আমার পরিচয়। আমি কে?

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভাল আছেন? আমি গুছিয়ে কোন কাজই করতে পারিনা। তাই হয়তোবা আমি আমার পরিচয় পর্বের পোস্টটি গুছিয়ে ঠিকমত লিখতে পারবো না। তাই আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমার নাম নুর। আমার steemit ইউজারনেম @itznur। আমার বয়স ১৮ বছর। আমি একাদশ শ্রেণির (HSC 1st year) একজন স্টুডেন্ট। স্টুডেন্ট হিসেবে আমার একমাত্র কাজ পড়াশোনা হওয়া উচিত।
এছাড়া আমি আমার অবসর সময়ে মুভি দেখতে, গান শুনতে এবং অনলাইনে ব্রাউজিং করতে পছন্দ করি। আমি যদিও একজন ছেলে, তারপরেও আমার বাইরে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগেনা। সেদিক দিয়ে আপনি আমাকে একজন ঘরকুনো (Intovert) হিসেবেই ধরে নিতে পারেন। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। তাই আমার আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং সব সময় আগলে রাখতে চান । তাই তিনি আমাকে ছোটবেলা থেকেই বেশি একটা বাইরে যেতে দিতেন না।

20230523_181141.jpg

20230203_123544.jpg

হ্যাঁ, উপরের ছবির ওইটা আমি। এবার আসা যাক আমি কেন এবং কিভাবে steemit সাইটটিতে আসলাম।

আমার ছোটবেলা থেকেই একটা শখ ছিল। আমার সেই শখটি হল কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। একদম ছোটবেলা থেকেই আমি এ সম্পর্ক অবগত ছিলাম। যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে আমার একদম পরিষ্কার ধারণা চলে আসে যে কিভাবে অনলাইন থেকে মানুষজন টাকা রোজগার করে। এবং কিভাবে তারা ফ্রিল্যান্সার, আপ ওয়ার্ক, ফাইবারের মতো সাইটে কাজ করে থাকে। তো আমি এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে দেখা শুরু করি। একটু রিসার্চ করার পর যা বুঝলাম, যে অনলাইনে কাজ করতে হলে সর্বপ্রথম আমার একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা প্রয়োজন। কিন্তু দুটোর একটিও আমার কাছে ছিল না। সেই মুহূর্তে শুধু আমার হাতে ছিল একটা 2gb ram এর এন্ড্রয়েড মোবাইল ফোন। তো আমি সেটা দিয়ে রিসার্চ করা শুরু করি, কিভাবে মোবাইল দিয়ে আর্ন করা যায়। অনেকে বলে মোবাইল দিয়ে সম্ভব না অনেকে বলে সম্ভব। তো এর মাঝে অনেক কিছু হয়ে যায় অনেক রিসার্চ করি এবং ফাইনালি আমি কিছু ওয়েবসাইটস খুঁজে পাই যেগুলো দিয়ে ফোন থেকে ইনকাম করা যায়। ফোন দিয়ে আমার প্রথম ইনকাম হয় ২০২০ সালে যখন আমি ক্লাস নাইনে পড়াশোনা করি। আমার প্রথম আর্ন করা এমাউন্ট ছিল 1$ যেটা আর্ন করতে আমাকে এক মাস কষ্ট করতে হয়েছে। কিন্তু এই এক ডলারকে যখন আমি বাংলা ৮৪ টাকায় কনভার্ট করলাম তখন আমি অত্যন্ত আনন্দিত বোধ করলাম।

আচ্ছা ঐসব বিষয়ে না হয় অন্য কোন দিন আলোচনা করা যাবে। এখন বলি আমি কিভাবে steemit সাইটে আসলাম। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি অনলাইনে ব্রাউজিং করতে পছন্দ করি এবং বিভিন্ন ধরনের আর্নিং ওয়েবসাইট খুঁজে বের করার চেষ্টা করি। সেভাবে, আমি এই সাইটটিকে খুঁজে পেয়েছি।

একজন স্টুডেন্ট হিসেবে আমি সবসময় চেয়েছি যে নিচের একটা আর্নিং সোর্স করে রাখতে। আসলে আমি আমার পরিবারের উপর dependent থাকতে চাই না। এবং আপনারা বলতে পারেন যে, অনলাইনে আর্নিং করার বিষয়টা আমার কাছে একটা নেশার মতো। কিন্তু আমার অন্য সবার মত কম্পিউটার বা পিসি অথবা ল্যাপটপ নেই।তাই আমি আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই সব সময় চেষ্টা করে থাকি। কিন্তু বিগত বেশ কয়েক মাস যাবত আমার অনলাইন আর্নিং এর সবকিছু বন্ধ করে দিতে হয় ।
কারণ আমার পরিবার অনলাইনে টাকা ইনকাম করার ব্যাপারটা বেশ একটা পছন্দ করত না। তারা মনে করত আমি মোবাইল ফোনের অধিক সময় ব্যয় করছি। আমি আমার এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়ে আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। নিচে আমি আমার Educational background দিয়ে দিচ্ছি :

PSC (2015) : Golden A+ with talentpool scholarship.
JSC (2019) : Golden A+ with talentpool scholarship.
SSC (2022) : Golden A+ with 1237/1300 marks.
HSC (2024) : Upcoming.

20230526_011502.jpg

আমি এখন আমার পাবনা জেলার সবথেকে স্বনামধন্য কলেজ, Govt. Edward College, pabna তে অধ্যায়নরত আছি। আমার এই প্লাটফর্মে যুক্ত হওয়ার কারণ হলো যাতে আমি আমার পড়াশোনার পাশাপাশি নিজেকে ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট দিতে পারি।

আমি জানি আমার এই পোস্টটি অনেক বোরিং হয়েছে। জানিনা আমার সম্পর্কে আপনাদেরকে কতটুকু জানাতে পেরেছি। যেহেতু এটা আমার প্রথম পোস্ট তাই বিভিন্ন ধরনের ভুল হওয়াটা স্বাভাবিক। আশা করছি আপনারা সবাই আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধন করে দিবেন।

আমি একাউন্ট করার পর থেকেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে ঘোরাঘুরি করছিলাম। কমিউনিটিতে সব বাঙ্গালীদের প্রতি বাঙালির সুন্দর ব্যবহার এবং বন্ধুত্বপূর্ণ আচরণ আমাকে অনেক মুগ্ধ করে। তাই আমিও চাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য হতে। আশা করি আপনারা আমাকে সাদরে গ্রহণ করে নিবেন।

আজ আর লিখছে না। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এই ভাবে ভেরিফিকেশ পোস্ট করলে তা গ্রহণযোগ্য হবে না, এই link ফলো করে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করুন।

https://steemit.com/hive-129948/@hafizullah/3hnhiw-or-or