"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার কাজ করার অনুভূতি।

in hive-129948 •  3 years ago  (edited)

Snapchat-1379755368~3.jpg

আসসালামু আলাইকুম ।

সুপ্রিয়,আমার বাংলা ব্লগের বন্ধুগণ । আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সকলে কুশলেই আছেন । আমিও বিধাতার অশেষ মেহেরবানীতে ও আপনাদের দোয়ায় ভালো আছি ।

আমি @hsiddiqui79 আমার বাংলা ব্লগের একজন সদস্য । গত 2022 সালের জানুয়ারি মাসেৱ শেষ সপ্তাহে আমি স্টিমিট এ আইডি খোলার পর পরই আমার বাংলা ব্লগের সদস্য নেওয়া বন্ধ হয়ে যায় । তাই পরবর্তী ফেব্রুয়ারি 2022 সালের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার হ্যাংআউটে আমি আমার সহধর্মিনী @hseema এর ডিসকর্ড আইডি থেকে কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকী সাহেবের একটি গান পরিবেশন করি। পূর্বের হ্যাংআউট এর মত সেই দিনের হ্যাংআউটেও আমার বাংলা ব্লগ এর কর্ণধার জনাব @rme দাদা বরাবরের মত আমার গানের বিশেষ প্রশংসা করেন এবং সেই সময় "বাংলা ব্লগে" সদস্য নেয়া বন্ধ থাকলেও তিনি বিশেষভাবে আমাকে আমার বাংলা ব্লগে যোগদানের সুযোগ করে দেন । সেই দিনটি আমার জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে । তাই আমি সম্মানিত মডারেটরগণ ও বিশেষ করে এই মহান মানুষটির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই "আমার বাংলা ব্লগে" যোগদানকরি।

আপনারা হয়তো জানেন যে আমি বর্তমান একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত অবস্থায় আছি। যদিও ব্যাংকের চাকরিজীবীদের হাতে যথেষ্ট সময় থাকেনা। কিন্তু বিশেষ করে " আমার বাংলা ব্লগের" হ্যাংআউট পর্বটি আমাকে প্রথমদিকে বিশেষভাবে আকর্ষিত করেছিল । প্রথম অবস্থায় ব্লগ সম্পর্কিত সকল নিয়ম কানুন অবশ্য আমার জানা ছিলনা এবং জানার কথা নয় । পরবর্তীতো "আমার বাংলা ব্লগের" যোগদান করার পর প্রতিটি আমার বাংলা ব্লগ দ্বারা পরিচালিত এবিবি স্কুলের চারটি লেভেলের ক্লাস করার পর আমি ব্লগিং সম্পর্কিত যাবতীয় বিষয়াদির অত্যন্ত সহজ ও সুন্দর ভাবে আয়ত্ত করতে পেরেছি । এবিবি স্কুলের শিক্ষক ও প্রফেসরগণ অত্যন্ত যত্নসহকারে ব্লগিং সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় সমুহ হাতে খড়ি থেকে শুরু করে বিশদভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন । যার জন্য আমি সহ আমার বাংলা ব্লগের সদস্যগণ সর্বদা তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবো। এবিবি স্কুল তথা "আমার বাংলা ব্লগের" সকল কলাকুশলীগন যেভাবে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা মাফিক ও দক্ষতার দাৱা আমাদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছেন ব্লগিং জগতে এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে আমি মনে করি ।

আমার বাংলা ব্লগের সন্মানিত প্রতিষ্ঠাতা ,এডমিন ও মডারেটরগণ অতি দক্ষতা, ,আন্তরিকতা, সহযোগিতা ও সহমর্মিতা, উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘনপূর্ণ পরিবেশে ও যথেষ্ট স্বাধীনতার সহিত কাজ করার সুযোগ করে দিয়ে গত এক বছর যাবত যেভাবে আমাদের সকল সদস্যদেরকে একটি ছাতার নিচে আবদ্ধ করেছে আমি মনে করি এটি ব্লগিং জগতে একটি অনন্য দৃষ্টান্ত, শিক্ষণীয় ও অনুকরণীয় বিষয় হয়ে থাকবে । আমি আরও মনে করি গত এক বছরের মধ্যেই আমার বাংলা ব্লগ যেসব উদাহরণ ও দৃষ্টান্ত সৃষ্টি করেছে তা নজিরবিহীন স্টিমিট তথা ব্লগিং জগতের জন্য । তাই সামনে আরো কী ঘটবে তা সবাই শুধু দেখার অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ ।

এজন্য আমি আমার বাংলা ব্লগের সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে, তাদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টার জন্যই আজ "আমার বাংলা ব্লগ" এ পর্যন্ত আসতে পেরেছে । এর জন্য আমি স্যালুট জানাচ্ছি সে সকল বীর সেনাদের অর্থাৎ এডমিন মডারেটরদের এবং আমি আবারো স্যালুট জানাচ্ছি বীর সেনাপতি আমাদের সকলের প্রিয় , অনুকরণীয়,আস্থাভাজন , শ্রদ্ধেয় , বন্ধু , সুপুরুষ , প্রেমিক , কবি , সাহিত্যিক এবং আরো বিশেষ গুণে গুণান্বিত আমাদেৱ সুপারম্যান জনাব @rme দাদাকে ।আমি আশা করব বরাবরের মত সর্বদা আপনারা আমাদেরকে বটবৃক্ষের মত সর্বদা আপনাদের ছায়াতলে রাখবেন ।

IMG-20220223-WA0001~4.jpg

বিগত সময়ে আপনাদের যে ভালোবাসা ও আন্তরিকতা আমরা পেয়েছি সে জন্য এই অধমদের পক্ষ থেকে আপনাদেরকে দোয়া, ভালোবাসা ও ধন্যবাদ ছাড়া দেবার মতো বিশেষ কিছু নেই । আমি প্রার্থনা করি আমাদের এই বন্ধন যেন যুগ যুগ ধরে অটুট থাকে।

আমি @hsiddiqui79 । পেশায় একজন ব্যাংকার। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই । সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দীর্ঘজীবী হোক "আমার বাংলা ব্লগ"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগে ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনি একজন। কারণ আপনাকে দাদা পছন্দ করে, আবার বাংলা ব্লগে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং সেইসাথে সবাই আপনাকে অনেক সহযোগিতা করে আমার বাংলা ব্লগের সদস্য হিসেবে তৈরি করেছেন। তবে আপনি অসাধারণ গান করেন। আপনার গানগুলো শুনলে মুগ্ধতায় ভরে যাই। আপনার অনুভূতি গুলো অসাধারন ছিল। আপনি ঠিকই বলেছেন দাদার এত গুণের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এবং আমাদের সকল মডারেটরগণ খুবই আন্তরিক। শুভেচ্ছা রইল আপনার অনুভূতি গুলো আমার সাথে শেয়ার করার জন্য।

আপনি ঠিকই বলেছেন, আসলেই দাদা সহ আমার বাংলা ব্লগের সকল সদস্যদের আন্তরিকতা অনস্বীকার্য । আমি বিশেষভাবে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ।শুভকামনা রইল আপনার জন্য ।

সত্যিই আমার বাংলা ব্লগ একটি অত্যন্ত সুন্দর এবং সাজানো-গোছানো কমিউনিটি। এখানে কাজ করতে পেরে আমারও ব্যক্তিগতভাবে অনেক ভালোই লাগে। বিশেষ করে দাদার এমন উদ্যোগকে সাধুবাদ না জানালেই নয়। হাজারো যুবকের আইডল হচ্ছেন আমাদের দাদা তুমি আমাদের দুঃসময়ের সঙ্গী। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদার প্রতি এবং আমার বাংলা ব্লগের প্রতি রইল অসংখ্য শুভকামনা।

এজন্যই আমার বাংলা ব্লগ অতি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে আরোহন করছে । ভবিষ্যতে আরও বড় মর্যাদাকর অবস্থানে থাকবে এই কামনা করছি । অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য ।

খুব চমৎকারভাবে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার অনুভূতি শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। সকলের অনুভূতি পড়ে সত্যিই নিজের মধ্যে সেই অনুভূতিটা কাজ করছে যে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সদস্যের অনুভূতি আলাদা কিন্তু তাদের উদ্দেশ্য এক। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য । একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম হওয়াই স্বাভাবিক । শুভকামনা রইল আপনার জন্য ।

আমার বাংলা ব্লগ নিয়ে আপনি আপনার চমৎকার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন ‌‌‌‌‌ । একথা জেনে ভাল লাগলো আপনার সহধর্মিনী ও আমার বাংলা ব্লগের একজন সদস্য। আমরা সবাই বটবৃক্ষ দাদার সুশীতল ছায়াতলে আছি।

একেবারে যথার্থই বলেছেন । আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা সকলের হৃদয় একটা অবস্থান করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য । শুভকামনা রইল আপনার প্রতি ।