রাগী একজন মানুষ ভয় পাই। কিন্তু বাবারা আমাদের ভালোর জন্যই আমাদেরকে শাসন করেন। বাবা নামক ছাতাটা যাদের মাথায় নেই তারাই বোঝে এর কষ্ট কি। আলহামদুলিল্লাহ এই সৌভাগ্যটা এখনো আমার আছে। আর আমার ছেলের মাথায় যেন এই ছাতাটা অটুট থাকে এ প্রত্যাশায় রইল। এবং ভালো থাকুক পৃথিবীর সকল বাবা এবং আরো মজবুত হোক প্রত্যেকটা বাবা-ছেলের সম্পর্ক।আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/HiraHabiba67428/status/1897354479772819512?t=10RsKYq-hlLMIZGVIacpGQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীতে অন্যতম একটি পবিত্র সম্পর্ক। একজন শিশুর জীবনে বাবা মায়ের কোন বিকল্প হয় না। তাই আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। আপনার সঙ্গে বাবুর একটি সুন্দর সম্পর্ক দেখলেও মন ভরে যায়। আপনারা চিরকাল এভাবেই দুজনের সুন্দরভাবে বেঁচে থাকুন। বাবু অনেক বড় হয়ে উঠুক এবং তখনও সে তার বাবাকে ভালো রাখুক সেই প্রার্থনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘরে বাচ্চা থাকলে কাজ করার সময় এমন জালাতন করে। তবে এর মধ্যেও এক ধরনের সুখ অনুভব হয়ে থাকে। রাগের মধ্যেও বাবা মার ভালোবাসা ফুটেউঠে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit