বৃষ্টির দিনের হাতিরঝিল (পর্ব ১) || 10% Beneficiary To @shy-fox

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালবাসা।আশা করি সবাই যার যার অবস্থান থেকে ভাল আছ, ভাল থেকো এই কামনা রইল নিরন্তর।

আজ আমি ঢাকার প্রাণ কেন্দ্র প্রাণবন্ত একটি জায়গা আমার মোবাইলের ফটোগ্রাফারের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব, জায়গাটির নাম হয়তো শুনার বা জানার অপেক্ষা করছেন ? সে আর কোথাও নয় সে হল আমাদের চির পরিচিত জায়গা হাতিরঝিল । আমি আজ বৃষ্টিভেজা হাতিরঝিলের কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরব ।

দৃশ্য নাম্বার ১ঃ-

Cute-Black-Wallpaper-8-715x1271.jpg

সে হল হাতির ঝিলের মুল ফটক রামপুরা, এখান থেকে আপনি চাইলে ঢাকার যে কোন প্রান্তে যেতে পারবেন। তবে মগবাজার গুলশান কারওয়ান বাজার যেতে পারবেন খুব আরাম আয়েশে যানজট মুক্ত রাস্তা।

দৃশ্য নাম্বার :- ২

IMG_20211226_145403.jpg

IMG_20220111_175313.jpg

IMG_20220603_095202.jpg

IMG_20220603_183747.jpg

ঢাকা শহর নৌকা করে গুলশান কারওয়ান বাজার যাওয়া সে এক কাল্পনিক মনে হয়, তবে এখন আর কাল্পনিক নয় বাস্তবেই এখান থেকে আপনি নৌকা করে গুলশান কারওয়ান বাজার যেতে পারবেন, সত্যিই অ সাধারণ ওয়াটার বাস ভ্রমণ ।

দৃশ্য নাম্বার :- ৩

IMG_20220620_100637.jpg

IMG_20220620_101204.jpg

IMG_20220620_095341.jpg

IMG_20220620_095502.jpg

এই যে রাস্তাটা এখানে হাজারো লোকের সমাগম হয় যে কোন সরকারী ছুটির দিনে, আবার ভালবাসার মানুষের সাথে গল্প করার সু ব্যবস্থা করা আছে রাস্তার পাশে ইটের বেন্জ বসানো আছে আপনি চাইলে পৃথিবীর সব ভালবাসার কথা বলতে পারবেন কেউ বাধা দিতে আসবেনা।

দৃশ্য নাম্বার :- ৪

IMG_20220620_100522 (1).jpg

IMG_20220620_101208.jpg

সে হল কৃষ্ণ চূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুল চিনেনা এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে, ভালবাসলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করার মজাই আলাদা, আবার ভালবাসা দূরে সরে গেলে সেই কৃষ্ণচূড়ার গাছের নিচে গিয়ে ভালবাসাকে মনে করে তা নাহলে শিল্পীরা কেন এভাবে গায়, বাদশা বুলবুল গেয়েছেন । সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি মরেছে মনের যত আশা,আবার বেবী নাজনীন ম্যাডাম গেয়েছেন, সেই আঠারো বছর পরে পুরনো দিঘির পাড়ে একাএকা এলাম যখন দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন । এমন বহু গান আছে এই কৃষ্ণচূড়া ফুল গাছ নিয়া, আর সেই ফুল গাছটা যেন হাতিরঝিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, ঠিক যেন মেয়েদের ঠোটে লিপস্টিক দিলে যেমন চেহারায় আলাদা সৌন্দর্য ফুটে উঠে । ঠিক তেমনি সৌন্দর্য ফুটিয়ে তোলেছে হাতিরঝিলে কৃষ্ণচূড়া ফুল গাছ গুলো।

দৃশ্য নাম্বার :-৫

এ একজন বুড়ো মানুষ যার প্রথম ভাললাগা ছিল ক্রিকেট খেলা কিন্তু সময়ের সাথে সাথে ভাল লাগা গুলোও যেন পাল্টে গেছে, এখন তার ভাল লাগে পুরানো দিনের গান শুনা, এক সময় এই বুড়া লোকটি ছিল এক হাসির খোরাক, যেখানেই যেত সব মাতিয়ে রাখত আর আজ সময়ের তালে তালে এই হাসি গুলোও যেন বিলিন হয়ে গেছে, এই জীবনের যত হাসি গান গিয়েছে চলে আমাকে ছেড়ে অজানা দূরে। এই গানটাই যেন এই বুড়া মানুষের প্রিয় একটি গান, আর এই বুড়া মানুষটা আর কেউ নয় সেটাই আমি, কারণ নিয়ম অনুযায়ী সেল্ফি দিতে হয় তাই দিলাম, আজ এই পর্যন্তই আগামীতে কথা হবে অন্য কোন জায়গায় বা অন্য পর্বে সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগের সাথে থাকুন,
আর হ্যা একটি কথা যেহেতু আমাদের দেশে বর্ষাকাল চারিদিকে পানি আর পানি তাই আপনার আদরের সোনা মনিকে চোখে চোখে রাখুন, কারণ একটি দূর ঘটনা সারা জীবনের কান্না

IMG_20211230_192134.jpg

Device : VIVO Y91C;
Location : Link

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টির দিনে হাতিরঝিল দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টির পানি পড়ে প্রকৃতি যেন স্নিগ্ধ হয়ে গেছে। আপনার পোস্টের মাধ্যমে আপনি হাতিরঝিলকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে আপনার সুন্দর উপস্থাপনা। সব মিলিয়ে খুব সুন্দর একটি পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

হাতিরঝিলের অপরূপ সৌন্দর্য আপনি খুব চমৎকার করে আপনার পোস্টে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এই বিষয়টি আমার কাছে আশ্চর্য লাগে যে ঢাকা শহরের বুকে নৌকা যোগে গুলশান ও কারওয়ান বাজার যাওয়া যায়। আসলে ঢাকা শহরে যতগুলো সুন্দর জায়গা আছে তারমধ্যে হাতিরঝিল অন্যতম। এর সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আমার কাছে আসলে এই বিষয়টা একটু আশ্চর্য লাগল যে নৌকায় করে গুলশান দিয়ে কারওয়ানবাজার যাওয়া লাগে। তাছাড়া আর সবকিছু বেশ ভালো লেগেছে। তাছাড়া আপনি দেখলাম অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। আর আমাদের মাঝে পোস্টটি অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন।

বৃষ্টির দিনে হাতিরঝিলের খুবই চমৎকার একটি দৃশ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর মুহূর্তটা দেখে মনে হচ্ছে সন্ধ্যেবেলা একটু হাতিরঝিলে যাওয়াটা খুব দরকার। ধন্যবাদ আপনার সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

স্বাগত, আপনি এসে দেখে যেতে পারেন সন্ধ্যাবেলায় হাতিরঝিলের সৌন্দর্য,,,

হাতির ঝিল অনেক সুন্দর একটা জায়গা। আমি অনেকবার ঘুরতে গেছি সেখানে। আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম।

অনেক অনেক ধন্যবাদ,, আশা করছি দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে, ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার বাংলা ব্লগের সাথেই থাকবেন,,

আপনি খুব চমৎকারভাবে বৃষ্টির দিনের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন । সত্যি আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে বৃষ্টির দিনে হাতিরঝিল দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ফটোকপি গুলো বেশ অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য ও শুভকামনা রইল নিরন্তর,,

হাতিরঝিল আমি কয়েকবার গিয়েছি জায়গাটা খুবই সুন্দর। আর এই বৃষ্টির দিনে তো প্রকৃতি আরও সতেজ হয়ে উঠেছে। আপনি এই প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,

বৃষ্টির দিনে হাতিরঝিলের দৃশ্য পটভূমি দেখে খুবই ভাল লেগেছে। আসলেই বৃষ্টির দিনে এই রকম অনুভূতি উপভোগ করা টা খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার হাতিরঝিলের কাটানো মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ, ভাল থাকবেন,