আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। মৃত্যু মানুষের জীবনে অবধারিত। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেউ আগে আর কেউ পড়ে, এই হচ্ছে ব্যাবধান। মরণের পর শুরু হয় নতুন জীবন। সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে অনন্ত কাল থাকতে হবে।
মরণের পরের জীবন কে আমিরাতের জীবন বলে। এই জীবনে মানুষ তার কর্মের ফল ভোগ করবে।মহান আল্লাহ তায়ালা বিচার দিবসে যাদের দয়া করবেন তারা জান্নাত লাভ করবে। আর পাপিরা যাবে জাহান্নামে। জান্নাতে সুখের কোন শেষ নেই আর জাহান্নামে আজাবের শেষ নেই।
আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাচতে চাই তাহলে আল্লাহ হুকুম মেনে জীবন যাপন করতে হবে। তা না হলে আমাদের ঠিকানা হবে অই জাহান্নাম। তাই বলি প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই ৫ ওয়াক্ত নামায আদায় করি যেন আল্লাহ তায়ালা আমাদেরকে মাফ করে দেন। নামায ছাড়া মানুষ মুসলিম থাকে না।আমাদের নবী (সা:) বলেন মুসলিম আর অমুসলিম এর মধ্যে পার্থক্য হলো নামাজ।
যদি আমার কথায় কোন ভুল হয় আশা করছি মাফ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো লেখালেখি তে।