ছাত্র শিক্ষক হাস্যকর জোকস

in hive-129948 •  2 years ago 

ছাত্র শিক্ষক হাস্যকর জোকস


টিচার.PNG
Screenshot Image source

টিচার, ছাত্রকে প্রশ্ন করলো


টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার?

( ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল )


ছাত্র: স্যার জনক হইলো ২ প্রকার৷ একটা হইলো 'জাতির জনক' আর আরেকটা হইলো 'আশঙ্কাজনক'৷

( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )


টিচার:
তোর উত্তর হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷ আর সেইটা হবে তর জন্য 'বিপদজনক'৷

ছাত্র:
স্যার আপনেরটাও হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷

তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল
স্যার: আরেক প্রকার জনক আছে৷ আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷

আর আমি বলি আরও এক প্রকার জনক আছে
আপনারা এই পোষ্ট
পইড়া যদি VOTE না দেন, FOLLOW
না করেন
তবে সেইটা হবে আমার জন্য 'অপমানজনক'

Written by

@imran00m

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে সতর্ক করা হয়েছিল এবং গাইড লাইন দেওয়া হয়েছিল। এরপরেও আপনি একই ধরনের কাজ করেছেন। আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হচ্ছে।

https://funnyjokes1234.blogspot.com/2014/10/blog-post_31.html