গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ।গাছ ছাড়া কোনো মানুষই বাচতে পারে না। এমনকি কোন প্রাণী যেমন : গরু,ছাগল,হাস,মুরগি ইত্যাদি অক্সিজেন ছাড়া বাচতে পারে না। আর এই অক্সিজেন আসে গাছ থেকে। সুতরাং প্রাণিদের বাচার জন্য গাছ এর ভুমিকা অপরিসীম। তাই আমরা বেশি করে গাছ লাগাব এবং কোনো কারণ ছাড়া গাছ কাটব না।
আমাদের দেশের গ্রামে গঞ্জের মানুষেরা চুলায় বা উনুনে রান্না-বান্নার কাজ করে থাকে। এই রান্নার কাজ করার জন্য আগুনের প্রয়োজন।আর আগুন জালানোর জন্য দরকার হয় খরি বা গাছের ছাল। মানে গাছ থেকে আমরা জালানির জন্য কাঠ বা ছাল পেয়ে থাকি। তাই দিয়ে আগুন জালাই।
আমাদের ঘরকে সাজানোর জন্য প্রয়োজন আসবাবপত্র। আর আসবাবপত্র বানানোর জন্য কাঠ প্রয়োজন। আর এই কাঠ আমরা গাছ থেকে পাই। কাঠ দিয়ে বানানো হচ্ছে দরজা,জানালা,টেবিল,ব্রেঞ্চ,চেয়ার সহ ইত্যাদি জিনিস।
মোট কথা আমাদের জিবনে চলতে ফিরতে গাছ একটি গুরুত্বপূর্ণ জিনিস।তাই আমরা সবাই গাছএর চারা রোপণ করে আমাদের পরিবেশ কে বাচাবো।