হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে শিক্ষণীয় একটি পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। আসলে মানুষ অনেক রকমের আছে। টাকা পয়সা দিয়ে মানুষ উঁচু এবং নিচু আছে। তেমনি আচার ব্যবহারের দিকেও মানুষ উঁচু এবং নিচু মানের আছে। আবার মানুষের মধ্যে কথার মধ্যেও কিছু লোক আছে আকাশ-পাতাল ব্যবধান। এবং কিছু লোকের কথা হচ্ছে বন্দুক এবং তীরে সে ভয়ংকর। তাদের কথাগুলো শুনলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আবার কিছু মানুষের ব্যবহার অত্যন্ত মধুর। তাদের কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়।
এবার আসা যাক নিচু লোকের কথা। আসলে কিছু লোক আছে নিচু। এই লোকগুলো কথা হয় ভয়ংকর। এদের ব্যবহার হয় অশ্লীল বাক্য। এবং এই লোকগুলোর বড় হাতিয়ার হচ্ছে তাদের কথা। তারা কথা এমন ভাবে বলবে মানুষকে যা শুনলে অনেকের কানে হাত দিয়ে দেয়। কারণ তাদের কথাগুলো হয় নোংরা এবং খারাপ। একেক কথা শুনলে মানুষ মন চাই ওইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কারণ ওই কথাগুলো শোনার আগে তারা ওইখান থেকে চলে গেলে মনে করে সেটি উত্তম। আর এই লোকগুলোর কথা শুনতে অনেকে পছন্দ করে না।
এবং ওই লোকগুলো হচ্ছে নিচু লোক। এদের ব্যবহারে মানুষকে কষ্ট দেয়। একজন ভদ্র মানুষের ব্যবহার মানুষকে সম্মান করে এবং ইজ্জত করা শিখায়। আর একজন নিচু লোকের মানুষের কথা শুনলে মানুষ ভয়ে পালায়। কারণ তাদের প্রথম হাতিয়ার হচ্ছে মুখের অশিল বাক্য। একেক বাক্য শুনলে মানুষ মনে করে মরে যেতে। এই ধরনের লোকগুলো সব জায়গাতে কম বেশি আছে। তবে এই লোকগুলো টাকার দিকে গরিব না। তাদের আসার ব্যবহারের দিকে তারা নিচু। হয়তো আমরা অনেকে মনে করে টাকা পয়সা যার বেশি আছে সেই উঁচু। আর যার টাকা নেই সে নিচু। এটি একদম ভুল ধারণা।
কারণ মানুষের আচার ব্যবহারের দিক দিয়ে ভালো-মন্দ যাচাই করা হয়। তেমনি আচার ব্যবহারের মধ্যে মিষ্টি এবং তিতা আছে। আর তিতা লোকের কথা হয় বিষাক্ত। নিচু লোকের কথা শুনলে আপন মানুষ ও তার সাথে কথা বলতে চাই না। কারণ এই লোকগুলো খুব খারাপ। তাদের কথার কারণে মানুষ তাদেরকে ভয় পায়। তারা নিজেরাও জানে তাদের কথা হচ্ছে বড় হাতিয়ার। যেখানে সেখানে বড় জোরে খারাপ ব্যবহার করে ফেলে। এই লোকগুলো কারো আপন হলো বিপদ। কারণ কোন সময় কোন কথা বলে কার মান ইজ্জত নষ্ট করে। এবং এই লোকগুলো থেকে দূরে থাকতে অনেকে চাই।
নিচু লোক সব সময় বড় জোরে কথা বলে। কারণ তারা বড় জোরে কথা বলে অন্যকে অপমান করার চেষ্টা করে। তাই এই লোকগুলো এক ধরনের বিষাক্ত মানুষ। তাদের কথার কারণে অনেকে কষ্ট পায়। এবং এই লোকগুলো কাউকে সম্মান করতেও জানেনা। এবং এই লোকগুলো আপন পর কিছুই চিনে না। তারা মুখের ব্যবহার দিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে। আর এই লোকগুলোর মুখের আওয়াজও হয় জোরে। নিচু লোকের কথার কারণে তারা তাদের ওজন বুঝিয়ে থাকে। এই লোকগুলো প্রত্যেক সমাজে কম বেশি আছে। আর এইসব লোক থেকে দূরে থাকাই উত্তম। কারণ তাদের কথা এক ধরনের বিষ পাওয়া যায়। এবং তাদের বাক্য হয় অশ্লীল। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1875157125900681216?t=p_Y36_-ZB66g-YObxWJqOg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শ্বশুর আমাকে বলতেন, নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে তাদের মুখের অশ্লীল বাক্য। আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো পড়ে। সবচেয়ে ভাল হবে এসব লোকের সাথে তর্কে না জড়ানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের পোস্ট লেখার বিষয়টি খুবই সত্যি। নিম্ন লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।আপনি এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।খুবই ভালো লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই বিষয়টি নিয়ে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া একদম ঠিক বলেছেন। আমাদের আশেপাশে এরকম মানুষ অনেক আছে ভাইয়া।কথাগুলো শুনলে মরতে ইচ্ছা করে।একদম বাস্তব কথা বলেছেন আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই।কথাগুলো আমার বেশ লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট পড়ে আমার ভীষণ ভালো লাগলো। সমাজে প্রচলিত অনেকগুলো সুন্দর কথা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যাদের সাথে একটু বেশি কথা বলা হয়ে গেলেই খারাপ বাক্য বলতে শুরু করে দেয়। এ ধরনের মানুষগুলো খুবই খারাপ। কোথায় যেমন আছে কাজেও তেমন মানুষের মুখের কথায় তার পরিচয় পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit