//ঈদুল আজহার নামাজ //

in hive-129948 •  3 months ago 

IMG_20240617_082631_199.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ বুধবার আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল আমাদের মাঝ থেকে। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না তেমনি প্রতিটা মুহূর্ত আমাদের থেকে চলে যায় তা আমরা মূল্যায়ন করি না। ঈদুল আযহার নামাজ মনে হচ্ছিল কিছুদিন আগে পড়লাম আবারও আমাদের মাঝে ঈদুল আযহার নামাজ চলে এলো একটি বছর পার হয়ে গেল আমাদের মাঝ থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে ঈদের নামাজ শেষে বাড়িতে গিয়ে হালাল পশু কোরবানির জন্য আমরা প্রস্তুতি নেই। যেমন উট দুম্বা ছাগল ভেড়া আরো অন্যান্য পশু আল্লাহতালার নামে কোরবানি করে থাকি।

IMG_20240617_080613_279.jpg

এবার ঈদুল আযহার নামাজ পড়তে গিয়েছিলাম আব্বার সাথে। আমাদের এই ঈদগায় নামাজ পড়তে কত না ভালো লাগে অনেকজন বাহিরে চাকরিজীবী থাকে সবার সাথে দেখা হয় ঈদের ওয়াজিব সালাত আদায়ের শেষে সবাই কোলাকুলি এবং আরো ওয়াজিব কাজ করা হয়। সবাই একত্রে নামাজ পড়তে যেন অনেক স্বাচ্ছন্ন বোধ করি। কত মানুষের সাথে আমাদের দেখা হয় অনেকে বাহিরে চাকুরিজীবী এবং অনেকে বাহিরে কাজে ব্যস্ত থাকেন ঈদের ছুটিতে ঈদগায়ে নামাজ পড়তে সবাই মশগুল হয়ে ওঠেন। নামাজ শেষে আমাদের ইমাম সাহেব খুতবা পাঠ করছিলেন আমরা মনোযোগ সহকারে খুতবা শুনছিলাম। খুতবার শেষে মোনাজাত হবে সেই সময় ঈদগাহের কাজের জন্য চাঁদা উঠানো হচ্ছিল অনেকেই মুক্ত হস্তে দান করেছিল।

IMG_20240617_080605_808.jpg

ঈদগাহের কাজের জন্য আমরা সবাই মিলে চাঁদা উঠিয়ে থাকি। ঈদগাহে কাজের জন্য ঈদগাহে অনেক কাজ বাকি রয়েছে এখনো আমাদের। ঈদগাহে টাইলস পড়া এবং ঈদগাহের যাবতীয় কাজ আমাদের ঈদগাহের সভাপতি করে থাকেন। ঈদগাহে কাদের জন্য আমরা সবাই একত্রে দান করে থাকি।

IMG_20240617_082631_199.jpg

ঈদগাহে ঈদুল আযহার নামাজ শেষে আমরা সকল বন্ধুরা মিলে একটি ছবি উঠেছিলাম এবং আমরা সবাই মিলে কোলাকুলি করেছিলাম। আশা করি ঈদুল আযহার নামাজ এর কিছু মুহূর্ত আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সময় এখন খুব তাড়াতাড়ি চলে যায়। আমাদের মাঝে থেকে আরো একটি বছর হারিয়ে গেলো। ঈদগাহ ময়দানে নামাজ পড়ার আনন্দ অন্যরকম সেটা আমি অনেক দিন থেকেই মিস্ করছি। নামাজ শেষে বন্ধুদের সাথে ছবি তুলেছেন খুব ভালো করেছেন। আপনার অনূভুতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

অনেক সুন্দর একটা পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কে কেন্দ্র করে আমাদের অনেক বেশি মজা হয়। কারণ আমরা এই ঈদের কারণে গ্রামের সকল মানুষ একত্রিতভাবে নামাজ আদায় করার সুযোগ পাই। সকল চাকরিজীবী মানুষেরা গ্রামে ঈদ উদযাপন করার জন্য চলে আসে এই জন্য আরো বেশি ভালো লাগে।