সুস্বাদু মাছ ভাজির রেসিপি(১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  last year 

IMG_20230618_193314.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ রবিবার জুন, (১৮-৬-২০২৩) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সুস্বাদু মুচমুচে মাছ ভাজার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে।

রেসিপি তৈরির উপাদান

ক্রমিক নম্বরউপাদান
মাছ ভাজি
সয়াবিন তৈল
শুকনা মরিচের গুঁড়া
লবণ
হলুদের গুঁড়া
পানি

🍲০১ 🍲

IMG_20230618_192903.jpg

প্রথমে মাছ গুলো সুন্দর ভাবে আইস ছাড়িয়ে নিয়েছে। নেওয়ার পরে লবণ মাখিয়ে একটি বাটিতে রেখেছি এর মধ্যে একটি সেলফি উঠে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

🍲০২ 🍲

IMG_20230618_192933.jpg

এবার আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মিক্সড করে নিয়েছে মাছ দুই টিকে।

🍲০৩ 🍲

IMG_20230618_192957.jpg

এবার আমি কড়াই এর ওপরে সোয়াবিন তৈল ঢেলে দিয়েছি। সোয়াবিন তৈল কিছুক্ষণ গরম হওয়ার পরে মিশ্রিত মাছ একটি উঠিয়ে দিয়েছে কড়াই এর উপরে।

🍲০৪ 🍲

IMG_20230618_193027.jpg

ঠিক একই ভাবে আমি আরেকটি মাছ উঠিয়ে দিয়েছে কড়াইয়ের উপরে।

🍲০৫ 🍲

IMG_20230618_193104.jpg

দুইটি মাছ অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কড়াইয়ের উপরে। অনেক সুন্দর সুভাষ বের হয়েছে ভাজা মাছের।

🍲০৬ 🍲

IMG_20230618_193151.jpg

বোঝা যাচ্ছে মাছের এক পিট সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তাই আমি একটি মাছ উল্টিয়ে দিয়েছে খুন্তি দিয়ে।

🍲০৭ 🍲

IMG_20230618_193219.jpg

ঠিক একইভাবে আমি আরেকটি মাছ উল্টিয়ে দিয়েছি মাছ দুটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে। মাছ দুটি অনেক সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে। এভাবে মাছ ভেজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই ছিল আজ আমার সুস্বাদু মাছ ভাজার রেসিপি।

🍲০৮ 🍲

IMG_20230618_193314.jpg

মাছ ভাজার পরে একটি বাটিতে রেখে একটি সেলফি উঠিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার মাছ ভাজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাজা মাছ খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। মাছ ভাজার পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সয়াবিন তেল দিয়ে ভাজা মাছ দুটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সমস্যা নেই ভাই খেতে ইচ্ছে করলে এক মিনিট হেঁটে চলে আসবেন আমার বাসায়। সুস্বাদু মাছ ভাজা খেতে।

মাছ ভাজা খেতে সবসময়ই অনেক ভালো লাগে।এই ধরনের মাছ গুলো রান্নার চেয়ে ভাজপ করে খেতেই বেশি সুস্বাদু হয়।আমি মাঝে মাঝেই মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেয়ে থাকি।সাধারণ একটি রেসিপি হলেও অনেক লোভনীয় লাগছে।আর এই লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন এই ভাবে মাছ ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ।

মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর করে মাছ ভাজি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বিশেষ করে সকালে পান্তা ভাতের সাথে মাছ ভাজি খেতে খুবই দারুণ। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাই অসাধারণ কথা বলেছেন পান্তা ভাতের সাথেও মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে শুভকামনা রইল আপনার জন্য।

আমরা হলো মাছে ভাতে বাঙালি। মা যেভাবে রান্না করুক না কেন খেতে আমরা খুবই পছন্দ করি। আপনি মাছ ভাজি করেছেন। মাছ ভাজি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনি চমৎকারভাবে মাছ ভাজা রেসিপিটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

একদম ঠিক কথা বলেছেন ভাই আমরা মাছে,ভাতে বাঙালি, আর মাছ গরম ভাতের সাথে খেতে দারুন লাগে ধন্যবাদ।

সুস্বাদু মাছ ভাজির রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে,এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

সমস্যা নেই ভাই খুব খেতে ইচ্ছে করলেই চলে আসবেন দাওয়াত রইলো।

কিছু কিছু মাছ আছে যেগুলো রান্না করার চেয়ে, ভাজি করে খেতে খুব সুস্বাদু লাগে। এই মাছগুলোও তেমন। ভাজি করে খেতে নিশ্চয়ই দারুণ লেগেছিল। গরম ভাতের সাথে মাছ ভাজি খেতে খুব ইয়াম্মি লাগে।

রেসিপি তৈরির উপাদান
ক্রমিক নম্বর উপাদান
১ মাছ ভাজি
২ সয়াবিন তৈল
৩ শুকনা মরিচের গুঁড়া
৪ লবণ
৫ হলুদের গুঁড়া
৬ পানি

উপকরণ এর মধ্যে মাছ ভাজি হবে কেনো? আশা করি ঠিক করে নিবেন।