হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রমজানের আগের দিন বাজার করতে যাওয়ার মুহূর্ত। আমি যখন মাদ্রাসা থেকে দুপুরবেলায় বাড়িতে আসলাম। তখন আমার ওয়াইফ বলছে বাজারে যাওয়ার জন্য। কারণ মাছ ও মোরগ এবং কোন সবজি ঘরে নেই। তখন আমি তাকে বললাম বাজারে যেতে পারব না। এবং আমার ওয়াইফ বলছে বাজারে যেতে হবে রাত্রে বেলা রান্না করতে হবে। এরপর আমি আমার ওয়াইফ কে বললাম তাহলে তুমি সহ সাথে চলো। তুমি পছন্দ মত বাজার করবে আমি সাথে থাকবো। তখন আমার ওয়াইফও রাজি হয়ে গেল যাওয়ার জন্য। যদিও চৌধুরীহাট বাজার আমাদের বাড়ি থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে।
অল্প কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে কিছুক্ষণের মধ্যে আমরা বাজার পৌঁছে গেলাম গাড়ি নিয়ে। তবে প্রথমে আমি চলে গেলাম মুরগির দোকানে। কারণ মুরগি কিনার পর সাফাই করতে খুব টাইম লাগে। যদিও রমজান উপলক্ষে মুরগির দাম দশ টাকা বেড়ে গেল কিলো তে। তারপর আমি সাড়ে তিন কিলোর মতো মোরগ কিনেছি ১৭০ টাকা করে কেজি। এরপর আমি চলে গেলাম মাছের বাজারে। যদিও মাছ পছন্দ করবে আমার ওয়াইফ শুধু আমি টাকা দিয়ে নেব। তবে অবাক করা বিষয় হচ্ছে মাছের বাজারে গেলাম সবকিছুর দাম অনেক বৃদ্ধি। প্রতিটি মাছের কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে গেল। রমজান উপলক্ষে নাকি মাছের দাম বৃদ্ধি। প্রথমে আমি মাছের দাম জিজ্ঞেস করতে লাগলাম এবং মাছগুলো দেখছি। কারণ বাজারে মাছ কিনতে গেলে একটু খেয়াল করে কিনতে হয়।
কারণ মাছ ব্যবসায়ীরা ভালো মাছ সামনে দিয়ে রাখে এবং খারাপ মাছগুলো ভিতর দিয়ে রাখে। এরপর আমি দেখে দেখে কয়েক প্রকারের মাছ পছন্দ করলাম। তবে মাছের এক ব্যবসায়ীর কাছে মাছের দাম একরকম। কোথাও রুই মাছ বিক্রি করছে ২২০ টাকা আবার কেউ বিক্রি করছে ২৫০ টাকা। তেলাপীয় মাছও ২২০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি করছে বাজারে। তবে আগে তেলাপিয়া মাছ কেজি ১৬০ থেকে ৭০ টাকার মধ্যে আমাদের এখানে পাওয়া যেত। আর পাংকাস মাছ একশো ত্রিশ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যেত। আর পাঙ্গাশ মাছ ও বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকার মধ্যে। এরপর আমি দেখে দেখে পাঁচ থেকে ছয় রকমের মাছ কিনেছি।
যদিও আমি মাছ কম করে কিনলাম। রুই মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ লইট্টা মাছ এবং সুরমা মাছ কিনেছিলাম। সুরমা মাছ খেতে আমার মা অনেক পছন্দ করে। এরপর আমি চলে গেলাম সবজি দোকানে। কারণ আমাদের এই দিকে সবজির দাম এমনিতে কম। আমি সবজি দোকান থেকে কিছু সবজি কিনেছিলাম। তবে আমার ওয়াইফের পছন্দের শিমের বিচি কিনলাম। কারণ শিমের বিচি রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আগে ৬০ টাকা শিমের বিচির দাম ছিল। আর রমজানের আগের দিন ৭৫ টাকা করে শিমের বিচি বিক্রি করছে। তবে পেঁয়াজের দাম বাড়ে নাই। আর অন্যান্য সবজিগুলোর দামও আগের মতই ছিল। তবে মাছের দাম অনেক বেড়ে গেল। আর যে কোন লোক মাছ একসাথে অনেকগুলো কিনতে লাগলো।
