হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি শেয়ার করব ছোট বেলার একটি স্মৃতিচারণ। ছোটবেলার সবাই কমবেশি অনেক স্মৃতি থাকে। এই স্মৃতিগুলো যদি মনে পড়েলে অন্য রকম একটি অনুভূতি আসে। আমি যখন একদম ছোট ছিলাম। তখন আমার বড় বোনের সাথে শুক্রবারে বিটিভিতে বাংলা ছবি দেখতে যেতাম। ওই সময় বাংলা বিটিভি টেলিভিশন ছবিগুলো দেখতে খুব ভালো লাগলো। যখন বিজ্ঞাপন আসতো তখন আমরা বাহিরে গিয়ে একটু হাঁটা হাঁটি করতাম। এরপর ছবি শুরু হলে ছবি দেখতে বসে পড়তাম। ওই সময় আমরা অনেকে মাটিতে বসে বসে ছবি দেখতাম।
আর যাদের ঘরে টেলিভিশন ছিল তাদের অনেক পাওয়ার আছি। যদিও এলাকাতে খুব কম মানুষের টেলিভিশন ছিল। আর যাদের রঙিন টেলিভিশন ছিল তারা তো ছবি দেখার জন্য টাকা নিতেন। আমাদের পাশে এক সমবয়সীদের একটি সাদা কালো টেলিভিশন ছিল। এবং ওই ছেলের সাথে আমরা সব সময় ভালো সম্পর্ক রাখতাম শুধু টেলিভিশনে ছবি দেখার জন্য। এবং ওই ছেলেটির মা আমাদেরকে দিয়ে অনেক কাজ করাতেন। যদি তাদের ঘরে কাজ না করে দিতাম তাহলে শুক্রবারে টেলিভিশনে ছবি দেখতে দিতেন না।
আমার একদিন মনে আছে শুক্রবারে আমাদের ২-৩ জনকে দিয়ে অনেক ধরনের কাজ করিয়েছেন। আমাকে আমার চাচাতো ভাইকে বলেছে বাইরে থেকে গিয়ে তাদের জন্য কচুর শাক নিয়ে আসার জন্য। এবং শাক তাজা হতে হবে। আমরা দুই চাচাতো ভাই গিয়ে নদীর কাছ থেকে তাদের জন্য কচুর শাক নিয়ে আসলাম। আসার পর ছেলেটির মা বলতেছে তাদের ঘরে মাটির চুলা ঠিক করার জন্য কিছু মাটি নিয়ে আসার জন্য। তারপর আমরা তাদের জন্য মাটিও নিয়ে আসলাম। যখন মাটি নিয়ে আসলাম তখন আমাদের ঘরের সবাই জেনে গেল আমরা তাদের কাজ করতেছি।
আমার বড় ভাই আমাদেরকে দেখে ফেলেছেন। এরপর আমাদের দুজনকে অনেক মারধোর করলো। যদিও আমরা কি কারণে মাটি নিতেছি তাকে বলিনি। আসলে শুধু বিটিভি টেলিভিশন শুক্রবারে ছবি দেখার জন্য তাদের এতগুলো কাজ করতেছি। সত্যি বলতে কখনো বসে ছবি দেখতে পারতাম না। হয়তোবা দাঁড়িয়ে নয়তোবা মাটিতে বসে টেলিভিশনে ছবি দেখতাম। যদি তাদের কথা না শুনতাম তাহলে তাদের টেলিভিশনে ছবি বা নাটক দেখতে দিতেন না। এবং আমাদের সাথে তাদের যে ছেলেটি ছিল।
খেলাধুলা করতে যদি সেই ভুল করতেন তাহলে আমরা তাকে কিছু বলতাম না। অনেক সময় ক্রিকেট খেলতে গিয়ে সে প্রথমে আউট হয়ে গেলে তাকে আবার আমরা ব্যাটিং করার সুযোগ দিতাম। কারণ তার সাথে কথা বলে বা ঝগড়া করলে তাদের ঘরে ছবি বা নাটক দেখতে দেবে না এই কারণে। যদিও বর্তমানে বাংলা টেলিভিশনে আমার মনে হয় না কেউ এখন ছবি দেখে। আগে বাড়ি আশপাশের সব ছেলেমেয়ে একসাথে বসে শুক্রবারে টেলিভিশনে ছবি দেখতো। আর এই স্মৃতিগুলো সত্যি এখন মনে পড়লে অন্যরকম লাগে। আসলে দিন দিন আগের মজার দিনগুলো হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার ছোটকালের মজার কিছু স্মৃতিচারণ।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1799052640162304125?t=F6ZuD7xk24WZ4UtzzLm49w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা হাসি পাচ্ছে আমার আপনার কথা গুলো পড়ে।