ছাত্র শিক্ষক হাস্যকর জোকস
Screenshot Image source
টিচার, ছাত্রকে প্রশ্ন করলো
টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার?
( ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল )
ছাত্র: স্যার জনক হইলো ২ প্রকার৷ একটা হইলো 'জাতির জনক' আর আরেকটা হইলো 'আশঙ্কাজনক'৷
( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )
টিচার:
তোর উত্তর হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷ আর সেইটা হবে তর জন্য 'বিপদজনক'৷ছাত্র:
স্যার আপনেরটাও হয় নাই৷ আরও এক প্রকার জনক আছে৷ আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'৷তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল
স্যার: আরেক প্রকার জনক আছে৷ আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷
আর আমি বলি আরও এক প্রকার জনক আছে
আপনারা এই পোষ্ট
পইড়া যদি VOTE না দেন, FOLLOW
না করেন
তবে সেইটা হবে আমার জন্য 'অপমানজনক'
আপনাকে সতর্ক করা হয়েছিল এবং গাইড লাইন দেওয়া হয়েছিল। এরপরেও আপনি একই ধরনের কাজ করেছেন। আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হচ্ছে।
https://funnyjokes1234.blogspot.com/2014/10/blog-post_31.html
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit