হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
শারীরিকভাবে ভাল থাকলেও মানসিকভাবে একদমই ভালো নেই। এই ভাবি বুঝি সবকিছু হয়তো সামলে উঠেছি তখনই নতুন করে বিপদ শুরু হয়। এইতো কিছুদিন আগেই বাড়ির প্রায় অর্ধেক সদস্য অসুস্থ হয়ে পড়েছিল। তার মাঝে আমার ছেলেও ছিল। ছোট বাচ্চা অসুস্থ হলে কতটা কষ্ট হয় মায়েদের এটা সব মায়েরই জানা। বাবু অসুস্থ হওয়ার পর আমার আবার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়ে গিয়েছিল। আসলে বাবু অসুস্থ হলে একদমই ঘুমাতে চায়না সারাদিন রাত আমাকে জাগতে হয়। যেহেতু মাইগ্রেনের ব্যথা আছে তাই কিছুদিন পরপরই সেটা শুরু হয়ে যায়। আর রাত জাগাতে বেশি হয়েছিলো।
বেশ কয়েকদিন অসুস্থতার সাথে যুদ্ধ করার পর ছেলেকে সুস্থ করতে পেরেছিলাম। এরপর আবার আপনাদের ভাইয়া অসুস্থ হয়েছিল সেটাও কাটিয়ে উঠে ছিলাম। আবার নতুন করে বিপদ।
আজ বাবু সারাদিন বেশ ভালো ছিল। সারাদিন আমার ছেলেটা একা একাই খেলাধুলা করেছে। এবার সন্ধ্যাবেলায় খুব ঘুমাতে চাইছিল। একটু অবাক লাগলো কেননা আমার ছেলে দিনে খুব একটা ঘুমায় না। অনেক চেষ্টা করলাম জাগিয়ে রাখার কেননা সন্ধ্যায় ঘুমালে রাত ৯ থেকে ১০ টার দিকে উঠে রাত ২-৩ জেগে থাকে এটাতে আমারও অনেক কষ্ট হয়ে যায়।
কিন্তু অনেক বোঝানোর পরও তাকে বোঝাতে পারলাম না ঘুমিয়ে পরল। সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে বলছে মাম্মা আমার জ্বর এসছে। বমি হবে বমি হবে। ভাবছিলাম হয়তো এমনি বলছে কিন্তু গায়ে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর এসেছে। এবং বারবার শুকনো কাশি দিচ্ছে। আমার ছেলের আবার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে কোনো ঔষধ খেতে চায় না। তাই সবসময় ওর জন্য বাসায় সাপোজিটরি রাখি। যাইহোক সেটা ইউজ করলাম।
এর কিছুক্ষণ পরেই জ্বর কমে গেল। এখন মোটামুটি সুস্থ। সত্যি বলতে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ এই জ্বরে।যদিও এমনটা হওয়ার কারণ একবারেই বুঝতে পারছি না। তবে অনেকেই বলছে হয়তোবা একটু ভয় পেয়েছে কোনো কিছুতে। যেহেতু সেরে উঠেছে তাই কোনো কিছু নিয়ে খুব একটা ভাবছি না। সবাই দোয়া রাখবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1888301426159620582?t=AR_vnyPr8OEnySRp4pfwkw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। আসলে আপু বাচ্চারা অসুস্থ হলে সত্যি কিছু করার থাকে না। যাইহোক আপু বাবু এখন সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনারা বেশ বিপদের মধ্যে সময় কাটিয়েছেন। সত্যি বলতে পরিবারের কেউ অসুস্থ হলে সবার মনটাই খারাপ থাকে। তবে বাবুর সাথে আমার এক জায়গায় মিল আছে। আমিও কিন্তু ঔষধ খেতে চাই না। যাই হোক বাবু সুস্থ্য হয়ে উঠুক এমন কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, সত্যি কথা বলতে পরিবারের কেউ অসুস্থ হলে মনটা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চারা অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। আপনাদের সময়টা কতটা কঠিন গেছে, তা বুঝতে পারছি। তবে এখন বাবু সুস্থ আছে জেনে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ও যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, এই দোয়া করি। আপনার পোস্টটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit