কাঁচা মরিচের ছোট বেলে (বাইলা) মাছের রেসিপি :

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছে।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বেলে (বাইলা) মাছ। যারা ছোট মাছ পছন্দ করের তারা মাছটা রান্না করতে পারেন।

উপকরণ :১. ছোট বেলে (বাইলা) মাছ

![]()

২.তেল, পেয়াজ কুচি, পরিমাণ মত লবণ

৩.কাঁচা মরিচ বাটা,

৪.পরিমাণ মত হলুদ

৫. টমেটো

৬.ধনে পাতা।

![]()

রান্নার বিবরণ :

প্রথমে একটি পাএে পরিমাণ মত তেল দিতে হবে, তারপর পেয়াজ কুচি দিয়ে তার মধ্যে পরিমাণ মত লবণ ও হলুদ দিয়ে কষাতে হবে।

![]()

কষানো হয়ে গেলে ধোয়ে রাখা মাছ গুলা দিয়ে দিতে হবে।

![]()

তারপর মাছের মধ্যে টমেটো দিতে হবে।

![]()

কিছুখন চুলাই রাখার পর মাছ যখন হয়ে যাবে ধনে পাতা দিয়ে নামিয়ে পেলতে হবে।

![]()

![]()

তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করা যাবে।ছোট মাছ শরীরের জন্য খুবই ভাল।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The soup looks delicious but it would be difficult for me to eat it while the fish keep staring at me :-)

Yeah. But for us its easy.. And a favourite dish.. Don’t worry u also can do it..

Posted using SteemPro Mobile

বেলে মাছের চচ্চড়ি দারুন একটি রেসিপি।বেলে মাছ খুব সুস্বাদু একটি মাছ।আপনি এই সুস্বাদু বেলে মাছ রান্না করেছেন কাঁচা মরিচ টমেটো ও ধবে পাতা দিয়ে যা খুব লোভনীয় লাগছে।ধন্যবাদ লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু😊😊😊

Posted using SteemPro Mobile