নিজের জন্য চুড়ি কেনার অনূভুতি

in hive-129948 •  2 years ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি ভিন্নরকম একটা পোস্ট আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম কিছু চুড়ি কিনতে। আর সেই চুড়ি কেনার মুহূর্ত এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

20230208_174418-01.jpeg

বিয়ের আগে থেকে খুবই সাধারণ ভাবে চলাফেরা করেছি। যেহেতু মধ্যবিত্ত ঘরের মেয়ে চাইলেও বিলাসিতা করতে পারেনি।আর সত্যি কথা বলতে আমার গহনা কিংবা অরনামেন্টস পড়তে খুব একটা ভালো লাগে না। এবং খুবই আমি এভয়েড করি কারন আমার ভারি ভারি গহনা এগুলো পড়া একদমই পছন্দ না।

কিন্তু বিয়ের পর আমার চিন্তাধারা গুলো অনেকটাই পাল্টে গিয়েছিল। কেননা আমার বর অনেকটাই ফিটফাট থাকা পছন্দ করে।ওই নতুন বিয়ে হলে যা হয় আরকি। কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তারপরও তার ভালো লাগার জন্য চেষ্টা করতাম তার মত করে চলাফেরা করার। সে মাঝেমধ্যে আমাকে বিভিন্ন ধরনের জুয়েলারি গিফট করত। যেগুলো আমার কাছে বেশ ভালো লাগতো কিন্তু আমি এগুলো পড়লে স্বচ্ছন্দ্যবোধ করতাম না।একসময় সেও আমার মনের কথাগুলো বুঝে যেত এবং পরে আমাকে সেগুলো বিষয়ে কোন জোড়াজুড়ি করত না।

20230208_174414-01.jpeg

বিয়ের পর সবাই আমরা কম বেশি চুড়ি ব্যবহার করি। সত্যি কথা বলতে আমার সবসময় চুড়ি পড়ে থাকতেও ভালো লাগতো না। কেমন জানি একটা ঝামেলা মনে হতো।হঠাৎ একদিন শাশুড়ি মায়ের চোখে পড়লো আমার হাত দুটো ফাঁকা। তখন উনি আমাকে একপর্যায়ে বলেই বসলেন যে তুমি কি তোমার স্বামীর ভালো চাও না।বিবাহিত মেয়ের হাতে চুড়ি নাই কেন। কথাটা আমার কাছে বেশ খারাপ লেগেছে। আমি কিছুতেই মনকে বুঝাতে পারছিলাম না সামান্য একজোড়া চুড়িতে কি স্বামীর ভালো-মন্দ বাধাই করা থাকে।

যাইহোক গুরুজন বলেছে কি আর করার। তখন থেকেই আমি হাতে চুড়ি ব্যবহার করা শুরু করি। এখন এমন হয়ে গেছে যে হাতে চুড়ি না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর তাই মাঝেমধ্যেই চলে যায় চুড়ি কিনতে।আমার চুড়িগুলো রং উঠে গিয়েছিল তো ভাবলাম কিছু চুড়ি কেনা দরকার। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বাজারে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে অনেক ধরনের চুড়ি আমি দেখেছিলাম। এখানে বিয়ে থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে কিন্তু আমার এগুলো এখন দরকার নেই। আমায় শুধু ব্যবহার করার জন্য সিম্পল চুড়ি কিনবো।

20230208_174410-01.jpeg

তারপর আমি পছন্দ করে আমার জন্য কিছু চুড়ি কিনেছিলাম। চুড়ির মাঝে আপনারা কিছু শোপিস দেখতে পাচ্ছেন।আমার এখানে এই শোপিস গুলো বেশ ভালো লেগেছিল। পরবর্তীতে আমি গেলে অবশ্যই কিছু শোপিস কিনে আনব।তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এটা সম্পুর্ন কুসংকার। চুড়ির সাথে স্বামীর ভাল, খারাপ থাকার কোন ব্যাপার নেই।শুধু দেখতে খারাপ লাগে ফাঁকা হাত এটাই।যাই হোক আপনার চুড়ি কেনা অনুভূতি পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু।

