আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১৩ || ABB Weekly Hangout Report-113

in hive-129948 •  last year 

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLaynrszGxJdL141p2nab92d3ycM3F6Jk2tTxdftHnVzLPm95Jsd6xdbiVNe9SvcBvskHsRqPahAhTNrRrmhDDuA34RkrcRDwk.png

ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৬১৮৫জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৫৪।

হ্যাংআউট-১১৩
আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি আগেই চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে নিজের অনুভূতি শেয়ার করেন। তারপর আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন। অনেক তথ্য শেয়ার করা হবে, অনেক বিষয়ে গাইড দেয়া হবে। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১১৩তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের বেশীর ভাগের এ্যাকটিভিটিস ভালো ছিলো, যদিও দুই একজনের ডিসকর্ড এনগেজমেন্ট কিছুটা কম ছিলো আশা করছি এই সপ্তাহে সেটা ঠিক হয়ে যাবে। যারা শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য সপ্তাহে এক দুটি পোষ্ট করে থাকেন তাদের বলছি, নূন্যতম এনগেজমেন্ট না থাকলে পোষ্ট কিউরেশনে দেয়া হবে না। সুতরাং একটা দুইটা পোষ্ট করেন কিন্তু তার সাথে সাথে অল্প কিছু হলেও এনগেজমেন্ট করার চেষ্টা করুন।

এছাড়া আরো একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মাঝে মাঝে কমিউনিটির মডারেটর এবং প্রতিষ্ঠাতা কর্তৃক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এনাউন্সমেন্ট দেয়া হয়, সেটা কিন্তু আপনাদের উদ্দেশ্য করেই দেয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আপনারা সেগুলোর প্রতি একদমই খেয়াল করেন না। তারপর পরবর্তীতে সমস্যায় পড়ে হা-হুতাশ শুরু করে দেন। তাই সবাইকে আরো একটু বেশী সচেতন হওয়ার আহবান জানাই।

Untitled 0001.png

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে তার অধীনে এ্যাকটিভ লিস্টে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই পোষ্ট কোয়ালিটি ভালো ছিলো। কিন্তু কিছু ইউজার আছেন যাদের এর আগেও বলা হয়েছিলো কিন্তু এখনো একই এ্যাকটিভিটিস রেখে যাচ্ছেন। তাদের মাঝে একজন হলেন @engtariqul ভাই বিগত তিন সপ্তাহে মাত্র ৫টি পোষ্ট করে এ্যাকটিভ থেকেছেন, যদি আপনার কোন সমস্যা হয় তাহলে টিকেট কেটে আমাদের জানান। কিন্তু এই রকম এ্যাকটিভিটিস থাকলে এ্যাকটিভ লিস্টে রাখা যাবে না। তাছাড়াও @mithila19, @morioum, @jibon47 এবং @naimuu আপু আপনারা প্রত্যেকেই তিন সপ্তাহের মাঝে পাঁচ ছয়টি করে পোষ্ট করেছেন এবং সেভাবেই এ্যাকটিভ থেকেছেন। আর এরকম হতে থাকলে এবং আমাদের আগে থেকে না জানালে কিন্তু এ্যাকটিভ লিস্ট হতে বাদ দেয়া হবে।

আর কমেন্ট মনিটরিং রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে সকলের মান ভালো হলেও অনেকেই ছিলেন যাদের কমেন্ট সংখ্যা্ ৩০০ উপরে, কিন্তু তাদের কমেন্ট চেক করে দেখা গেছে অনেক জায়গায় অনেক ছোট ছোট বানান ভুল রয়েগেছে, আপনারা কমেন্ট করছেন ঠিক আছে কিন্তু বানানের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আরো একটা জিনিষ আছে অনেকেই অনেকের পোস্টে একই রকমভাবে মানে একই ধারায় কমেন্ট করে যাচ্ছেন । আসলে কমেন্ট করতে আমরা বারণ করছি না কিন্তু কমেন্ট করুন। কিন্তু যতটুকু বুঝছেন ততটুকুই লিখুন। যেমন @tuhin002 উনি পোস্ট থেকে বেশ কিছু লাইন লিখছেন কিন্তু আমরা বুঝতে পারছি আপনি পোস্ট পড়েছেন কিন্তু লাইনগুলো আবার নতুন করে লেখার দরকার নেই। যতটুকু বুঝেছেন ততটুকুই লেখুন তাহলে সেটা দেখতে এবং পড়তে ভালো লাগে। এছাড়া মোটামুটি সব ঠিকঠাক ছিলো।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন, @ashik333 আপনি পোস্টের বানান এর দিকে বিশেষ নজর দিবেন। আর @ah-agim আপনার ফটোগ্রাফী পোস্টের কোয়ালিটি অনেকটা বৃদ্ধি করতে হবে।এবার টায়ার ২ এবং ৩ এ যাদের রেখেছি উনাদের সবার ই ডিস্কোর্ড এনগেজমেন্ট কম ছিলো। কিন্তু যাদের ডিস্কোর্ড এনগেজমেন্ট অতিরিক্ত কম উনারা হলেন @sshifa, @ashik333, @bdhero, @aongkon। আর এবার আমার লিস্টের @kibreay001 এবং @mohinahmed আপনাদের পোস্টের সংখ্যা,কোয়ালিটি,বিশেষ করে ডিস্কোর্ড এনগেজমেন্ট ছিলো খুব ই ভালো। এপ্রিসিয়েশন আসলে আমরা কম ই করতে পারি হ্যাংগ আউট এ কারণ আমাদের সময় সল্পতা থাকে।

আমরা প্রতিদিন একটি করে এবিবি ফিচারড এর পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেখানে আমরা আসলে সবার ভালো পোস্ট ই কোনো না কোনো একদিন আমরা তুলে ধরার চেষ্টা করি।কিন্তু বেশিরভাগ ইউজারদের পোস্টের নিচে নিজেদের সম্পর্কে কোনো ফুটার বা নিজের সম্পর্কে সংক্ষিপ্ত কথা যাই বলি না কেনো, তা থাকে না। এবং সেটা আমাদের আবার ইউজারদেরকে ডিএম করে খুঁজে নিতে হয় কিংবা আপনাদের স্টিমিটের প্রথম দিককার পোস্টগুলো ঘেঁটে এরপর জানতে হয়। যেটা আসলে আমাদের জন্য খুবই সময় সাপেক্ষ ব্যাপার।

তাই আমরা ওই আইডিগুলো স্কিপ করবো এখন থেকে এবিবি ফিচার্ডের ক্ষেত্রে যাদের পোস্ট এর নিচে আমরা ওই ফুটারগুলো পাবোনা। কারণ ডি এম করে ওই ব্যাপারগুলো জানাটা খুব কষ্টকর হয়ে যায়।একই কথাটা ফাউন্ডার'স চয়েজ পোস্ট এর ক্ষেত্রে ও প্রযোজ্য থাকবে। এজন্য সকল ইউজার কে সকল পোস্টের নিচে নিজেদের ফুটার ইউজ করার অনুরোধ করা হচ্ছে।তা না হলে আপনারা এবিবি ফিচার্ড এবং ফাউন্ডার'স চয়েজ দুইটা থেকে বঞ্চিত হতে পারেন। যাইহোক,এবার আমি একটা কথা বলি। সেটা হলো অনেকেই বিভিন্ন সমস্যার কথা শেয়ার করেন,কারণ মানুষ মাত্রই সমস্যা। আমাদের সকলের জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে। তো আমরাও সেসব সমস্যার কথা বিবেচনা করে কিছুটা নিয়মের বাইরে গিয়ে সাপোর্ট দেই।যেমন এমন কিছু ইউজার কে ও টায়ার এ রাখি কিংবা এক্সট্রা সাপোর্ট দেই যাকে হয়তো নিয়মে ফেললে টায়ার এ থাকবেনা। তো মূল ব্যাপারটা হলো দিনের পর দিন আপনারা যদি সে সম্মানটা রক্ষা না করেন। তবে আমাদের ও কিছু করার থাকবেনা।

Untitled 000.png
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovX8MqL6x4ALiSTz4ciW87h7ZptLrTUHiRjvSas3qBn3ewgQEp3ttiwDB6yx5zqFuWD63ZBYrFY6aS1UA7VYTrK6N.png

@bobitabobi আপনাকে টেম্পোরারি ইনএকটিভ লিস্টে। @gopiray এবং @emonv আপনাদের পার্মানেন্ট ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আর যাদের নতুন একটিভ লিস্টে নেওয়া হয়েছে উনারা হলেন, @tithyrani, @bijoy1, @fatema001, @biplob89, @ayaan001, @oisheee, @rjnasim001। আপনাদের জন্যে শুভকামনা রইলো । আশা করি এই লিস্টের অনেক কেই আগামী সপ্তাহে আমরা সুপার একটিভ লিস্টে জায়গা করে দিতে পারবো। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয় তবে নির্দ্ধিধায় আমাকে ডিএম করতে পারেন।

কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই কথা বলেন, একটি পোস্টে কিছু ফটোগ্রাফির সাথে যখন কোন মুহুর্তের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন তখন লেখা আর ফটোর দৃশ্যপটের মধ্যে মিল রাখার চেষ্টা করবেন। এতে পোস্টের সৌন্দর্য এবং পড়ার মজা দুটোই বৃদ্ধি পায়। কোন আকর্ষণীয় মুহূর্তের লেখা পড়ার সময় সেটা সম্পর্কিত ছবি দেখতে পেলে অবশ্যই পাঠকের কেছে সেটার জন্য ভালো লাগা কাজ করে। অনেকেরই এই ফটোপ্লেসমেন্ট টা খুবই এলোমেলো হতে দেখেছি অনেকবার। এক্সট্রা কোন পরিশ্রমের কিছু নেই শুধুমাত্র যথাস্থানে ফটোটা আপলোড দিলেই হলো।

আরেকটি বিষয়, একটা রাষ্ট্রের প্রশাসন যেমন দেশের অভ্যন্তরীণ সমস্ত অপরাধ দমন করতে পারে না, জনগণের স্বতঃস্ফূর্ত সাপোর্ট লাগে ঠিক তেমনি কমিউনিটির অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখতে আপনাদের প্রত্যেকেরই ভূমিকার প্রয়োজন। বাংলা ব্লগ কমিউনিটির গর্বিত ইউজারদের উপর আমরা আস্থা রাখতে পারি। কিছু সংখ্যক ইউজারের জন্য কমিউনিটির পরিবেশ নষ্ট হবে না কখনোই। প্রমান পেয়েছি আপনারা সচেতন। কোন বিষয়ে সন্দেহ থাকলে জানার চেষ্টা করেছেন যেটি অত্যন্ত পজেটিভ বিষয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব রুলস এর উপর সবসময়ই স্ট্রিক। কমিউনিটির নিয়ম অনুসারে তিনবার রুলস ব্রেক করলে তখন ব্যান করা হয়। তার আগে অবশ্য আমরা দুইবার ওয়ার্নিং দিই।

তৃতীয়বারের মতো যে এবিউজ করবে তাকে ব্যান করা হবে সে যে ইউজারই হোক। আর যারা বাংলা ব্লগ কমিউনিটিতে ভালোভাবে কাজ করে আমরা সবসময়ই তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করি। কমিউনিটিতে প্রতিনিয়ত নতুন নতুন ইউজার আসছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও যে কোন সময় আমাদের নক করে যে কোন বিষয়ে সমস্যায় পড়লে সেটি প্রশ্ন করে জেনে নিতে পারবেন। আপনাদের শেখার এবং ল্যাকিং দূর করার জন্য অনেক সুযোগ রয়েছে। অবশ্যই কাজে লাগাবেন সেগুলো। ধন্যবাদ।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই বলেন যারা টুইটার কিংবা ফেসবুকে এ্যাকটিভ রয়েছেন তাদের এই সপ্তাহের এ্যাকটিভিটিস খুব বেশী আহামরি ছিলো না মোটামুটি পর্যায়ে ছিলো। এই সপ্তাহে মোট ১৬০ টি পোষ্ট টুইটারে শেয়ার করা হয়েছে এবং ৩২ জন ইউজার টুইট করেছেন। তারপর কারা কারা আমাদের সাথে সোশ্যাল সাইডগুলোতে সংযুক্ত রয়েছে তাদের দেখতে চান। ঘুরে ফিরে পরিচিতি এই মুখগুলো দেখলে আমার কাছেও ভালো লাগে বলে শুভ ভাই বলেন। নতুনদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের কোন সমস্যা হলে এই ক্ষেত্রে তাকে নক দিতে অনুরোধ করেন। শুভ ভাই নিয়মিত চেষ্টা করেন সবাইকে ঠিক মতো গাইড করার।

Untitled 00012.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। বর্তমানে লেভেল তিনে কোন ইউজার নেই। তাই এই সপ্তাহে লেভেল দিনে কোন ক্লাস হয়নি তবে। লেভেল তিন অতিক্রম করেছে এমন কিছু ইউজার রয়েছে তবে তারা বেশিরভাগেই ইন একটিভ ছিলেন। তাদের পোষ্টের সংখ্যা অনেক কম তাই তাদের পোস্টের গুলোতে আমি রিভিউ করে তাদের পর্যাপ্ত পরামর্শ দিতে পারেনি। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি, তাই কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের বেশিরভাগের কমেন্ট এর মান ভালো ছিল তবে কিছু কিছু ইউজার একই ভুল বারবার করে যাচ্ছেন। বেশ কিছু ইউজারের বানান ভুল এবং দাড়ি কমার সমস্যা রয়েছে। একই পরামর্শ প্রতি সপ্তাহে দেওয়া হয়। তাই আর এই সপ্তাহে বেশি কিছু বলবো না। কমেন্ট মনিটরিং রিপোর্টে আপনারা পর্যাপ্ত পরামর্শ পেয়ে যাবেন।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, আপনারা জানেন দুদিন আগে লেভেল ফাইভের মৌখিক পরীক্ষা হয়েছে। সেখানে মোট ১৩ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের ভেতর ১০ জন ক্লাসে উপস্থিত ছিলেন। সেই দশজনের ভেতর সাতজন পরীক্ষার্থী লেভেল ফাইভ পাস করে ভেরিফাইড মেম্বার হয়েছেন। এই মৌখিক পরীক্ষাটা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল যেটা আমার এখন পর্যন্ত সবচাইতে দীর্ঘ সময়ের পরীক্ষা এবিবি স্কুলে।

যারা পাশ করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তাদের স্টিমিট জার্নি সাফল্যমন্ডিত হবে। কমেন্ট মনিটরিং টিম নিয়ে তেমন কিছু বলার নেই। এ সপ্তাহে আমার আন্ডারে যে সমস্ত মেম্বাররা ছিলেন তাদের এক্টিভিটিস মোটামুটি ভালই ছিলো। তবে যখন দেখি এমন অনেক মেম্বারকে যাদের আগে কমেন্টে অনেক বানান ভুল হতো এবং কমেন্টের মানও খারাপ ছিলো। যখন তাদের উন্নতি দেখি তখন মনে হয় আমাদের এতদিনের কষ্টটা সার্থক হয়েছে। সব কিছু মিলিয়ে সব কিছু ভালোই চলছে। ধন্যবাদ সকলকে

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। সোজা চলে যাব ইনএকটিভ মেম্বারদের নিয়ে কিছু কথা বলতে। আপনাদের বারবার বললেও কাজ হয় না তবুও বলবো, আপনারা যারা ইনএক্টিভ থেকে এক্টিভ হওয়ার জন্য টিকিট কেটে নওরীন ম্যাডাম, হাফিজ দা, আমাকে কিংবা বাকি কোনো এডমিন মডদের জানাচ্ছেন তারা অনেকে আমাদের বলার পরেও এক্টিভ হচ্ছেনা না। বারবার বলা সত্ত্বেও আপনারা একটা জিনিস করছেন, যেটা ঠিক না। বিষয়টা খুবই দৃষ্টিকটু। বিষয়টা খেয়াল রাখবেন।

তারপর চলে যাব প্রতিযোগিতা বিষয়ক কিছু কথা বলতে। আপনারা যারা ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই খুব ভালো কাজ করেছেন। কোনটা ছেড়ে কোনটা বেছে নিই তাতে আমাদের হিমসিম খেতে হয়েছে। আসলে প্রত্যেকেই এত ভালো কাজ করেছেন যে আমরা মুগ্ধ। সবশেষে যে সব সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Untitled 000123.png
cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NUes4Y5sADMrmtZdTFL8bVgo6P7Be89MboWVi8UYepZYAJDjz86zHVXHKtMkJHASwd1pGzLUDkssMis1uQw7KU.png

এরপর কমিউনিটির মডারেটর @ayrinbd আপু বলেন, আজকে তেমন কিছু বলবো না, আমার আন্ডারে এখন একজন ইউসার আছেন, আপনাকে বলবো রেগুলার পোস্ট করতে থাকুন আর পোস্টে অবশ্যই বেনিফিশিয়ারি দিতে হবে নতুবা আপনার পোস্ট কিউরেশনে যাবে না। ভেরিফাইড মেম্বার কেউ যদি নিউ মেম্বার রেফার করতে চান যে কোনো সময় করতে পারেন, তবে অবশ্যই রুলস অনুযায়ী।

আর গেস্ট মেম্বারদের ক্ষেত্রে সবসময় যে নিয়ম হয়ে আসছে এখনো তাই হবে, ক্লাস কম্পলিট করার পর লেভেল-৫ এর ভাইবা পাস করে ভেরিফাইড মেম্বার হতে হলে অবশ্যই তাকে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারের রেফারেন্স দেখাতে হবে নতুবা তাকে ভেরিফাইড মেম্বার tag দেয়া হবে না। আর আপনারা যারা মেম্বার রেফার করেছেন আপনাদের প্রত্তেকের কাছেই রেফারেন্স বোনাস চলে গিয়েছে এর পর যদি কেউ বাদ গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ডি এম এ বা টিকেট ক্রিকেট করে জানাবেন আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি।এ সপ্তাহে আমার লিস্ট এ যারা ছিলেন তাঁদের মধ্যে দু একজন ছাড়া সকলেরই কমেন্টেসের মান বেশ ভালোই ছিল, ছোটখাটো ভুল ও খুব কম ছিল।এবার আসছি প্রতিযোগিতার ব্যাপারে।সত্যিই আমি মুগ্ধ আপনাদের তৈরি করা ফুলগুলো দেখে।এত ধৈর্য ও সময় নিয়ে সুন্দর সুন্দর এই প্রজেক্টগুলোর উপহার শুধু আমার বাংলা ব্লগের সদস্যরাই দিতে পারে।

যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা বিজয়ী হতে পারেননি মন খারাপের কোন কারণ নেই। আগামীতে অবশ্যই এই সু দিনটি আপনার জন্য আসবে।সর্বশেষে বিশেষ ধন্যবাদ জানাই দাদাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এত ব্যস্ততার মধ্যেও দাদা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই চমৎকার একটি নয়নতারা ফুল উপহার দিয়েছেন যা দেখে সত্যিই মুগ্ধ। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

তারপর শুভ ভাই ফিরে আসেন, যথারীতি প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।

Untitled 0001234.png

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন , এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে নিয়মিত। তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে, এরপর এখান হতে সুবিধা নিতে চাইলে কিভাবে নেয়া যাবে সেটা বিস্তারিত উপস্থাপন করেন। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। সবাইকে পোষ্টের নিচে ফোটার ব্যবহার করার অনুরোধ করেন। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, নতুন গেষ্ট এর তালিকা পেলেই পরবর্তীতে কে অতিথি হবেন সেটা জানিয়ে দিবেন। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নেয়ার ব্যবস্থা রয়েছে এখানে সেটা উপস্থাপন। তাছাড়াও নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে, তাই লেভেলে যারা আছেন তাদের গাইড করেন এবং আইরিন আপুর সাথে যোগাযোগ করতে বলেন, এনগেজমেন্ট এ সমস্যা হলে এবিবি ফান হতে ফ্রি ডেলিগেশন পাওয়ার সুযোগ তৈরী করে দিবে। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন । এরপর প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি শেয়ার করেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রশংসা করেন। এই প্রতিযোগিতাটি পৃষ্ঠপোষকতা করেছেন এবিবি ফিচারড। তারপর বলেন দুই বছরে প্রায় ৩০ হাজার স্টিম ভিবিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় দাদার পক্ষ হতে দেয়া হয়েছে। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন সাথে তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, DIY প্রতিযোগিতার জন্য তৈরী করা ফুল নিয়ে দাদার অনুভূতি শেয়ার করেন। শুরুতেই টিনটিনের কথা শুনতে চান শুভ ভাই, আগের থেকে কিছুটা ভালো এখন। শুভ ভাই টিনটিনের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। তারপর দাদা রাত জেগে ফুল বানানোর অনুভূতি শেয়ার করেন। এখন অবশ্য রাত জাগেন না আগের মতো, কষ্ট হয় তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যান। কাগজের ফুলটি বেশ কষ্ট করে তৈরী করতে হয়েছে। কাটা কাটি আঠা লাগানোর কাজটি বৌদি করে দিয়েছেন। মূল কাজটি দাদা করেন। দাদা যা তৈরী করেন মৌলিক হয়, নিজের কল্পনা হতে সব তৈরী করেন। ভালো হোক মন্দ হোক ইউনিক কিছু করার চেষ্টা করেন।

তারপর শুভ ভাই নতুন ভেরিফাইড ইউজারদের উদ্দেশ্যে কিছু বলতে বললে, দাদা তাদেরকে বলেন এটা আসলে আনন্দ করার জায়গা, মেইন উদ্দেশ্য ইনকাম করা না, যদি সেটা হয় তাহলে কিছু দিন পর আগ্রহ কমে যাবে। আনন্দ করার চেষ্টা করতে হবে। নিয়ম মেনে কাজ করতে হবে, তাহলে কিছু করা যাবে। নিয়ম মেনে কাজ করতে হবে। প্লাগিয়ারিজম এর বিষয়ে প্রথম এবং দ্বিতীয় বার ওয়ার্নিং দেয়া হয় কিন্ত তারপর ব্যান। এর আগে অনেককে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, সেটা আর করা হবে না। সবাইকে নিয়ম মেনে কাজ করতে অনুরোধ করেন। সেটা করলে সবাইকে উৎসাহ দেয়া হবে। তারপর বলেন এবিউজ করলে সাপোর্ট দেয়া কষ্টকর হয়ে যাবে, এবিউজ করলে সাপোর্ট অফ করা হবে। এখানে তো কোথা হতে কিংবা করো হতে স্টিম নেয়া হয় নাই সবটাই নিজের বিনিয়োগ এবং নিজস্ব ফান্ড। লিমিটেড সাপোর্ট কিন্তু ইউজার বেশী এখানে। তারপর সেরা ব্লগারের নাম ঘোষণা করেন, তারা হলেন, @tuhin002, @mostafezur001 এবং @mohinahmed। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @isratmim

টিনটিন.ইন নিয়ে কথা বলেন এরপর দাদা, সময় বেশ চাপে যাচ্ছে এখন দাদার। এটাতে ইজি ক্রিপ্টো নামে নতুন একটা অপশন যোগ করেছেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলেন দাদা এবং সবাইকে বুঝানোর চেষ্টা করেন বিষয়টি কি। এনক্রিপ্ট এর বিষয়ে বিস্তারিত গাইড করেন এবং সেগুলোর বিশদ ব্যাখ্যা করেন। এগুলো ব্যবহার করলে নিজের পাসওয়ার্ড কোথায় লিখে রাখতে হবে না, চারটি ওয়ালেট যোগ করেছেন সেটার মাধ্যমে প্রায় দুই হাজার একাউন্ট খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে না। অনেক সহজভাবে বিষয়গুলোকে সংযুক্ত করা হয়েছে সকলের কথা চিন্তা করে। পরবর্তীতে একটা ইনোমেশন টেকনোলজি নিয়েছেন একটা মাত্র পেজে আনমিলিটেড কয়েনের জন্য আনমিলিটেড কি জেনারেট করতে পারবেন। সব কিছু অফলাইনে করা যাবে, ইন্টারনেটের প্রয়োজন নেই এখানে। এখানে হ্যাংকিং এর কোন সম্ভাবনা নেই, এই বিষয়ে দাদা বিস্তারিত কথা বলেন। এরপর টাকা ট্রন কয়েন এড করে দিবেন। যতগুলো কয়েন আছে এই মুহূর্তে সবগুলো একটা মাত্র সিড নিয় নিয়ন্ত্রণ করতে পারবেন। সব কিছুই এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, একাধিক কি নিয়ন্ত্রন করার বিষয়টি ব্যাখ্যা করেন। প্রজেক্টটি সম্পূর্ণ ওপেন সোর্স রাখা হয়েছে, এটা যেন আজীবন থেকে যায় সেই ব্যবস্থাও দাদা করবেন।

এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই এবং এ্যাডমিন সুমন ভাই ও আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে একটা কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস প্রদান করা হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে ৩টি কুইজ ধরা হয়, বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর শুরু ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার এবং তারপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর পরিচালনা করেন। একে একে @bristychaki গান, @tithyrani কবিতা আবৃত্তি, @joniprins কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @samhunnahar গান, @nilaymajumder গান এবং @mahbubul.lemon গান পরিবেশন করেন।

এরপর শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-abb-weekly-hangout-report-113 By @hafizullah