কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি। ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

GridArt_20220827_094114037.jpg

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি। ক্যাকটাস গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কেকটাস গাছের গা ভর্তি ছোট ছোট কাটা থাকে। আবার কিছু কিছু ক্যাকটাস গাছে গা ভর্তি অনেক বড় বড় শক্ত কাটাও দেখা যায়। বৃক্ষ মেলায় থেকে আমি অনেক ধরনের ফুল এবং ফল গাছের ফটোগ্রাফি করে এনেছি। এই ফটোগ্রাফি করেছিলাম আমি বৃক্ষ মেলায় থেকে। বৃক্ষমেলা অন্যান্য ফুল ফল গাছের পাশাপাশি বেশ কয়েক ধরনের ক্যাকটাস গাছ ছিল। তবে সবগুলো ক্যাকটাস গাছের ফটোগ্রাফি তোলা হয়নি। অল্পকিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি তুলে এনেছি। তাহলে চলুন দেখি নেয়া যাক আমার তোলা কয়েকটা ক্যারেক্টাস গাছের ফটোগ্রাফি।

আলোকচিত্রঃ ১


20220801_181526.jpg

এই ক্যাকটাস গাছটি একটু হলুদ হলুদ রঙের। দেখতে বেশ দারুন লাগছে। এই গাছগুলোর গায়ে কাটা থাকায় একদম এগুলো হাত দিয়ে ধরা যায় না। একটি টবে বেশ কয়েকটি ক্যাকটাস গাছ রয়েছে। আমি যে ছবি তুলেছি সেটি সব থেকে বড় ক্যাকটাস গাছ।

আলোকচিত্রঃ ২

20220801_181517.jpg

এটি একদম গোল আকৃতির একটি ক্যাকটাস গাছ। এটি একদম গারো সবুজ বর্ণের। এ ক্যাকটাস গাছে খুবই কম কাটা রয়েছে অন্যান্য ক্যাকটাস গাছের তুলনায়।

আলোকচিত্রঃ ৩

20220801_181534.jpg

এই ক্যাটাস গাছে সব থেকে বেশি কাটা আছে। অনেক বড় বড় এবং শক্ত কাটা রয়েছে যা দেখতেই ভয় লাগে। এই ক্যান্টাস্ গাছটিও সবুজ কালারের হয়ে থাকে। সাইজে অন্যান্য ক্যাকটাস গাছের তুলনায় একটু বড়।

আলোকচিত্রঃ ৪

20220801_181552.jpg

এই ক্যাকটাস গাছটি দেখতে বেশ সুন্দর। দেখতে অন্যান্য ক্যাকটাস গাছের চেয়ে অনেক সাথে যেমন সবুজ দেখাচ্ছে। এই ক্যাকটাস গাছে একদমই ছোট ছোট কাটা।

আলোকচিত্রঃ ৫

20220801_181543.jpg

এই ক্যাকটাস গাছটা আমায় সব থেকে বেশি ভালো লেগেছে। এই গাছে ঝিরি ঝিরি প্রচুর কাটা রয়েছে।

আলোকচিত্রঃ ৬

20220801_181517.jpg

একটা গাছের টবে একটা গাছ রয়েছে। দেখতে গারো সবুজ বর্ণের। তবে কাটার পরিমাণ একদমই কম।

আলোকচিত্রঃ ৭

20220801_181509.jpg

ওই দোকানের সব ক্যাকটাস গাছের ছবি একসাথে তোলা। কিন্তু ক্যাকটা গাছের কোনটার দাম কত তা একদমই আমার দেখা হয়নি। তবে শুনেছি বৃক্ষ মেলায় গাছগুলোর দাম অনেক বেশি।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung m01s
LocationRajendro college, Faridpur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাশাআল্লাহ আপু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ক্যাকটাস গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।গারো সবুজ রঙের ক্যাকটাস আমার কাছে ভিশন ভালো লেগেছে। প্রতিটি গাছগুলো ফটোগ্রাফি অসাধারন হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ক্যাকটাস গাছের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে যেনে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  ·  2 years ago (edited)

চমৎকার কিছুও ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রথম ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যাকটাস গাছ আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথম ছবিটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। এজন্যই এই ছবিটা আমি প্রথমেই দিয়েছি। ধন্যবাদ আপনাকে

ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমি তো ছোট বেলায় ক্যাকটাস গাছ দেখে ভীষণ ভয় পেতাম। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে

ক্যাকটাস গাছ দেখে এখনও আমার ভয় লাগে গাছে প্রচুর কাঁটা থাকে এজন্য

ক্যাকটাস এর দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোকচিত্র খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। স্পেশিয়ালি ঝিরঝির বল ক্যাকটাসটা বেশি সুন্দর দেখাচ্ছে।। অনেকদিন পরে এতগুলা ক্যাকটাসের দৃশ্য একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

আমারও বৃক্ষ মেলায় যেয়ে একসাথে সবগুলোকে ক্যাকটাস গাছ দেখে খুবই ভালো লেগেছিল ধন্যবাদ আপনাকে

ক্যাকটাস গাছের প্রচুর কাটা থাকে। সেজন্য আমার কাছে এই গাছটিকে একটু বেশি ভালো লাগে। এটি দেখতে যেমনি সুন্দর তেমনই মনমুগ্ধকর। আপনি অনেক রকমের কেকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

ক্যাকটাস গাছ দেখতে আমারও অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

এতগুলো ক্যাকটাস গাছ একসাথে কখনো দেখিনি। কয়েকদিন আগে দেখলাম মাংসাশী ক্যাকটাস গাছ। ‌ যাইহোক এতগুলো গাছ একসাথে দেখে আসলে বেশ ভালো লাগছে।

আমিও এর আগে কখনো একসাথে এতগুলা ক্যাকটাস গাছ দেখিনি বৃক্ষ মেলায় যেয়ে প্রথম দেখলাম

ক্যাকটাস গাছ গুলো দেখতে খুবই সুন্দর। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আমাদের ঘরের সামনে আমি কয়েকটি ক্যাকটাস গাছ রোপন করেছি। আমার অনেক ভালো লাগে এ ধরনের গাছ রোপন করতে। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি।

আপনাদের ঘরের সামনে এ ধরনের গাছ লাগিয়েছেন জেনে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি আমাদের মাঝে একটা কাজগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ক্যাকটাস যদিও একটু কাটাযুক্ত থাকে এগুলো মরুভূমিতে একটু বেশিই জন্মায়। অনেক সুন্দর উপস্থাপনের মাধ্যমে আপনি বর্ণনা করেছেন ভালো লাগলো।

ক্যাকটাস গাছ মরুভূমিতে বেশি জন্মায় এটা আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

ওরে বাবা। এতো দেখি কাঁটা আর কাঁটা। ছবি তুলতে যেয়ে হাতে লাগেনি তো আপু? অনেক রকম এর ক্যাকটাস গাছ দেখতে পেলাম। কিনেও নিয়ে আসতেন দুই একটা।

অনেক কাঁটা এ জন্য একটু দূর থেকে ছবি তুলেছি।

একসময়ে ক‍্যাকটাস গাছ আমার বাড়িতে ছিল। একবার ক‍্যাকটাস এর কাঁটা ফুটিয়ে নিলাম হাতে সে কী যন্ত্রণা। তারপর থেকেই আমি এটা এড়িয়ে চলি। ক‍্যাকটাস এর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন। বেশ অনেক প্রজাতির ক‍্যাকটিস আছে দেখছি।।

এজন্য এ গাছ থেকে একটু দূরে দূরে থাকতে হয়। আমি অনেক দূর থেকে ছবিগুলো তুলেছিলাম।

আপনি কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি করেছেন।গাছ গুলো দেখতে খুবই সুন্দর হয়। আর আপনি সুন্দর করে ফটোগ্রাফি করেছেন সেজন্য দেখতে আরো বেশি চমৎকার লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

এই গাছে অনেক কাটা থাকায় ভালোভাবে ছবি তুলতে পারিনি। এরপরও আমার ছবিগুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। হলুদ রঙের ক্যাকটাস কাজটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

হলুদ রঙের ক্যাকটাস গাছটি আমার অনেক ভালো লেগেছে

চমৎকার কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও খুব কাছ থেকে এই গাছ এখন পর্যন্ত দেখা হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো ,চমৎকার বর্ণনা করেছেন আপনি।

এ গাছগুলোতে অনেক কাটা থাকায় দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি খুব অসাধারণভাবে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি করেছেন।ক্যাকটাস গাছ আমাদের এখানে তেমন দেখা যায় না। তবে গাছগুলো দেখতে খুব অসাধারণ লাগলো আমার কাছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।

আমাদের এখানে অনেক ধরনের ক্যাকটাস গাছ দেখতে পাওয়া যায়। তবে বৃক্ষ মেলা একসাথে সব ধরনের ক্যাকটাস গাছ দেখতে বেশ ভালোই লেগেছিল।

বাহ আপু আপনি তো খুব সুন্দর এবং চমৎকার কিছু ক্যাকটাসের ফটোগ্রাফি করেছেন। ক্যাকটাস গাছ গুলোকে দেখতে বেশ ভালো লাগছে। যদিও এগুলোর বেশ বড় বড় এবং শক্ত শক্ত কাটা থাকে তারপরেও দেখতে বেশ আকর্ষণীয় লাগে ক্যাকটাস গাছ।

ঠিকই বলেছেন আপু ক্যাকটাস গাছে অনেক কাটা থাকে তবে দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

আপনার তোলা গাছের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফোটোগ্রাফি করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে অবস্থান করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ফটোগ্রাফি গুলোর পাশে একটু সুন্দর করে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু ক্যাকটাস গাছ গুলো দেখলে আমি ভয় লাগে। দেখতেই অদ্ভোদ অদ্ভোদ লাগে। আবার গাচটিতে কাটাও আছে। আপনার ফটোগ্রাফিতে অনেক ধরনের ক্যাকটাস দেখলাম। ধন্যবাদ।

বৃক্ষ মেলায় আমি অনেক ধরনের ক্যাকটাস গাছ দেখতে পেয়েছি