আসসালামু আলাইকুম
সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা। মহান আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার পরিচিতি তুলে ধরব। সর্বপ্রথম সম্মানিত এডমিন এবং মডারেটরদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার পরিচিতি শুরু করছি। আমার পরিচিতি পর্বের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আমি মোঃ ইমরুল জায়েদে। আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। আমি ময়মনসিংহ বিভাগের, জামালপুর জেলার অর্ন্তগত সরিষাবাড়ী থানার ছোট একটি গ্রামে বসবাস করি। আমার গ্রামের নাম ফুলদহের পাড়া। এই গ্রামটির আরেক নাম শহীদ নগর। কেননা ১৯৭১ সালে আমাদের এই গ্রামে অনেক লোক শহীদ হন এবং যে সকল যুবক জীবিত ছিল তারা যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। কিছু মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন এবং আমি প্রায়ই তাদের কাছে ১৯৭১ সালে আমার গ্রামে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা শুনি। আমার জন্ম গ্রামে হলেও এখানে ছোটকাল থেকে আমার গ্রামে থাকা হয়নি। আমার বাবা সরকারি চাকুরিজীবি হওয়ায় বিভিন্ন থানা শহরে আমাকে থাকতে হয়েছে। সেই সাথে নতুন স্কুলে ও কলেজে ভর্তি হতে হয়েছে। এতে আমি অনেক খুশি ছিলাম। কেননা বিভিন্ন জায়গা ভ্রমন আমার নেশা ও নতুন মানুষদের সাথে মিশতে আমার অনেক ভালো লাগে। স্কুল পরিবর্তনের জন্য হয়েছে নতুন অনেক বন্ধুও। আমি স্কুলের সময়কালের কিছু সময় আমাদের গ্রামের স্কুলে কাটিয়েছি। আমার স্কুল জিবনের যে সময়টুকু মনে পড়ে তা গোপালপুর সূতি সেন্টার প্রাথমিক বিদ্যালয়কে ঘিরেই। স্কুল ঘেসেই ছিল একেবেকে চলা ঝিনাই নদী। এই নদীকে ঘিকে কতযে স্মৃতি এখোনো চোখে ভাসে বলে শেষ করা যাবে না।
মূলত এই নদীর তীরেই আমার শৈশবে বেড়ে উঠা। স্কুল জীবন শেষে ভর্তি হই গোপালপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় আমার বাবার চাকুরির বদলীজনিত কারনে চলে আসি সরিষাবাড়ী নিজ থানায়। বাবার চাকুরিস্থল থেকে গ্রামের বাড়ী দূরে হওয়ায় এখানেই সরকারি বাসায় আমরা অবস্থান করি। এখানে সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হই এবং ২০০৬ সালে এস.এস.সি পাশ করি। এরপর সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার কলেজে ভর্তি হই এবং ২০০৮ সালে এইচ.এস.সি পাশ করি। অনার্সে ভর্তি হই আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহে এবং ২০১৩ ও ২০১৪ সালে অনার্স ও মার্স্টাস শেষ করি। বর্তমানে আমি আমার গ্রামেই ব্যাবসা করছি।
আমরা ৫ সদস্যের পরিবার। এই পরিবারে আছে আমার বাবা, মা, ছোট বোন ও আমার স্ত্রী। আমার বাবা বর্তমানে অবসর প্রাপ্ত সরকারি চাকুরিজীবি এবং মা গৃহিণী। ছোট বোন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি আমাকে এমন একটি পরিবার দেওয়ার জন্য।
আমি ভ্রমন করতে খুব পছন্দ করি। বিশেষ করে পাহাড়ী ও নদী পথ ভ্রমন আমার খুব প্রিয়। অবসর সময়ে আমি রঙ্গিন কাগজে বিভিন্ন আসবাবপত্র বানাতে ও পেন্সিল স্কেচে বিভিন্ন দৃশ্য আঁকতে পছন্দ করি। গান ও সিনেমা দেখতেও কিছুটা পছন্দ করি। ব্যক্তিগত ভাবে পছন্দ করি স্বল্পভাষী ও সত্যবাদী লোকদের। বয়স্ক লোকদের সাথে মিশতে ও তাদের মুখে পুরোনো দিনের কথা শুনতে আমার খুব ভালো লাগে। বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আমার বন্ধুর মাধ্যমেই আমার এই স্টিমিটে আসা। স্টিমিটে একজন সদস্যে হতে পেরে আমি খুব আনন্দিত। বেশ কয়েক মাস যাবৎ আমি স্টিম ফর বাংলাদেশসহ আরো বেশ কিছু কমিউনিটিতে কাজ করে আসছি। আমার ইচ্ছে ছিল মাতৃভাষা বাংলাতে সবসময় কাজ করার। আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখে আমি খুব আনন্দিত। এই কমিউনিটিতে কাজ করার অনুমতি পেলে আমি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করে নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আপনাদের সুস্থ, হাসিখুশি, সাফল্যে ভরপুর জীবন দান করুন। আমার জন্যেও আপনার দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম, আপনার পোস্ট পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তবে আপনার ভেরিফিকেশন পোস্টে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি কার মাধ্যমে আমার বাংলা ব্লগে জয়েন হয়েছেন,
পোস্ট এখনি এডিট করে সঠিক করুন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit