আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "তাহার নামটি মায়া"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক তো অনেকদিন আগেই দেখেছিলাম। তবে রিভিউ শেয়ার করা হয়নি। তাই আজকে করলাম। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | তাহার নামটি মায়া |
---|---|
গল্প | রিজভি আলামিন |
পরিচালনা | রাফাত মজুমদার রিংকু |
প্রযোজক | তানভীর মাহমুদ |
অভিনয়ে | ইয়াশ রোহন, তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৪৫:৫৩ |
নাটকে ইয়াশ রোহানের নাম থাকে আবির এবং তটিনির নাম থাকে মায়া। প্রথম দৃশ্যে দেখা যায় আবির তার মাকে নিয়ে শহর থেকে গ্রামে যাচ্ছে। সেখানে সে মূলত তার বান্ধবীর মেয়ের বিয়েতে যাচ্ছে। নাটকের প্রথমে গ্রামীণ খুব সুন্দর দৃশ্য দেখানো হয়। বিয়ে বাড়িতে গিয়ে আবীর দেখে সবাই রং খেলছে। তখনই মায়া তাকে রং মাখিয়ে দেয়। এটা দেখে আবির সাথে সাথে মায়া কে রং মাখিয়ে দেয়। তারা বেশ আনন্দ করে রং খেলার মুহূর্ত গুলো কাটায়। এরপর রাতে তাদের দুজনের কথা হয়। আবির আগে জানতো না যে মায়া চোখে দেখতে পায় না। রাতে মায়ার সাথে কথা বলে জানতে পারলো মায়া চোখে দেখতে পায় না।
মায়া চোখে দেখতে না পেলেও সে সবকিছুই করতে পারে। সে পড়াশুনাও করেছে। আবিরের সাথে তা খেতে খেতে গল্প করে সে। মায়া আবির কে চা তৈরি করে দেয়। এই সবকিছু দেখে আবির বেশ মুগ্ধ হয়। বিয়ের অনুষ্ঠান টা থাকে আসলে মায়ার বড় বোন এর । হলুদ অনুষ্ঠানে গ্রামের সবাই মিলে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মায়া তার চমৎকার কন্ঠে গান গায়। এটা দেখে আবির আরো বেশি মুগ্ধ হয়ে যায়। কথা বলার মাধ্যমে তারা একে অপরে খুব ভালো বন্ধু হয়ে যায়।
তারা দুজনে বিয়ের দিনগুলোতে অনেক সময় কাটায় একসাথে। তারা পুরো গ্রাম ঘুরে। আবির আস্তে আস্তে মায়া কে ভালোবেসে ফেলে। মায়া ও আবির কে খুব পছন্দ করে। আবির মায়া কে জিজ্ঞেস করে যে মায়ার কখনো সংসার করতে ইচ্ছে হয় নাকি। তবে মায়া বলে সে একজন অন্ধ মেয়ে। তাকে কে বিয়ে করবে। মায়া বলে তার ইচ্ছা থাকলেও সে এসবের যোগ্য না। এভাবে তাদের মধ্যে অনেক কথোপকথন হয়। তারা একে অপরে অনেক সময় কাটে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়। সেদিন রাতে আবির মায়া কে তার ভালোবাসার কথা জানায়। আবির বলে তারা সকাল হলেই শহরে ফিরে যাবে। তবে আবির বাসায় কথা বলে আবার গ্রামে আসবে এবং মায়া কে বিয়ে করবে। তবে এসব কথা শোনার পর মায়া রাজি হয় না। মায়া ভাবে আবির তাকে করুনা করছে। তবে আসলে আবিরের মধ্যে তেমন কিছুই ছিল না।
পরের দিন সকাল হলে আবির এবং তার মা শহরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে নদীর ঘাটে নৌকার কাছে এলে আবির আর ফিরে যেতে চায় না। সে তার মাকে বলে যে সে মায়া কে ভালোবাসে। সে মায়া কে ছাড়া শহরে ফিরবে না। এসব কথা শোনার পর প্রথমে তার মা রাজি হয় না। এরপর আবিরের দিকে তাকিয়ে মা রাজি হয়ে যায়। এবং শেষে তাদের দুজনের মিল হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ভিন্ন ধরনের গল্পের নাটক ছিল। প্রথমত নাটকের মধ্যে বিভিন্ন রকম গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য ছিল। এগুলো বেশ ভালো লেগেছে। এছাড়াও এই নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যে মানুষ স্বাভাবিকভাবে কিছুটা অক্ষম হলেও অন্যান্য সব দিকে তার গুণ থাকতে পারে। যেমনটা মায়ার মধ্যে রয়েছে। এছাড়াও অন্ধ মানুষ কেও ভালোবাসা যায়। এই বিষয় টাও ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে নাটকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন রকম গল্পের নাটক গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। তাহার নামটি মায়া নাটকটি কিছুদিন আগে দেখেছিলাম। আপনি খুব সুন্দর করে রিভিউ করেছেন দেখে আবারও দেখা হয়ে গেলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দেখা একটি নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি নাটক অনেক আগে থেকেই পছন্দ করে থাকি। তাই সুযোগ পেলেই দেখার চেষ্টা করি। আজকে যেমন একটা সুন্দর নাটক আমাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছেন কিছুটা ধারণা পেলাম পরবর্তীতে দেখে এর ভালোলাগা উপভোগ করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তাহার নামটি মায়া নাটকটি রিভিউ করে শেয়ার করেছেন। আসলে আমিও চেষ্টা করি প্রত্যেকদিন অবসর সময় পেলে নাটক দেখার জন্য। আসলে নাটক দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। নাটক দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আপনি খুবই সুন্দর ভাবে নাটকের বিষয়বস্তু আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। তটিনী আর রোহানের নাটক দেখতে খুব ভালো লাগে। এই জুটির বেশ কিছু নাটক দেখেছি। তাদের অভিনয় খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জুটির নাটক গুলো দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইয়াস রোহান এবং তটিনির নাটকগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তাহার নামটি মায়া এই নাটকটা যখনই আমি ইউটিউবে দেখলাম, সাথে সাথে পুরো নাটকটা দেখে নিয়েছিলাম। আমার কাছে পুরো নাটকটা খুব ভালো লেগেছিল। আসলে ভালোবাসা হয় মন থেকে কোনো কিছু দেখে নয়। তটিনি অন্ধ জেনেও ইয়াস রোহান তাকে ভালোবেসে ছিল। শেষ পর্যন্ত তাদের মিল হয়েছে দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইয়াস রোহান এবং তটিনী। বাংলা নাটকে এদের রসায়ন চমৎকার, বলা যায় সময়ের সেরা জুটি এরা। এদের অভিনীত তাহার নামটি মায়া নাটকের গল্পটা পড়ে বেশ ভালো লেগেছে। সময় পেলে নাটকটি অবশ্যই দেখে নিব। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে দেখতে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই দুজনের জুটি যে আমার কাছে কতটা ভালো লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আপু। এদের অনেক নাটক দেখেছি তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। গল্পটি বেশ ভালো লেগেছে পড়ে।সময় পেলে দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit