গ্রামের ফুটবল খেলা

in hive-129948 •  last year 


প্রিয় বন্ধুরা
আপনারা অনেকেই শীতকালে গ্রামের বাড়িতে বেরাতে আসন। আপনারা সকলেই জানেন শীতকালে গ্রামে গ্রামে ফসলের মাটিতে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। তেমনই আমাদের গ্রামে 16 দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 16 দলের ফুটবল খেলার মধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে আমি আজকে যে ছবিগুলো আপনাদের দিব এগুলা হচ্ছে সেমিফাইনাল খেলার অংশবিশেষ এটা ছিল প্রথম সেমিফাইনাল খেলা।

এই খেলার বিশেষত্ব

এই খেলা স্বাভাবিক ফুটবল খেলার মতই হয়ে থাকে তবে এই খেলা বিশেষত হচ্ছে। ধানের আগাছা পরিষ্কার করে খেলতে হয় আবার এই খেলার মাঠ পরিচ্ছন্ন না। ফুটবলের সমস্ত নিয়মকানুন এই খেলায় থাকেনা। তবে এই খেলায় অন্য সব ফুটবল খেলার মতই ডাক্তার থাকে। তবে এইটা সেই ডাক্তার না একজন হাতুরে ডাক্তার থাকে। যদিও ফুটবল খেলার ৯০ মিনিটের খেলা তবে আমাদের গ্রামের খেলা অনুষ্ঠিত হয়েছিল ৩০ মিনিটের। অর্থাৎ প্রথম খেলা ১৫ মিনিট বাকি পরের অর্ধেক খেলাপ ১৫ মিনিট অনুষ্ঠিত হয়েছিল। কালকে যে সেমিফাইনাল খেলা হয়েছে যে দুটি দল খেলার অংশগ্রহণ করেছিল তারা দুজনেই ভালো পারফরম্যান্স করেছে।

দলের নাম

লালদিঘি স্পোর্টিং ক্লাব বনাম মাদারগঞ্জ স্পোটিং ক্লাব।

ফলাফল

মাদারগঞ্জ স্পোর্টিং ক্লাব জয়ী ২-০ গোলে।

![]() ![Uploading image #2...]() ![Uploading image #3...]() ![Uploading image #4...]() ![Uploading image #5...]() আমার পরিচয়

আমি মো: ইমরান নাজির। একজন উদ্ভিদবিদ্যার ছাত্র

লোকেশন

বাড়ি বিলালপুর।জেলা রংপুর উপজেলা বদরগঞ্জ দেশ বাংলাদেশ।

ক্যামেরা

realme c-11

Facebook link https://www.facebook.com/profile.php?id=100009262395257&mibextid=zLoPMf
Posted using [SteemPro Mobile](https://play.google.com/store/apps/details?id=com.steempro.mobile)
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!