বাংলা গান " আমি কোথায় পাব তারে " || ১0% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম,

" সুপ্রিয় আমার বাংলা ব্লগের" বন্ধুগণ । আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের অতি পরিচিত একটি গান পরিবেশন করার চেষ্টা করব। আশা করি আমার বেসুরা খালি গলায় এই গানটি আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে। আমি আমার সাধ্য অনুযায়ী গানটি পরিবেশনের চেষ্টা করছি । আশা করছি কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান সু-পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সু-পরামর্শ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা পেলে আশা করি আমি নিজেকে ভবিষ্যতে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ। আমার এই গানটি যদি আপনাদের সামান্য হলেও ভালো লাগে ও আনন্দ দিতে পারে তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব । তাহলে চলুন আজ আর কথা না বাড়িয়ে আপনাদের আমার গানের দিকে নিয়ে যাই।
তার আগে আমি যে গানটি পরিবেশন করছি সে সম্বন্ধে আপনাদের সামান্য অবগত করার চেষ্টা করছি। আজ আমি যে গানটি পরিবেশন করছি সেটি হল :

" আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে।

গানটির মূল গীতিকার ও সুরকার : গগন হরকরার।

তাহলে এবার গানটি উপভোগ করতে থাকুন ।

গানের কথাগুলো হলো :

শিরোনামঃ আমি কোথায় পাব তারে

গগন হরকরার

আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে॥
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে,
আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
লাগি সেই হৃদয়শশী সদা প্রাণ হয় উদাসী,
পেলে মন হত খুশী, দিবা নিশি দেখিতাম নয়ন ভরে।
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে,
মরি হায়, হায় রে-
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে,
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে
দেখ না তোরা হৃদয়ে চিরে, দেখ না তোরা হৃদয় চিরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
দিব তার তুলনা কি যার প্রেমে জগত্‍ খুশি,
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখতে পারে তারে?
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে,
মরি হায়, হায় রে-
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে,
ও সে না জানি কি কুহক জানে, না জানি কি কুহক জানে
অলক্ষে মন চুরি করে, ওরে অলক্ষে মন চুরি করে
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
কুল মান সব গেল রে তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে-
তাইতো মোরে দেয় না দেখা সে রে।
ও তার বসত কোথা না জেনে তায় গগন ভেবে মরে
মরি হায়, হায় রে-
ও তার বসত কোথা না জেনে তায় গগন ভেবে মরে।
ও সে মানুষের উদ্দিশ যদি জানিস, মানুষের উদ্দিশ যদি জানিস
কৃপা করি বলে দে রে, আমার সুহৃদ হয়ে বলে দে রে,
ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে,
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে,
আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।

আমি @hsiddiqui79 "আমার বাংলা ব্লগের" একজন সদস্য এবং পেশায় একজন ব্যাংকার। যদিও আমি কোন গানের শিল্পী নই এবং সাধারণত গান গাওয়ায় অভ্যস্ত নই। তবুও কিছু কিছু গান আমার হৃদয়কে আন্দোলিত করে প্রশান্তি দেয়। তাই আমার হৃদয়কে প্রশমিত করার জন্য মাঝেমধ্যে নিজে নিজে কিছু গান গাওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমার বাংলা ব্লগ এর কর্ণধার @rme দাদা বাংলা গানগুলো পছন্দ করে এজন্য বিশেষ করে আমার এই প্রিয় মানুষটির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গান গুলো পোস্ট করার চেষ্টা করি। আমি আশা করব দাদা আমার প্রতিটি গান শুনবে এবং আমাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করবেন । যাই হোক, আমি জানি, প্রয়াত শ্রদ্ধেয় গগন হরকরার এর মত সাধকের গানের মর্মার্থ বুঝে গান গাওয়ার চেষ্টা করা আমার মত নগন্য মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। তবুও আমি আমার পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী গাওয়ার চেষ্টা করেছি । ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনায় বিদায় নিলাম।পরবর্তীতে আবারও নতুন কোন না কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই গানটির সাথে আমাদের জাতীয় সংগীতের মারাত্মক মিল রয়েছে। আপনি চমৎকার গেয়েছেন। গগন হরকরার নাম আজকালকার জেনারেশন প্রায় জানেইনা বলতে গেলে। আমিও কিছুদিন আগে দাদার কাছ থেকে ওনার নাম শুনতে পেয়েছি। যদিও উনার অনেক বিখ্যাত গান আছে। সেগুলো হয়তো আমরা অনেকেই গুনগুন করে গায়। কিন্তু গানটি কার সেটা আমরা জানি না। ভালো গেয়েছেন। ধন্যবাদ আপনাকে।

সকালে ঘুম থেকে উঠে আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো। আপনি অত্যান্ত দুর্দান্তভাবে আমাদের মাঝে গানটি উপস্থাপন করেছেন। সত্যিই গানটি অসাধারণ হয়েছে। আপনার কন্ঠ এত চমৎকার গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপনি।

সামান্য না ভাইয়া আমার একেবারেই গানটি খুবই ভালো লেগেছে, কারণ আমি কোথায় পাব তারে এই গানটি আমার খুবই প্রিয়, আপনার কন্ঠে গানটি খুবই সুন্দর লেগেছে ভাইয়া, আপনার কন্ঠে এমন সুন্দর সুন্দর গান আরও শুনতে চাই ভাইয়া।

আমি কোথায় পাব তারে গানটি চমৎকারভাবে গেয়ে আমাদের মাঝে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন ।সত্যিই আপনার কন্ঠে দারুন লাগলো গানটি ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ওয়াও অনেক চমৎকার একটি গান গেয়েছেন আপনি। গানের কথা ও সুর অনেক চমৎকার হয়েছে। আপনার গানের গলা বেশ ভালো। গানটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে কে শোনানোর জন্য ধন্যবাদ।

খুবই চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার কন্ঠে গান বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব সময় আপনার গানের অপেক্ষা করি আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর গান আশা করবে।

আমার খুবই পছন্দের একটা গান আমি কোথায় পাব তারে। কোন এক সময় গানটি প্রচুর শোনা হতো দীর্ঘ অনেকদিন পর আপনার কন্ঠে আজ গানটি শুনে ভীষণ ভালো লেগেছে। আসলেই ভাই আপনার কন্ঠটা খুব অসাধারণ। চমৎকার কান্ট্রি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া আপনি অনেক সুন্দর গান করেন এবং আপনি দাদার অনুপ্রেরণায় আমার বাংলা ব্লগে আসা সেটা জানি। সত্যি আপনার গানগুলো শুনতে খুবই ভালো লাগে। এবং আপনি খুব সুন্দর করে গান গুলো কাবার করেন। আর আপনি যে গানগুলো কাবার করেন সেই গানগুলো জীবনের হৃদয়ের ভাঙা গড়া কথা বলে। আমাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

আমি কোথায় পাব তারে এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। আগে একসময় খুব শুনতাম। আজকে আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার গাওয়া এই গানটি আমি সেই দিন হাংআউটে শুনে মুগ্ধ হয়ে গেছিলাম। আবার আজকে শুনলাম এবং শুনতে আমার অনেক ভালো লাগলো। আসলে আপনার কন্ঠটি একদম আমাদের বারি সিদ্দিকি স্যারের মতো। তাই আমি আপনাকে সবসময় জুনিয়র বারী সিদ্দিকী বলে ডাকি।আপনার গাওয়া প্রত্যেকটা গান আমাকে মুগ্ধ করে ফেলেছে। আশাকরি আপনার মাধ্যমে আমরা আরো অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবো। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

শুরুর থেকে আপনার গান গুলো আমার অনেক ভালো লাগে ভাই।খুব সুন্দর গলা আপনার এভাবেই আমাদের মাঝে গান নিয়ে থাকুন।😍😍😍

আপনি খুবই সুন্দর একটি গান গেয়েছেন এবং আপনার গানের গলাটা খুবই সুন্দর। আমি কোথায় পাব তারে গানটি আমার কাছে খুবই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আমার অনেক পছন্দের একটি গান। এই গানের রুপকার সুরকার গগণ হরকরাহ কিন্তু আমাদের কুষ্টিয়ার মানুষ ছিলেন। দারুণ কভার করেছেন গানটা। চমৎকার লাগল আমার কাছে। ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর কন্ঠে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাই আপনার গাওয়া গানগুলো তো সব সময় আমার কাছে ভীষণ রকম ভালো লাগে।আমি কোথায় পাব তারে গগন হরকরার এই গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার কন্ঠে শুনতে তো অসাধারণ সুন্দর লাগছে। অত্যন্ত চমৎকার একটি গান অসম্ভব সুন্দর কন্ঠে গেয়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

বাহ ভাইয়া আপনার গানের গলা তো সত্যিই অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর ভাবে পুরো গান আমাদেরকে শুনিয়েছেন। এত সুন্দর গান আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল আপনি এভাবেই সামনের দিকে এগিয়ে যান।

আপনার কন্ঠে গান গুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে আমি কোথায় পাব তারে গানটি কভার করে শেয়ার করলেন ভাইয়া। এর আগেও আমি আপনার কন্ঠে বিভিন্ন ধরনের গান শুনেছিলাম খুবই ভালো লেগেছিল সবকয়টি গান।