আমিও মনে করি এটা কুসংস্কার। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

image.png

হুম আপু আপনার শাশুড়ি কথা টা মন্দ বলে নি ৷ কারন যদি বলি যখন সিঙ্গেল জীবন ছিল তখন ব্যাপার আলাদা৷ কিন্তু বিয়ের পর বিবাহিত একটা মেয়ের যেসব অলংকার থাকা দরকার তার মধ্যে চুড়ি অন্যতম ৷ আর আগের মানুষের কিছু নিয়ম থাকেই ৷
তবে আপু আমার কাছেও সিম্পল থাকতে বেশি ভালো লাগে ৷ আপনার চুড়ি কেনার মুহূর্ত গুলো অনেক ভালো লাগলো ৷

জ্বী ভাইয়া বিয়ের পর অনেক নিয়ম কানুন পাল্টে যায়। প্রথম প্রথম একটু সমস্যা হতো এখন অবশ্য মানিয়ে নিয়েছি নিজেকে।

অনেকে মনে করে মেয়েদের হাতের চুড়ি স্বামীর মঙ্গল বয়ে আনে। তবে এটা কতটুকু সত্য সেটা জানি না। যাই হোক এটার জন্য হয়তো আপনার মন খারাপ হয়েছে আপনার শাশুড়ি মায়ের কথা শুনে। তবে আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা কিন্তু সেই একই আছে। যাইহোক আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

জ্বি আপু প্রথমে শাশুড়ির কথা শুনে বেশ মন খারাপ হয়েছিল কিন্তু পরে ভেবেছিলাম হয়তো আমার ভালোর জন্যই বলেছে।ধন্যবাদ আপু।

আপু, আপনার মত আমার স্ত্রীরও একই অবস্থা। সে কোন ধরনের গহনা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আর তাইতো এখন পর্যন্ত তার নাকে নাক ফুল নেই, হাতে কোন চুরিও নেই। কোন অনুষ্ঠান হলে একটু আধটু পড়ে। তাছাড়া কখনোই নাকফুল কিংবা চুরি কোনটাই ব্যবহার করে না। আর এই নাক ফুল ও চুড়ি পড়া নিয়ে স্বামীদের ভালো মন্দ কতটুকু তা আমারও জানা নেই। তবে এটা বেশ বুঝতে পারছি, বিয়ে হয়েছে অনেকদিন হলো, তবুওতো আমি বহাল তোবিয়াতেই বেশ আছি। যাই হোক আপু, চুড়ি কেনার অনুভূতিটুকু খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে ভাইয়া এটা আমারও জানা নেই যে সামান্য চুড়ি নাকফুল এগুলো কি স্বামীর আয়ু ধরে রাখতে পারে।আমি মনে করি গহনা নারীর সৌন্দর্য বাড়ায় কোন আয়ু বাড়ায় না।

কোথায় মেয়েরা সাজগোজের ভিতর চুড়ি পরতে কিন্তু খুব পছন্দ করে। তাই সচরাচর অনেকেই চুড়ি পরে থাকে। কিন্তু এই চুরিতে যে স্বামীর ভালো-মন্দ লেখা আছে আসলে আমি বিশ্বাস করিনা। কিন্তু মুরুব্বিরা বললে না মেনে উপায় নেই। জ্বী আপু চুড়ির পাশের শোপিস গুলো দেখতে আসলে বেশ সুন্দর।

জ্বী আপু আমিও মানি না তবে মুরুব্বীরা বলে এজন্য সব সময় ব্যবহার করার চেষ্টা করি। আর হ্যাঁ আপু পাশের শোপিস গুলো আমারও বেশ ভালো লেগেছে।

আসলে আপু মেয়েদের সাজগোজের অন্যতম একটি উপাদান হচ্ছে চুড়ি। তবে চুড়ি বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই পরে কিন্তু চুড়ির সাথে স্বামীর বাঁচার সম্পর্ক আমি জানিনা। সে যাই হোক আপনি চুড়ি কিনতে গিয়ে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই অনেক ভালো লাগলো ধন্যবাদ।

হ্যাঁ আপু আমারও জানা নেই যে চুড়ি পড়ার সাথে স্বামীর মঙ্গলের কতটা সম্পর্ক আছে।যাইহোক মা চাচিরা বলেন এজন্য ব্যবহার করি।

