বিকেলের নাস্তায় সুস্বাদু পটেটো বল রেসিপি

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে পটেটো বল এর রেসিপি। এই রেসিপিটা বেশ কয়েকদিন আগেই তৈরি করা। কয়েকদিন আগে যখন দেশের পরিস্থিতির কারণেই ইন্টারনেট বন্ধ ছিল তখন বিকেল বেলা নিজেই বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতাম। যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তাই ফ্রি ছিলাম অনেক। আর এই কারণেই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছিলাম বিকেলের দিকে। এই রেসিপিটা বেশ সহজ একটা রেসিপি। তৈরি করতে তেমন বেশি কিছু দরকার হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এবং দ্রুত এই নাস্তার রেসিপি তৈরি করা যাবে। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। বাইরের দিকটা ক্রিস্পি হয় এবং ভেতরের দিকটা নরম। সব মিলিয়ে খুবই ভালো লাগে এটা খেতে। আপনারা চাইলে বাসায় খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000037648.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সিদ্ধ আলু
  • চালের গুঁড়ো
  • মটরশুঁটি
  • ভাজা শুকনো মরিচ
  • রসুন
  • লবণ

1000037637.jpg

ধাপ - ১

প্রথমে আমি ভাজা শুকনো মরিচ গুলো গুড়ো করে নিয়েছি। এরপর সেখানে রসুন কুচি গুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

1000037638.jpg1000037639.jpg
ধাপ - ২

এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেখানে।

1000037640.jpg

ধাপ - ৩

তারপর সিদ্ধ আলু গুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। এবং সবকিছুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি।

1000037641.jpg1000037642.jpg
ধাপ - ৪

এরপর সেখানে দিয়ে দিলাম কয়েকটা মটরশুটি। মটরশুটিগুলো সিদ্ধ করে আগেই ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এরপর আবারো মেখে নিয়েছি।

1000037644.jpg

ধাপ - ৫

তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো।

1000037645.jpg

ধাপ - ৬

সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর সেগুলো দিয়েছে ছোট ছোট বল তৈরি করে নিলাম।

1000037646.jpg

ধাপ - ৭

এরপর গরম তেলে ছোট ছোট পটেটো বলগুলো ভেজে নিলাম। এভাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি।

1000037647.jpg

পরিবেশন

1000037651.jpg

1000037656.jpg

1000037657.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

image.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পটেটো বল রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। নাস্তার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছেন। এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজাদার লাগে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। তাছাড়া এই পটেটো বল রেসিপিটি খেতে অনেক স্বাদ হয়েছে দেখে মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি তৈরি করে খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

এটা ঠিক এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

বিকেলের নাস্তায় এমন হালকা খাবার খুবই ভালো লাগে।
আপনার প্রস্তুত প্রণালী এবং পরিবেশোন করার ফটোগ্রাফি গুলো দেখেই তো খুব লোভ হচ্ছে।
নিশ্চয় খুব মজা ছিল খেতে।

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলেই যখন ইন্টারনেট ছিল না তখন সবাই অনেক ফ্রি ছিল। আর সেই সময়টাকে আপনি কাজে লাগিয়ে বিকেলে বিভিন্ন নাস্তা তৈরি করেছিলেন শুনে খুব ভালো লাগলো। আপনার তৈরি করা পটেটো বল দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। বিকেলের নাস্তায় কিন্তু এইটা একেবারে পারফেক্ট ছিল। খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় দেখছি। আমি তো ভাবছি ঘরে তৈরি করবো একদিন। আশা করছি সস দিয়ে বিকেল বেলায় গরম গরম খেতে অনেক ভালো লাগবে।

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি দেখে সত্যি আমার জিভে জল চলে এসেছে। এত সুন্দর ভাবে পটেটো বল রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে চোখ ফেরাতে পারছি না। ধন্যবাদ রেসিপি তৈরির স্টেপগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

বিকেলের নাস্তায় এই ধরনের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে এই লোভনীয় রান্না করেছেন দেখে ভালো লাগলো আপু। খুবই লোভনীয় লাগছে দেখতে।

আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

মজার মজার খাবার গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম খাবার হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার রেসিপিটা। এরকম লোভনীয় খাবারগুলো দেখলে আমার অনেক লোভ লাগে। মাঝেমধ্যে এই খাবারগুলো আমার খাওয়া হয়ে থাকে। এত মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যে করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

বিকেলবেলা এই ধরনের নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে। আজে আপনি দেখতেছি পটেটো বল রেসিপি করেছেন। তবে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। চেষ্টা করব এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করার জন্য। খুব সুন্দর করে পটেটো বল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আসলে মানুষ ফ্রি থাকলে তার শখের অনেক কাজগুলোই তখন করতে পারে। যাই হোক লোভনীয় রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা তুলে ধরেছেন তাছাড়া রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাহ! দারুন একটি রেসিপি তৈরি করেছেন তো আপু। আসলে এই পটেটো বল রেসিপি আমি রেস্টুরেন্ট এবং বাইরে থেকে কিনে খেয়েছি। তবে বাড়িতে কোনদিন তৈরি করে খাইনি। আসলে এই রেসিপিটি তৈরির পদ্ধতি আমার জানা ছিল না। আপনার শেয়ার করা এই রেসিপিটি তৈরি পদ্ধতির মাধ্যমে এটি শিখে নিলাম। কয়েকদিনের মধ্যেই আশা করি, এই রেসিপিটি আমি বাড়িতে তৈরি করে খাবো।

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে খুবই ভালো লাগবে ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

বিকেলের নাস্তায় এ ধরনের ভাজা ভুজি খেতে পারলে বেশ ভালোই লাগে।আর যদি ঘরে স্বাস্থ্যসম্মত ভাবে তৈরী করে খাওয়া যায়।তবে তো আরো বেশীই ভালো লাগে।ধন্যবাদ আপু চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপু।

ঠিকই বলেছেন বিকেলবেলা এ ধরনের তেলেভাজা তৈরি করা জিনিসগুলো খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মতো আমিও ফ্রি সময়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে সকাল বিকালের নাস্তা বানাতে বেশি ভালো লাগে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। বিকালের নাস্তায় এমন পটেটো বল খেতে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

পটেটো দিয়ে তৈরি যেকোনো কিছু খুবই মজাদার হয়ে থাকে খেতে।আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে।মনে হচ্ছে খেতে খুবই টেস্টি হয়েছে আর কালারটিও বেশ লোভনীয় লাগছে।চায়ের সঙ্গে দারুণ জমবে,ধন্যবাদ আপু।

এটা ঠিক আলু দিয়ে তৈরি করা রেসিপি গুলো খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

চিকেন বল ভীষণ লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি।বিকেলের নাস্তায় এরকম রেসিপি থাকলে তো ভীষণ মজা লাগে খেতে।পটেটো চপ খেতে অনেক সুস্বাদু হয়।আপনার চিকেন চপ রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ঠিকই বলেছেন আপনি বিকেলবেলাএই ধরনের চপ গুলো খেতে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

খুবই সুস্বাদু দেখতে পটেটো বল রেসিপি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এই পটেটো বল রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একইসাথে এখানে আপনি ডেকোরেশনটি শেয়ার করেছেন সেটি দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ ইচ্ছে করছে যেন এটিকে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷ ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

স্বাগতম আপনাকে৷

বিকেলের নাস্তা হিসেবে আলু এবং মটরশুঁটি দিয়ে অনেক সুস্বাদু একটি নাস্তার রেসিপি তৈরি করেছেন আপু। দেখতে বেশ ইয়াম্মি লাগছে।অসংখ্য ধন্যবাদ ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আপু আপনার পটেটো বল রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো, দারুন রেসিপি করেছেন। মটরশুটি দেওয়ার কারণে খেতে মনে হয় অন্যরকম সুস্বাদু লেগেছিল। ভালো লাগলো রেসিপিটি দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

"🌟 Welcome to the community! 😊 It's great to have you on board, Rahaman Mim! I'm excited to see what content you'll be sharing on your blog "আমার বাংলা ব্লগ". 💡 As a fellow Bengali, I'm proud of your love for our language and culture. 🙌 Your passion for photography, cooking, and exploring new places is contagious! 📸👍

I'd love to hear more about your adventures and experiences. Feel free to share as much or as little as you'd like on Steemit. The more we engage with each other's content, the stronger our community becomes! 💬

Don't forget to follow me and others in the community for inspiration and support. We're all rooting for each other's success here! 🌟

বিকেলের নাস্তায় সুস্বাদু পটেটো বল রেসিপি দেখিয়ে দিলেন তো লোভ লাগিয়ে। বিকালে বা সন্ধার পরে এই রেসিপি গুলো খেতে দারুন লাগে। আমাদের বাসায় প্রায় সময় এই রেসিপি গুলো করা হয়। ধন্যবাদ।