রেসিপি "মাত্র দশ মিনিটেই মজাদার মটর ভাজা তৈরি" 10% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220204_223236.jpg
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

আজকে সন্ধ্যা থেকেই আমাদের এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ ও বাড়ছে।

বৃষ্টির দিনে কিন্তু ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি সন্ধ্যায় হালকা নাস্তা হিসেবে এই "মটর ভাজা" তৈরি করেছি।

আমি কিন্তু আমার এই মটর ভাজা রেসিপিটি খুব সহজেই মাত্র ১০ মিনিটে তৈরি করে ফেলেছি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আসলে দোকানেও এসব জাতীয় মটর ভাজা কিনতে পাওয়া যায় কিন্তু বিশুদ্ধতার ক্ষেত্রে তা কতটুকু খাঁটি আমার তা জানা নেই।

কিন্তু এভাবে যদি মাত্র ১০ মিনিটেই বাসায় মটর ভাজা তৈরি করে খেতে পারেন আমার মনে হয় তা অন্যান্য প্যাকেটজাত খাদ্য চেয়ে অনেকটা গুণগত মানে ভালো হবে।

তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তা ধাপে ধাপে শেয়ার করছি।

IMG_20220204_222031.jpg

উপকরন সমুহ
আধা কেজি কাঁচা মটর
নুডুলসের মধ্যে থাকা একটি প্যাকেট মসলা
এক চিমটি গুঁড়া হলুদ
এক চিমটি লবণ
☀ প্রস্তুত প্রণালী ☀
প্রথম ধাপ

IMG_20220204_222031.jpg
IMG_20220204_222058.jpg
প্রথমে আমি খোসা ছাড়ানো মোটর গুলোকে ভাল করে ধুয়ে নেব এবং মটর ভাজা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নেব।

দ্বিতীয় ধাপ

IMG_20220204_222136.jpg
IMG_20220204_222213.jpg

তেল গরম হওয়ার পর কাঁচা মটর গুলো কড়াইয়ে দিয়ে দেব ভাজার জন্য ।

তৃতীয় ধাপ

IMG_20220204_222358.jpg

IMG_20220204_222321.jpg
এ পর্যায়ে আমি কাঁচা মটর গুলোতে এক চিমটি হলুদ গুঁড়া ও এক চিমটি লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং তেলে ভাঁজতে থাকব।

চতুর্থ ধাপ

IMG_20220204_222620.jpg

IMG_20220204_222420.jpg
এ পর্যায়ে আমার মটর গুলো কিছুটা ভাজাভাজা হয়ে আসছে। আমাকে আরো কিছুক্ষণ যত্নসহকারে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে । কেননা নাড়াচাড়া বন্ধ করে দিলে এক পাশ হবে আর অন্য পাশ পুড়ে যেতে পারে।

পঞ্চম ধাপ

IMG_20220204_222723.jpg

IMG_20220204_222647.jpg

এ পর্যায়ে আমার ভাজা অনেকটা হয়ে গিয়েছে মসলা দেওয়ার জন্য।

ষষ্ঠ ধাপ

IMG_20220204_222745.jpg
IMG_20220204_222810.jpg

এ পর্যায়ে আমি নুডুলস এর প্যাকেটের সাথে থাকা একটি মসলার প্যাকেট কড়াইয়ে থাকা কাঁচা মটর গুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে মসলাগুলো মটরের সাথে মিশিয়ে নেব।

সপ্তম ধাপ

IMG_20220204_222850.jpg
IMG_20220204_222907.jpg
দেখুন আমার মটর ভাজা কিন্তু হয়ে এসেছে, আসলে মসলা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এতে করে মটর গুলো মুচমুচে হয়ে ভাজা হবে।

অষ্টম ধাপ

IMG_20220204_222934.jpg
এ পর্যায়ে আমার কাঁচা মটর ভাজা সম্পূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মজাদার দেখাচ্ছে।

শেষ ধাপ

IMG_20220204_221932.jpg

এ পর্যায়ে গরম গরম মজাদার মটর ভাজা পরিবেশনের পালা। বৃষ্টি ভেজা সন্ধায় শীতের আমেজ এর সাথে এই খাবারটি খুবই ভালো লাগে।

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মোটর সুটি ভাজি আমার খুবই প্রিয় তবে এবার এখনো খাওয়া হয়নি আপনার মোটর সুটি ভাজি দেখে খুব লোভ হচ্ছে খাওয়ার জন্য খেতেও সুস্বাদু হবে মনে হচ্ছে প্রস্তুত প্রণালি দারুণভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

আসলেই ভাই খেতে অনেক দারুন হয়েছিল ,বাসায় তৈরি করে দেখবেন, আশাকরি আপনার ও অনেক ভালো লাগবে, ধন্যবাদ।

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি মোটর বাজি তৈরি করার অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। মোটর ভাজি বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখে এখন আমার মটর ভাজা খেতে ইচ্ছে করছে। এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এ মটর ভাজা আপনার অত্যান্ত প্রিয় একটি খাবার জানতে পেরে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

মাত্র দশ মিনিটেই মজাদার মটর ভাজা তৈরি করেছেন আপনি। মটর ভাজা খেতে অনেক সুস্বাদু। এই মটর ভাজা আমার প্রিয় একটি খাবার। মটর ভাজা ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

মোটর সুটি ভাজি রেসিপি টা দেখে তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। এমনিতেই মটরশুটি খেতে আমার খুবই ভালো লাগে। তেমন আপনার রেসিপি টা দেখেও আমার খুব লোভ হচ্ছে 😋😋 আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর ছিল। মোটর সুটি ভাজা রেসিপি টা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর করে মন্তব্যটি উপস্থাপন করার জন্য। দোয়া রইল ভালো থাকবেন।

আপনার এই মটর ভাজা রেসিপি আমার দুর্দান্ত লেগেছে।আপু আপনি খুব সহজ ভাবে মটর ভাজা রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

আসলেই খুব সহজেই এই মটর ভাজা তৈরি করা যায় বাসায়,আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

মটরের ফল যেমন টেষ্টি তেমন পুষ্টিকর খাবার। সত্যি বলতে প্লেটে রাখা মটরের ফল গুলো দেখে অনেক লোভ লাগছিল কিন্তু কিছু তো করার নেই শুধু দেখে শান্ত থাকতে হবে।

ঠিকই বলেছেন এগুলো খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিসমৃদ্ধ,অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

  • মটর ভাজা আমার খুব প্রিয়। আপনি খুব চমৎকারভাবে এটি তৈরি করেছেন। মজাদার মটর ভাজা তৈরি দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। খুব সুন্দর পরিবেশে আপনি এটি তৈরি করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বণনা করেছেন। শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য।

আপু আমার খুব খুব প্রিয় একটি খাবার মটর ভাজা 😋।আপু আপনি খুব সহজ ভাবে মটর ভাজা রেসিপি শেয়ার করেছেন দেখেই তো লোভ সামলাতে পারছি না। আমিও এভাবে বাসায় তৈরি খাবো।ধন্যবাদ আপু মনি এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু মনি।

এই মটর ভাজা আপনার একটি প্রিয় খাবার জেনে ভালো লাগলো। যাক আশা করি এভাবে রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারবেন ধন্যবাদ।

আপনি খুব তাড়াতাড়ি খুব সহজভাবে মটর ভাজা তৈরি করেছেন। আপনার এই মটর ভাজা রেসিপি আমার দুর্দান্ত লেগেছে। আপনার প্রতিটি ধাপ ছিল অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মটরশুটির ফল ভাজি খেতে কার না ভালো লাগে। আপনার মটরশুটির ফল ভাজি রেসিপি টা অসাধারন হয়েছে ।আমার কাছে একদম ইউনিক একটা পোষ্ট মনে হয়েছে। আপনার পোস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

আপু আপনার মটর ভাজাটি দেখে আমার খেতে ইচ্ছা করছে। মটর ভাজাগুলা আমার কাছে খুবই ভালো লাগে ।আর ঠিকই বলেছেন এটা খুবই সহজ অল্প সময়ে খুব মজাদার একটি খাবার।

আশা করি আপনিও এটি বাসায় তৈরি করে খেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন।

এটা আমার কাছে অনেক প্রিয় একটি খাবার এবং বাজার থেকে তাই আমি এই মটর ভাজা প্যাকেট কিনে মাঝে মাঝে খেয়ে থাকি। শীতের এই সময়টাতে বিকেলবেলা খুবই চমৎকার একটি আয়োজন এটি। এখন বাসায় করা যাবে আশা করি। আপনার চমৎকার রেসিপির জন্য অনেক ধন্যবাদ।

আমার মত আপনারও এটা খুবই প্রিয় একটি খাবার জেনে ভালো লাগলো। শীতকালীন সময় তো কাচা মটর কিনতে পাওয়া যায় আশা করি আপনি রেসিপিটি বাসায় আপনার ছোট্ট বেবির জন্য ট্রাই করবেন। যেহেতু বাচ্চাদের জন্য বাইরের জিনিস খাওয়া একেবারেই ভালো না। ভাইয়া আপনার কমেন্ট পেয়ে আমি খুব খুব অনুপ্রাণিত । ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য ও আপনার জন্য দোয়া রইল।

ওয়াও আপু অসাধারণ একটা রেসিপি তৈরি করেছেন। এই মনে হয় নতুন দেকলাম রেসিপিটা তবে আপু ভালোই লাগলো দেখতে। আসলে মটর বাজা খেতে খুবই দারুণ লাগে। সেদিনও আমি খেয়েছি খুবই মজা লাগে আপনার মটর বাজার মতোই দেখতে। তবে আপনারটা দেখতে খুবই লোভনীয় লাগছে। ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর মটর বাজা শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য আপু ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মক্তব্য করার জন্য।