খারাপও লাগছে বেশ আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতো না করলে সিনেমা দেখতে দিতেন না জেনে।সিনেমা দেখার জন্য কতো কাজেই না করে নিতেন আপনাদের কাছ থেকে।বেশ দজ্জাল মহিলা ছিলেন দেখছি।ভালো লাগলো পুরা পোস্ট টি পড়ে।ধন্যবাদ ভাইয়া স্মৃতিচারণ করে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু টেলিভিশনে ছবি দেখার জন্য অনেক কাজ করাতেন এই মহিলাটি। পোস্টটি পড়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন একটি স্মৃতিচারণ করেছেন আপনি। আসলে ছোটবেলায় আমরা ঠিক এভাবে লোকের বাড়িতে সিনেমা দেখার জন্য উপস্থিত হতাম আর বিশেষ করে বৃহস্পতিবার আজ শুক্রবারে সিনেমা হতো। এরপরে লক্ষ্য করেছিলাম শুক্রবার শনিবার সিনেমা হতো। তবে যাই হোক যার বাড়িতে সিনেমা দেখার জন্য আমরা উপস্থিত হতাম তার বাড়ির মানুষের সাথে ঠিক এমনই সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম যেন সিনেমা দেখতে আর সুযোগ পাই। দারুণ স্মৃতিচারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ছোটকালের সবাই কমবেশি এভাবে অন্যের বাড়িতে গিয়ে ছবি দেখতো। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর স্মৃতি স্মরণ করেছে। আসলে ছোটবেলায় তো টিভি অল্প ছিল গ্রামে। তাই এমন অনেক কিছু মাথায় রেখে চলতে হতো। আমাদের সময় আমার মনে রয়েছে আমাদের পাড়ায় তিনটা টিভি ছিল মাত্র। আর আমাদের এই টিভি দেখার জন্য পাড়া থেকে অনেক মানুষ আসতো। অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন সেই স্মৃতিগুলো। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু ওই সময় গ্রামে টিভি অল্প ছিল। এই কারণে যার টিভি ছিল তারা অনেক কিছু বুঝাতো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে অনেক হাসি আসলো। ছোটবেলা টেলিভিশনে ছবি দেখার জন্য তাদের অনেক কাজ করে দিতেন। আসলে কিছু কিছু দজ্জাল মহিলা আছে সুযোগে
সদ্ব্যবহার করে। তবে কারো মা বাবা চায় না ছোট ছেলেমেয়েরা অন্যের কোন কাজ করুক। খুব সুন্দর করে ছোটকালে স্মৃতিচারণ আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়লে এমনিতে এখন হাসি আসে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধুমাত্র শুক্রবারে টেলিভিশনে ছবি দেখার জন্য আপনারা ছোটবেলায় যে পরিমাণ কষ্ট করেছেন, এটা সত্যিই আশ্চর্যের ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল, এজন্য কোনোদিন এতটা কষ্ট হয়তো হয়নি আমাদের। তবে আপনার ছোটবেলার গল্পটা পড়ে কিন্তু অনেকটাই মজা পেলাম। আপনারা এত সময় ধরে দাঁড়িয়ে থেকে কিভাবে সিনেমা দেখতেন, এই ব্যপারটা আমাকে অনেকটা অবাক করলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই ওই সময় সিনেমা দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তবে আপনার মন্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit