"যুগের সাথে পাল্লা দিয়ে মানুষগুলো কেমন যেন অত্যাধুনিক হয়ে উঠেছে। বন্ধুত্বের মঝে হানা দিয়েছে কৃত্রিমতা।
জীবনে মানুষের বন্ধুত্বগুলো যেন বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি
হচ্ছে যা পরবর্তীতে বিলীন হয়ে যাচ্ছে। এতো কৃত্রিমতার
শর্তেও আজও কিছু বন্ধুত্ব আছে যা কৃত্রিমতাকে হার মানায়।
আধুনিক যুগে বসবাস করে আমি সেই সকল কৃত্রিমতা বর্জিত বন্ধুদের খুব মিস করছি। "
আসলে এই লেখাটা হচ্ছে আমার জীবনের প্রথম লেখা যেটা আমি লিখেছিলাম সম্ভবত।দশম শ্রেণীতে থাকা অবস্থায়। অনেকের লেখালেখির অভ্যাস দেখে আমারও লেখালেখির ভূত চেপেছিল মাথায়।
কিন্তু কিছুদিনের মধ্যেই ভূত পালালো। এবং সময়ের স্রোতে হারিয়ে গেল সেই অভ্যাসটা। দীর্ঘ ৩/৪ বছর লেখালেখি থেকে অনেক দূরে ছিলাম। কিন্তু করোনার সময় বসে থাকতে থাকতে কেন জানি না আবার লেখালেখির অভ্যাস টা চলে আসছে।
এখন যখনই সেই প্রথম লেখাটা দেখি তখনই মনে হয় আসলে লেখালেখি করার দক্ষতা আমার তখনও ছিল যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না। হিসাব অনুযায়ী তখনকার লেখাটা সম্পূর্ণরূপে গুছানো ছিল না কিন্তু সেসময়কার কথা চিন্তা করলে মনে হয় সেই সময়ের জন্য সেটা অনেক কিছু এবং গোছানো লেখা।
এই প্ল্যাটফর্ম আমি 6 মাস আগেই জয়েন হয়েছি যদিও আমি এখানে অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু আমি চিন্তা করলাম এখানে বাংলা লেখালেখি চর্চা করলে আমার জন্য অনেক ভাল হয়। সেজন্যই আবার এই প্লাটফর্মে ফিরে আসা।
আশা অনান্য বাঙ্গালীদের সমর্থনে আমি এগিয়ে যেতে পারবো। আমিও তো অনেক কিছু জানি না এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিন্তু আশা করছি আপনাদের সহযোগিতায় মানিয়ে নিতে পারব।
অভিজ্ঞ ব্যক্তিদের মতামত আশা করছি। আশা করছি তারা আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সাহায্য করবেন।
কপিরাইট আইন লংঘন করার জন্য আপনাকে প্রথম ওয়ার্নিং দেয়া হচ্ছে। । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.pinterest.fr/pin/504473595765909309/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://unsplash.com/photos/z8y36JocqkU
আমি কোন রূপ আইন লঙ্ঘন করি নি। আমি কপিরাইট ফ্রি সাইট থেকেই ইমেজটা আপলোড করেছি। উপরের লিঙ্ক সংযুক্ত করেছি দয়া করে দেখে নিবেন। এডমিন হিসেবে এমন দায়িত্বজ্ঞানহীনভাবে এভাবে একটা কাজ করবেন সেটা অকল্পনীয় ছিল। আপনাদের এই ধরনের কাজ সত্যিই একজন নতুন লেখককে অনেক বেশি নিরুৎসাহিত করে।আশা করি এই বিষয়ে পরবর্তী বার থেকে যথেষ্ট সচেতন থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit