আমার পরিচয়

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?আশা করি সকলে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আমি আমার বন্ধু বান্ধবীদের আমার শুভেচ্ছা জানাছি এবং সম্মানিত এডমিন ও মডারেটরদের শ্রদ্ধা জানাছি।আশা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন।

আমি নওশিন। আমার স্টিমিট আইডি নাম @ifthekar.আমি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করি। আমাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাই।কিন্তু আমরা ছোট বেলা থেকে শহরে চলে আসি।আমার স্কুল, কলেজ সব শহরে পড়া হয়।আমরা এক ভাই ও এক বোন।আমার বাবা একজন চাকরী জীবী, আর আম্মু হল গৃহীনি।আমার ভাই ক্লাস নাইনে পড়ে।আর আমি ইন্টার২য় ইয়ারে আমার বিয়ে হয়ে যাই। ২০২০ সালের আমার বিয়ে হয়ে যাওয়ার পর ইন্টার পরীক্ষা শাশুড় বাড়ী থেকে দেওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষা দেওয়া হয়নি।বতমানে আমি লেখাপড়া করছি না।

আমি একজন গৃহীনি। আমার স্বামী নাম ইফতেখার উদ্দিন। আমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।আমার একটি ছেলে আছে। আমার বাচ্চার বয়স আড়াই বছর।আমাদের পরিবারে আমরা সবাই একসাথে থাকি। আমার শশুর, শাশুড়ি, দেবর, জা, চাচি শাশুড়ীরা ননদ সবাই একসাথে তাকি। একসাথে তাকার মাঝে অনেক আনন্দ আছে।


স্টিমিট অ্যাকাউন্টটা আমার স্বামী ব্যবহার করত।এখন আমার স্বামী কাজের জন্য টাইম না পাওয়ার কারণে আমি ব্যবহার করি।আমার স্বামী চালাত আমি দেখতাম ওইখান থেকে আমার বাংলা ব্লগ এর সাথে পরিচয়।

আমার শখ বই পড়া,ঘুরা ঘুরি করা,নতুন নতুন রেসিপি রান্না করা,রঙিন কাগজ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা।গল্পের বই পড়তে বেশি ভাল লাগে।বাচ্চার জন্য এখন কোন বই পড়া হয় না।মাঝে মধ্যে স্বামী চাকরী বন্ধ থাকলে সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই।


আমার বাংলা ব্লগ এ আমাকে যাচাই করে কাজ করার সুযোগ করে দিন

 ।।।।। ধন্যবাদ সবাইকে।।।।। 

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার পরিচয় পোস্ট পড়ে ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপু আপনার পোস্ট টির মধ্যে আরো কিছু লিখতে হবে। অনেক ছোট পোস্ট করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

পরিচিতিমূলক পোস্টে আরো কিছু নিয়ম কানুন আছে আপু। কমিউনিটির মডারেটর আপনাকে তা অবগত করবে। আশা করি পরবর্তীতে আপনি আমাদের সাথে খুব সুন্দর ভাবেই কাজ করে যাবেন। অনেক অনেক শুভকামনা।

আমি নতুন নাই এত কিছু জানি না আপু।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জানাই স্বাগতম। আপনি আপনার পরিচিত মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো তবে ডিটেলস যদি উপস্থাপন করতেন হয়তো আরেকটু ভালো লাগতো। আপনার ভালো লাগা কি করেন না করেন ব্লগ সম্পর্কে কতটা অভিজ্ঞতা রয়েছে এভাবে যদি সম্পূর্ণটা একটু সুন্দর করে ক্লিয়ারলি শেয়ার করেন তাহলে অনেকেই আপনার সম্পর্কে ধারণা পাবে। তবে আশা করব এই কমিউনিটি আপনার খোঁজখবর নিবে এবং কাজের সুযোগ দিবে। আপনার রেফার কেউ আছে কিনা সেটা জানানোর চেষ্টা করবেন ব্লগটি এডিট করে অথবা কমেন্টে।

আসলে আমি নতুন তাই ভালভাবে বুঝতে পারি নাই।এখন কি নতুন করে আবার করতে হবে।আমার রেফার কেউ নাই ভাইয়া।

Posted using SteemPro Mobile

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

ধন্যবাদ আপু।আসলে আমি নতুন যার কারণে বুঝতে পারি নাই।

Posted using SteemPro Mobile