হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি গান কভার নিয়ে। অনেকদিন থেকে অসুস্থ ছিলাম গলার অবস্থা খুবই খারাপ ছিল তাই গান কভার করা হয়নি। এজন্য ভাবলাম একটা সুন্দর গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি।আমি যে গানটি কভার করে শেয়ার করেছি গানটি ইদানিং খুবই জনপ্রিয় একটি গান। আমি গান গাইতে যেমন পছন্দ করি তেমনি গান শুনতেও খুবই পছন্দ করি। আর এই ধরনের গানগুলো শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আশা করছি গানটি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মন প্রাণ উজাড় করে ভালবাসি। আর সেই ভালোবাসার মানুষ যখন আমাদের মন ভেঙ্গে দিয়ে চলে যায় সেই দুঃখ কষ্ট সহ্য করার মতো না।সেই কষ্ট গুলো আমাদেরকে প্রতিনিয়ত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে।
গানের নামঃ ভালোবাসার ধরন ভালা না
শিল্পীঃ শিমুল হাসান
গানের কথা
একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন
উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন..
একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন
উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন..
মুখের ভালোবাসা দেখাও, অন্তুর দিয়া বাসোনা
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না...
আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো
সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো..
আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো
সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো..
বিষ খাওইয়া মারো আমার তিলে তিলে মাইরো না
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না
নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও,
মিছা আশা দিয়া কেন হৃদয়াটা পোড়াও
নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও,
মিছা আশা দিয়া কেন হৃদয়াটা পোড়াও
মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইরো না
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না
একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন
উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন..
মুখের ভালোবাসা দেখাও, অন্তুর দিয়া বাসোনা
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না
গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন।
তো বন্ধুরা এই ছিল আমার পছন্দের একটি কভার করা গান।যদিও গলার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরও চেষ্টা করেছি গানটি কভার করার।আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর আপনার কন্ঠে দারুন একটি গানের কভার শুনতে পেলাম। ভীষণ ভালো লাগলো। শিমুল হাসানের এই গানটি ভালই সাড়া ফেলেছিলো। সত্যি আপনার কন্ঠে গানটি শুনে পুরো সময়টি খুবই উপভোগ করলাম, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/HiraHabiba67428/status/1885057215972991225?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন অসুস্থ ছিলেন বলে গান কভার করে আমাদের সাথে শেয়ার করতেন না আজকে অনেকদিন পর শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগছে। বন্ধু তোমার ভালবাসার ধারন ভালা না গানটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এ ধরনের গানগুলো শুনতে আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসুস্থ থাকলে আসলে কোন কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। তার পাশাপাশি গলা যদি খারাপ হয়ে যায় তখন গান গাওয়া তো সম্ভবই হয় না। যাইহোক অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম আপু। দারুন একটা গান গেয়েছেন। আপনার কন্ঠে গান শুনতে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে গানটা গেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর সুন্দর একটি গান কভার আমাদের সাথে শেয়ার করেছেন।অসুস্থ থাকার কারণে অনেক দিন আমাদের সাথে গান কভার শেয়ার করেন না। অনেকদিন পরে আপনার কন্ঠে সুন্দর একটি গান শুনতে পেয়ে ভালো লাগলো। এই গানটি এর আগে অনেকবার শুনেছি। গানটি অনেক সুন্দর। আপনার কন্ঠে সুন্দর গানটি শুনতে পেয়ে খুব ভালো লাগলো। গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো আপু অনেকদিন পরে আপনার কন্ঠে গান শুনতে পেয়ে। অনেক ভালো লাগে আপনার গানগুলো শুনতে।আপনি বেশ পছন্দের একটি গান কভার করে শেয়ার করলেন। এতদিন পরে আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানের নামঃ ভালোবাসার ধরন ভালা না গানটি আপনার কণ্ঠে শুনে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন।এত সুন্দর একটি গান আমাদের গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit