অনেকদিন পর বান্ধবীদের সাথে অতিবাহিত সুন্দর কিছু সময় // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালই আছি। অনেকদিন ধরে করোনা মহামারীর কারণে বাসা থেকে বের হতে পারছি না। কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না।

image.png
Location

অবশেষে আজকে অনেকদিন পর আমার বান্ধবীদের সাথে ঘুরতে বের হই। আমরা সবাই আমাদের পুরাতন স্কুলে যাই। যেখান থেকে আমরা এসএসসি পাস করে বের হয়েছিলাম। মূলত শিক্ষক দিবস উপলক্ষে আমাদের বের হওয়া। আমরা আমাদের স্কুলের শিক্ষকদের সাথে দেখা করতে গিয়েছিলাম।

এটি হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাস। যেখানে আমরা ছয় বছর পড়াশোনা করেছি।

image.png
Location

এটি হচ্ছে আমাদের স্কুলের শহীদ মিনার।

image.png
Location

তারপর আমরা স্কুল থেকে বের হয়ে হাঁটা শুরু করি। আমাদের স্কুল ক্যাম্পাস অনেক বড়। এবং আমরা মোটামুটি পুরো ক্যাম্পাস ঘুরি। এবং আমরা অনেক গুলো ছবি তুলি। এবং আমরা তিনজন চকবার আইসক্রিম খেয়েছিলাম। কারণ আজকে প্রচুর রোদ এবং অনেক গরম ছিলো। কিন্তু তারপরও আমরা খুব মজা করেছি।

image.png
Location

image.png

তারপর আমরা স্কুল ক্যাম্পাস থেকে বের হই এবং একটি অটোতে করে অনেকক্ষণ ঘোরাঘুরি করি। অটোতে করে আমরা প্রায় দেড় ঘন্টার মত ঘুরাঘুরি করেছিলাম। অনেকক্ষণ ঘুরাঘুরি করে আমরা অটোতে বসে আবারো ছবি তোলা শুরু করি। এবং রেস্টুরেন্ট এর দিকে যাই।

image.png

আমরা যে রেস্টুরেন্ট এ গিয়েছি তার নাম ফুড পার্ক। এই রেষ্টরেন্টটিতে আমি আগেও অনেকবার গিয়েছিলাম। রেস্টুরেন্ট এ তাদের সার্ভিস এবং খাবার দুটি খুব ভালো।

image.png
Location

এখানে আমরা আমাদের অর্ডার করা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। ছবিটি দেখে বুঝা যাচ্ছে যে আমরা দুষ্টুমি এবং মজা করেছি। আমরা একসাথে হলে অনেক বেশি দুষ্টুমি ও মজা করি। শুধু আমরাই না বন্ধু বান্ধব সাথে থাকলে সবাই খুব আনন্দে থাকে। কিন্তু আমরা অনেক বেশি দুষ্টুমি ও মজা করি যার কারণে সব জায়গায় এবং স্কুলেও আমাদের এই দুষ্টুমির অনেক রেকর্ড রয়েছে।

image.png
Location

image.png

এখানে আমাদের অর্ডার করা কোল্ড কফি চলে এসেছে। তারপর আমরা গল্প করি এবং কোল্ড কফি খাই। খাওয়া-দাওয়া শেষ করে আমরা আমাদের বিল পরিশোধ করি। যদিও আমার খাওয়ার বিল আমি দেইনি। এটা আমার বান্ধবীর পক্ষ থেকে ট্রিট ছিলো। তারপর আমরা কিছুক্ষণ বসে গল্প করি। তারপর রেস্টুরেন্ট থেকে বের হই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুটি ছোট মেয়ে আমাদেরকে বলছিলো তাদের অনেক খিদে পেয়েছে। তারপর আমরা সবাই মিলে ছোট মেয়ে দুটিকে কিছু খাবার কিনে দিলাম। এবং তারা খুবই খুশি হয়েছিল।

image.png
Location

তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। রিকশায় থাকা অবস্থায় রাস্তায় ফুচকা দেখে আমার বান্ধবীদের ফুচকা খেতে ইচ্ছে করছে। যদিও ফুচকা আমার অতটা পছন্দ নয়। তারপর রিক্সা থেকে নেমে আমি ওদের ফুচকা খাওয়ালাম। ফুচকার ছবি তুলতে পারলাম না কারণ আমার ফোনে চার্জ ছিল না। ছবি তুলতে তুলতে ফোনে চার্জ শেষ হয়ে গেছে।

image.png

তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে ঘুরাঘুরি শেষ করে বাসায় চলে আসি। বান্ধবীদের সাথে খুব ভালো একটি দিন অতিবাহিত করেছি।
আসলে আমাদের জীবনে বন্ধু-বান্ধব খুবই প্রয়োজনীয়। বন্ধুবান্ধব ছাড়া কোন কিছু ভাল লাগেনা। আমাদের সুখ-দুঃখ আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে বেশি শেয়ার করতে পারি। তারা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটি অংশ। বন্ধুবান্ধব ছাড়া জীবন সুন্দর নয়। আমাদের এই বন্ধুত্ব প্রায় ৬ বছরের। সবাই দোয়া করবেন যেন একই সারাজীবন টিকে থাকে।

আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে সময় কাটানো মানেই খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি😍।অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার বান্ধবীদের সাথে।অনেক ধন্যবাদ আপনাকে।

স্কুল মাঠের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া

আজকের দিনটি অনেক সুন্দর ছিল। খুব দক্ষতার সাথে আপনি আপনার দিনটি পালন করেছেন। বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হলে খাওয়া-দাওয়া হবেই। আপনার জন্যে শুভকামনা রইলো।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের সব সময় ভালই হয়। পুরনো স্কুলে গেলে আগের স্মৃতি গুলো মনে পড়ে যায় আমারও। আপনার পোস্টটি দেখে আমি খুবই আবেগপ্রবণ গেলাম। পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

অনেক সুন্দর হইছে,,

ধন্যবাদ আপনাকে

আপনা কে ও

আপনার দিনটি খুবই সুন্দর কেটেছে বান্ধবীদের সঙ্গে।বান্ধবীদের সঙ্গে সময় আসলেই ভালোই কাটে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

জি আপু মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

বান্ধবীদের সাথে আপনার অতিবাহিত সময়গুলো খুব সুন্দর কেটেছে। ছবি দেখে তা খুব সহজে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া