আসলে চুড়ি হলো একটা সৌন্দর্য। আর চুড়ি না পড়লে মেয়েদের হাত ফাকা ফাকা লাগে তাই মেয়েরা চুড়ি ব্যবহার করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে চুড়ি নিয়ে সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন আপু

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

welcome dear

আসলে আপু বিয়ের আগে মানুষের চিন্তা ভাবনা একরকম থাকে এবং বিয়ের পরে পরিবেশ পরিস্থিতিতে মানুষকে অন্য রকম হতে হয় ।তারপরও নিজের সত্তাকে সম্পন্ন বিসর্জন দেওয়া যায় না । একটা পর্যায়ে সে নিজের ইচ্ছের কাছেই আবার ফিরে আসতে হয় ।যাই হোক আপনার আজকের পোস্টটি পড়ে সত্যি বেশ ভালো লাগলো । একটা সময় হাত খালি ছিল আর এখন কখনোই হাত খালি রাখেন না ব্যাপারটা বেশ ভালো লাগলো । আসলে অনেকেই এই বিষয়গুলো বেশ মেনে চলে হাতে চুড়ি না থাকলে স্বামী অমঙ্গল হয় । কিন্তু আসলেই কি সেটা বাস্তব? যাই হোক ধন্যবাদ আপনাকে ।

জ্বি আপু বিয়ের আগে মানুষের চিন্তা ভাবনা অন্যরকম থাকে আর বিয়ের পর পরিবেশ পরিস্থিতিতে মানুষ অনেকটাই পাল্টে যায়। যেমন আগে দেখেন আমি চুড়ি পরে থাকতাম না। আর এখন চুড়ি না পড়ে থাকতে পারি না। চুগি পড়ে না থাকলে স্বামীর অমঙ্গল হয় এটা একদমই অবান্তর কথা আপু।

আমাদের ভাইয়াকে নিয়ে চুড়ি কিনতেন গেলেন শুনে খুব ভালো লাগলো। আসলে আপু মেয়েদের সাজগোজ এর জন্য চুড়ি বেশি প্রয়োজন। তবে আমার কাছেও হালকা ছুড়ি গুলো অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে দোকানটির মধ্যে বিভিন্ন ধরনের ছুড়ি আছে। সবচেয়ে ভালো লাগে পছন্দের জিনিসগুলো কিনতে পারলে। সুন্দর করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জ্বি আপু এখানে অনেক ধরনের চুড়ি আছে এবং আমার বেশ ভালো লেগেছিল চুড়ির ডিজাইনগুলো এবং কালার গুলো। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

আসলে আগের মানুষ সবসময় মনে করে যে বিবাহিত মেয়েরা হাতে চুরি নাকে নাক ফুল কানে কানের দুল এগুলো যদি না পড়ে তাহলে স্বামীর অমঙ্গল হয় যেটা আমি মোটেও বিশ্বাস করিনা। আসলে মেয়েরা সব সময় একটু সাজুগুজু করতে পছন্দ করে তবে আপনি ছোটবেলা থেকেই এগুলো তেমন একটা পছন্দ করতেন না ব্যাপারটা আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। মেয়েরা তো সব সময় সাজুগুজু করে থাকতে অনেক বেশি পছন্দ করে। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে।

আসলে ভাইয়া সত্যি কথা বলতে বেশি সাজগোজ করতে আমার ভালো লাগে না এবং আমার সাদামাটা থাকতেই বেশ ভালো লাগে।বিয়ের পর অনেকটাই সাজুগুজু করতে শিখে গেছি কেননা আপনার ভাইয়া খুব পছন্দ করে।

আমাদের ভাইকে নিয়ে মনে হয় খুব চমৎকার চুড়ি কিনেছেন। তবে আমার জানামতে নারীরা চুড়ি অনেক পছন্দ করে। চুড়ি দোকানের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ওখানে অনেক ধরনের চুড়ি আছে। এবং আপনি পছন্দ করে চুড়ি কেনছেন শুনে খুব ভালো লাগলো। সুন্দর করে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত পোষণ করার জন্য।