নারী দিবস || 10% Beneficiary To @shy-fox

in hive-129948 •  3 years ago 

নারী মানে প্রতিটি পুরুষের শিড় দাঁড় মানে মানে ।নারী তুমি অপ্রতিরুদ্ধ নারী তুমি মমতাময়ী । নারী তুমি প্রতিটি পুরুষের অনুপ্রেরণা নারী তুমি সাহসী । নারী তুমি নিজের জীবন বাজী রেখে গভধারনী । তাই আজ নারী দিবসে তোমাদের কে অন্তরের অন্তস্তল থেকে জানাই অভিনন্দন ।

আমি আমার মাকে দেখেছি সে কিভাবে তার সংসারের জন্য তার সংসার কে সামনে এগিয়ে নেওয়ার জন্য কত কিছু বিসর্জন দিয়ে সংসারের রশিটুকু ঠেনে ধরে রেখেছে সেই সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে সংসারের যুদ্ধে নেমে গেছে কখনো তার শরীরের খেয়াল টুকুও করেনি আমাদেরকে সময় মত খাইয়ে স্কুলে পাঠানো বাবাকে তার সময় মত কাজে পাঠানো আবার দুপুরের রান্নার কাজ আহা মা সব সময় কাজে থাকতো ।

IMG_20220111_175313.jpg

ছবির উৎস:

সে তো গেল মায়ের কথা।এখন আসি বউয়ের কথায় সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে সংসারের কাজ সকাল সাতটায় বড় ছেলের কলেজ আটায় ছোট ছেলের স্কুল নয়টা আমার অফিস আবার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তার পরও সময় মত সবার খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে স্কুলে যায় এভাবেই দিন আমাদের যায়। নারী আসলেই একটা মহিষীনারী যেমন চা কর্মী পোশাক কর্মী আমাদের দেশে শত করা আশি ভাগ পোশাক কর্মীদের মাঝে।

নারীই আশি ভাগ অথচ আমরা তাদের কে অবহেলায় রেখে দেয় পোশাক কর্মী বলে তাদেরকে অবহেলা করি । আসলে কি ঠিক। আমি মনে করি ঠিক না তারা আমাদের দেশের অনেক সুনাম অর্জন করছে আমারা তাদেরকে সম্মান করা উচিত কিন্তু আমরা তা না করে উল্টো অসস্মানটাই বেশি করি ।

আসুন আমরা আজ নারী দিবসে ওয়াদাবদ্ধ হয় যে আমরা সব সময় সব বয়সের সব শ্রেনীর নারীদের সাথে আত্মসম্মান বোধ রেখে কথা বলি।তাদের কে অবহেলা না করি তাদের প্রতি দৃষ্টি ভংগী ভালকরি, পরিশেষে পৃথিবীর সকল নারীদেরকে নারী দিবসের শুভেচছা । ভাল থাকোক পৃথিবীর সমস্ত নারীরা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নারী দিবস উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো পোস্ট টিতে সুন্দর করে আপনার অনুভূতি শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া।

ঠিক বলেছেন ভাই নারী ও একজন যোদ্ধা। আপনার পোস্টটা পড়ে নারীদের প্রতি শ্রদ্ধা যেন আরো বেড়ে গেল। আপনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের মাঝে সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন । বিশেষ করে আপনার যুক্তিশীল মতামতগুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে । ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

নারী দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সকল নারীদের শ্রদ্ধা নিবেদন করি ।আপনি নারী দিবসের অনেক বিষয় ও তথ্য মূলক কথা তুলে ধরলেন পড়ে অনেক ভালো লাগলো ।অনেক কিছু জানতে পারলাম আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলেছেন ভাইয়া। আসলেই নারীদেরকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। আমাদের সবারই উচিত নারীদেরকে তাদের মত করে বাঁচতে দেওয়া এবং তাদের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা। একটি পুরুষ সফলতার পেছনের বড় অবদান রাখে একটি নারী। তাই আমাদের নারীদের কে সম্মান করতে হবে।

হ্যাঁ ,ভাইয়া ঠিক বলেছেন। পৃথিবীর সকল সাফল্যের পিছনেই নারী পুরুষের সমান অবদান রয়েছে।