"লেভেল ৪ হতে আমার অর্জন " by- @hsiddiqui79 || ১০℅ লাজুক শেয়াল এবং ৫% abb- school এর জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220331_002300.jpg

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি level-4 হতে যা কিছু অর্জন করতে পেরেছি তা লেভেল -৪ এর নির্দিষ্ট প্রশ্ন-পত্রের আলোকে আমার সাধ্য অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করছি।
এই অধ্যায়ে আমরা শিখতে পেরেছি কিভাবে আমাদের স্টিমিট ওয়ালেট হতে আমাদের যাবতীয় আর্থিক লেনদেন গুলো সম্পন্ন করতে পারি। আমার কাছে এই লেবেলটি বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়েছে।কেননা আমরা যদি যথাযথ নিয়মের অনুযায়ী আমাদের আর্থিক লেনদেন গুলো সম্পন্ন না করি তাহলে আমাদেরকে মানিলন্ডারিং সহ নানা রকম সমস্যায় সম্মুখীন হতে হতো। তাই @abb-school কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি লেভেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেইসাথে আরো ধন্যবাদ জানাচ্ছি সে সমস্ত মানুষজনকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও মেধা আমাদের সাথে শেয়ার করে আমাদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করার প্রয়াসে প্রতিনিয়ত নিয়োজিত রয়েছেন।

আজ আর কথা না বাড়িয়ে আমি আমার নির্দিষ্ট বিষয়ের প্রতি দৃষ্টি দিচ্ছি।

প্রশ্ন ও উত্তর: এখানে আমি আমার প্রশ্নগুলোর উত্তর screenshot এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।

প্রশ্ন: p2p কি?

উত্তর:

P2P মানে হলো Person to Person. তাহলে আমরা বলতে পারি যে একজন ইউজার যখন কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ প্রয়োজনে আরেকজন ইউজারকে wallet বা Steemit wallet হতে Steem, TRX বা SBD ট্রানস্ফার করে তখন তাকে p2p বলা হয়। আমরা কোন বিশেষ প্রয়োজনে যেমন কাউকে কোন গিফট বা tips বা ইত্যাদির মতো কোনো বিশেষ কাজে আমরা p2p ট্রানস্ফার করতে পারি।এছাড়া ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে আমরা p2p করতে পারবো না কারণ এটি আমার বাংলা ব্লগে সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ। তাই এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে
যথাযথ নিয়ম অনুযায়ী Poloniex বা অন্য কোন নির্ভরযোগ্য সাইট গুলোতে আর্থিক লেনদেনগুলো সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: p2p এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর

IMG_20220330_181306.jpg
IMG_20220330_182416.jpg

প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর

IMG_20220330_183735.jpg
IMG_20220330_183805.jpg

IMG_20220330_183840.jpg

IMG_20220330_183935.jpg

প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর

IMG_20220330_184555.jpg
IMG_20220330_184617.jpg
IMG_20220330_184643.jpg
IMG_20220330_184706.jpg

প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর

IMG_20220330_185822.jpg
IMG_20220330_185842.jpg

প্রশ্ন: Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর

IMG_20220330_222040.jpg

GB_UJDPVbJpDtIXTBHXXunLZuKO.jpg

IMG_20220330_222114.jpg

প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর

IMG_20220330_190912.jpg
IMG_20220330_190936.jpg

IMG_20220330_191029.jpg

IMG_20220330_191057.jpg

IMG_20220330_191122.jpg

IMG_20220330_191145.jpg

IMG_20220330_191220.jpg

IMG_20220330_191236.jpg

প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর

IMG_20220330_192433.jpg

IMG_20220330_190936.jpg

IMG_20220330_192256.jpg

IMG_20220330_192329.jpg

IMG_20220330_192351.jpg

IMG_20220330_192410.jpg

IMG_20220330_192527.jpg

IMG_20220330_192602.jpg

IMG_20220330_192621.jpg

প্রশ্ন: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর

IMG_20220330_223319.jpg

IMG_20220330_223339.jpg

IMG_20220330_223415.jpg

IMG_20220330_223434.jpg

IMG_20220330_223508.jpg

IMG_20220330_223528.jpg

IMG_20220330_223319.jpg

IMG_20220330_223339.jpg

IMG_20220330_224106.jpg

IMG_20220330_224351.jpg

IMG_20220330_224501.jpg

IMG_20220330_224530.jpg

আমি @hsiddiqui আমার বাংলা ব্লগের লেভেল - ৪ এর একজন সদস্য। আজকের মত এখানেই শেষ করলাম। সবার জন্য শুভ কামনা রইল।

আল্লাহ হাফেজ।

Cc: @moh.arif
@nusuranur

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আশা করছি আপনি লেভেল-৪ এর সবকিছুই বুঝতে পেরেছেন,যা আপনার এক্সাম দেখেই বুঝা যাচ্ছে।
শুভকামনা রইলো আপনার জন্যে @hsiddiqui79।অবশ্যই এখন থেকে এংগেজমেন্ট বৃদ্ধি করতে হবে।কারণ আপনি দ্রুতই ভেরিফাইড মেম্বার হতে যাচ্ছেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার উৎসাহ ও অনুপ্রেরণা মূলক মতামত প্রদর্শনের জন্য। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার উপস্থিতি বৃদ্ধি করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ আপনার সর্বাঙ্গীণ মঙ্গল করুক।

অনেক সুন্দর উপস্থাপনা বিশেষ করে প্রতিটি ধাপের স্ক্রিনশট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যতটুকু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশংসাসূচক মতামতের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

আপনি খুব সুন্দর ভাবে লেবেল 4 এ বিষয়গুলো সম্পর্কে জেনেছেন। দেখে অনেক ভালো লাগলো। লেবেল 4 এর বিষয়গুলো জেনে থাকা আমাদের অনেক প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে আপনি আমাদের সাথে কাজ করুন।

আপনি যথার্থই বলেছেন। প্রকৃতপক্ষেই এ লেভেল টি একজন ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। দোয়া করবেন আমি যেন যথাযথ নিয়ম অনুযায়ী আমার যাবতীয় কার্যাদি পরিচালনা করতে পারি। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।

ভাই চমৎকার ভাবে লেভেল ৪ এর বিষয় বস্তু গুলো তুলে ধরেছেন। তার মানে আপনি সব কিছু বুঝেছেন সঠিক ভাবে। আপনার জন্য শুভেচ্ছা রইলো অনেক অনেক। আশা করি এই লেভেল পার হয়ে যাবেন দ্রুতো।

আমার লেবেলগুলো অতিক্রম করার পেছনে যাদের ভূমিকা ছিল বিশেষ করে এবিবি স্কুলকে আমি এজন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা আমাদের লেবেলগুলো অতিক্রম করতে পেরেছি এবং সবগুলো লেভেল এর বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনার প্রতি শুভকামনা রইল, ভালো থাকবেন।