এরপর আমি সবজি দোকানে পাশে আরেকটি দোকান থেকে কিছু ইফতারি কিনেছিলাম। যদিও ইফতারে আমাদের দোকান থেকে কিনেছিলাম। শুধু এখান থেকে খাজুর এবং নরমালি কিছু জিনিস কিনলাম। তারপর আমি আমার ওয়াইফ কে বললাম হালকা নাস্তা করতে। যদিও প্রথমে সেই রাজি ছিল না কিছু খেতে। তারপর আমার জোরাজোরির কারণে হোটেলে বসে সিঙ্গারা এবং ঠান্ডা ও চা খেলাম। এবং বাজার গুলো সম্পূর্ণ করার পর নিজের কাছে ভালো লাগলো। তবে আমি চার হাজার টাকা নিয়ে বাজারে গেলাম। আসার সময় আমার কাছে মাত্র ২০০ টাকা ছিল। তখন আমার ওয়াইফ কে আমি বললাম। আমার ওয়াইফ বলছে সব কিছু দাম বেশি এই কারণে। আশা করি রমজানের বাজার করা পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1896817751471362072?t=yMOvBug222VPRdDQQFOOmw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাসে রোজা থেকে বাজার করা সত্যিই মুশকিল হয়ে যায় ভাইয়া। তাই আমরাও রমজান মাসের আগেই বাজার করে রাখি। আপনি বাজারে আপুকে সাথে নিয়ে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। মাছ সবজি সহ অনেক কিছু বাজার করেছেন। সবকিছুর দাম এখন এত বেশি হয়ে গেছে যে কেনাকাটা করাই মুশকিল। আপনি ৪০০০ টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন আর ফেরত এসেছে মাত্র ২০০ টাকা। তবে আমাদের এলাকা থেকে মনে হচ্ছে আপনাদের এলাকাতে মাছের দাম একটু বেশি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমাদের এইখানে রোজার আগের দিন মাছের দাম একটু বেড়ে গেল। না হলে মাছের দাম এমনি কম থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান উপলক্ষে কমবেশি অনেক ধরনের বাজার লাগে। রমজান উপলক্ষে বাজার করেছেন দেখে ভালো লাগলো। ৫-৬ রকমের মাছ কিনেছেন। আরো অনেক কিছুই কিনেছেন রমজান উপলক্ষে। শেষে আবার হালকা খাওয়া-দাওয়া করেছেন। ধন্যবাদ আপনাকে বাজার করার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বাজার করার পর হালকা নাস্তা ও খেয়েছি আমরা। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাসের বাজার করতে যাওয়া অনুভূতি গুলো শেয়ার করেছেন ভাইয়া।আপনার অনুভূতি গুলো জানতে পেরে বাজার বিষয়ে ধারনা পেলাম।রমজান মাস আসার আগেই সবকিছুর দাম বৃদ্ধি করে দেওয়া হয়।এটা ভীষণ খারাপ লাগে।মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো খুব কষ্ট করে নিয়ে থাকে।আপনি আপুকে নিয়ে বাজারে গেলেন।আপু পছন্দ মতো মাছ কিনলেন।ভালো ই করেছেন দুজন গিয়ে।বাজার করার মূহুর্তগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপনাদের আপু পছন্দ মত মাছ কিনেছে। তবে সুন্দর মন্তব্য শুনে নিজের কাছে ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে জানিনা রমজান মাস আসলে কেন সব জিনিসের দাম বৃদ্ধি পায়।যাইহোক আপনি রমজান মাসের খরচ করতে গেছেন এবং দাম অনেক টাই বৃদ্ধি পেয়েছে।তবে কিছু করার নাই, বাঁচতে হলে খেতে হবেই।যাইহোক আপনার সুন্দর মুহূর্তের পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই রমজান আসলে সব কিছুর দাম বৃদ্ধি পেয়ে যায়। তবে আগের থেকে হয়ে আসছে আমাদের দেশে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান উপলক্ষে সবকিছু জিনিসপত্রের দাম একটু করে বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। তাও দেখুন মানুষকে খেতেই হবে। এ হলো এমন একটি জিনিস যা দাম বাড়লেও আমাদেরকে কিনে খেতে হয়। আপনি অনেক রকম মাছ এবং মাংস কেনার মাধ্যমে বাজার করেছেন দেখছি। এবার ভালো করে সেই সব মাছ খাওয়া দাওয়া করুন। তবে বাজার থেকে মাছ কিনতে সব সময় ভালো লাগে। আমি তো নিজে মাছের বাজার যাওয়ার সুযোগ থেকে কখনো নিজেকে বঞ্চিত করি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মাছের বাজারে গেলে নিজে দেখে পছন্দ মতো মাছ কিনা যায়। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit