বেকারত্ব একটা অভিশাপের নাম …!!!

in hive-129948 •  3 months ago  (edited)

20240831_021106.jpg
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন …? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা বাংলাদেশের খুবই একটি কমন নাম,বেকারত্ব। এখন দেশের দিকে তাকাইলে বুঝতে পারবেন বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়েই বেকার হতে পারেন আপনিও তাই তো আপনি আজ এখানে। হ্যাঁ ভাই আমিও বেকার। বেকার হওয়া কিন্তু আমাদের মত ছেলে মেয়েদের জন্য খুবই ভয়ংকর। তবে তেমন সমস্যা হয় না বললেই চলে কিন্তু ছেলেদের বেকার মানাই না। একটা বেকার ছেলেই জানে তার জীবন টা কেমন ছিলো আর বর্তমানে কেমন যাচ্ছে।ফ্যামিলি থেকে যখন কথা শুনায় সেই সময় টা ভাষায় বর্ণনা করার মত না।তবে তাদের দিক থেকে তারা ঠিক ই আছে আর কতকাল আমরা বাবা মায়ের গাড়ের বোঝা থাকব। আমার কথা যদি একটু বলি তাহলে কিছুটা বুঝতে পারবেন। কখন দিন শেষ হয়,কখন রাত শেষ হয়ে প্রভাত নামে কিছুই বুঝিনা,মাথার ভেতরে একটাই চিন্তা কিভাবে একটা চাকুরী পাবো, কিভাবে সংসারের হাল টা ধরব।আর কতকাল বাবার মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম খেয়ে আরাম আয়েসে থাকব।এরকম একটা চিন্তা প্রত্যেক টা ছেলের মাথায় ই থাকে। হইতো অনেকের অনেক প্লান ই আছে ভবিষ্যৎ নিয়ে কিন্তু আর্থিক সমস্যার কারণে সেটাও সম্ভব হচ্ছে না। এই অভিশপ্ত বেকারত্ব নিয়ে যদি লিখতে যায় রাত শেষ হয়ে যাবে, তাই আজ আর বেশি কিছু লিখছি না। আপনার মুল্যবান সময় নষ্ট করছি না। তবে যাওয়ার আগে একটা কথা কিভাবে বেকারত্বের অবসান ঘটানো যায় সে বিশেষ পালাক্রমে লিখব আমি। বাকিটা আপনাদের সাপোর্টের ওপর নির্ভর করছে।

          !!!…আল্লাহ হাফেজ…!!!
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!