হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব লাউ নিয়ে পোস্ট। এখন শীতকাল শীতকাল পায় শেষের দিকে। আর এখন সব জায়গাতে শাকসবজি অনেক পাওয়া যায়। আপনারা হয়তো অনেকে জানেন আমরা গ্রামে বসবাস করি। আর এইখানে বিভিন্ন ধরনের শাকসবজি হতে সবকিছু পাওয়া যায়। আর আমাদের এইখানের শাকসবজি বাইরের দিকেও যায়। বর্তমান সময়ে লাউ গাছ প্রত্যেক বাড়িতে কম বেশি দেখা যায়। আর সবাই নিজেদের খাওয়ার জন্য লাউ গাছ লাগাই বাড়িতে। আমাদের এলাকায় একজন লোক লাউ চাষ করেছেন। তার লাউ বাগানে মনে হয় পাতার চেয়ে লাউ বেশি ।
লোকটি আমাদের বাড়ির সামনে দোকান করে। এবং প্রথম থেকে সেই এইখানে লাউ ও অন্যান্য সবজি বিক্রি করে। আর এখন লাউ আমাদের এলাকায় সব জায়গাতে পাওয়া যায়। সত্যি বলতে লাউ এর দাম নেই বললেই চলে। এবং লোকটির নাম হচ্ছে শাহ আলম ভাই। তিনি সকাল বিকাল দোকানের সামনে লাউ রাখে বিক্রি করার জন্য। কালকে দুপুর বেলা সেই সবাইকে ডেকে ডেকে বলছে লাউ সবজির দাম। একটা লাউ মাত্র দশ টাকা। ছোট বড় যে যার মত করে দেখে নেওয়ার জন্য বলছে। আর যে কোন লাউ নিলে মাত্র ১০ টাকা দিতে হবে। এবং এক একটা লাউ ১০ কেজি পর্যন্ত আছে।
তারপরও তার লাউ সবজির কাস্টমার নেই। ১০ টাকা দিয়েও কেউ লাউ নিচ্ছে না। তবে আমি দুপুরবেলা যখন গেলাম। তখন তাকে জিজ্ঞেস করলাম লাউ এর দাম কত। তবে আমি মনে করলাম একটা লাউ ৫০ টাকা করে হবে। কারণ লাউ গুলো বড় বড়। লোকটি আমাকে বললো একটা লাউ মাত্র ১০ টাকা। তবে আমি মজা করে তাকে বললাম লাউয়ের দাম মনে হয় বেশি। তখন লোকটি আমাকে বলছে যদি এইখান থেকে লাউ নেন তাহলে ১০ টাকা করে। আর বাড়ি থেকে লাউ আনলে মাত্র পাঁচ টাকা। আমি তার কথা শুনে হেসে দিলাম। কেন বাড়ি থেকে লাউ আনলে ৫ টাকা।
এবং লোকটি আমাকে বলল আমি এই লাউ গুলো মাথায় করে দোকানে নিয়ে আসলাম। আর বাড়িতে লাউ গুলো তো মাথায় করে নিতে হবে না। এই কারণে লাউ গুলো বাড়ি থেকে নিলে ৫ টাকা। আর এইখান থেকে নিলে আমাকে ১০ টাকা দিতে হবে। এবং আপনারা দেখে লাউ গুলো নিয়ে নেন। তারপরও তার লাউর কাস্টমার নেই। এরপর আমি দুটি লাউ কিনেছিলাম। বাড়িতে আনার পর আমার ওয়াইফ চিল্লাচিল্লি করতে লাগলো। সে বলতেছে এত বড় লাউ গুলো কে খাবে। আর বলছে লাউ গুলো দিয়ে আসার জন্য। তখন আমি আমার ওয়াইফ কে বললাম লাভগুলো মাত্র ১০ টাকা করে ফ্রিজ।
শুনে আমার ওয়াইফ বিশ্বাস করতে পারছে না। তবে লাউ শাকগুলো নিলে ২০ টাকা করে দিতে হবে তাকে। অবাক করা বিষয় হচ্ছে লাউ শাক নিতে সবাই রাজি আছে কাস্টমারও আছে। কিন্তু লাউ নিচ্ছে না কেউ। তবে অনেকে দেখি পারামের গরুর জন্য লাউ নিচ্ছে খাওয়ানোর জন্য। এবং তারা বড় বড় লাউ গুলো নিচ্ছে। এবং সকাল বিকাল তার দোকানের সামনে লাউ পড়ে থাকে। রাত্রেবেলা দোকানের ভিতর ও লাউ গুলো রাখে না। এবং এই লাউ গুলো কেউ নেওনা এখান থেকে। তবে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম লাউ তো এখন চকলেট এবং চিপসের দাম এই হয়ে গেল। তখন লোকটি বলছে দোকান থেকে নিলে লাউ চিপসের দামে। আর বাড়ি থেকে নিলে লাউ চকলেটের দাম। এই হচ্ছে লাউবাজারে সবজির দাম। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Jamal7183151345/status/1895096735825002588?t=iL6AcBhaqF1AFiW0vRl48A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলেন একটা লাউ মাত্র দশ টাকা। আমি গতকাল ৪০ টাকা দিয়ে একটা লাউ কিনে এনেছি। আপনাদের দিকের লাউ ঢাকায় আসতে আসতে ৪০/৫০ টাকা হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া লাউ আমাদের এইখানে মাত্র 10 টাকা। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই লাউ এর দাম এত কম! আমি তো ভাবতেই পারছি না। আমি যেখানে থাকি সেখানে লাউ হাসি টাকা ১০০ টাকা করে কেজি বিক্রি হয়। দেশে বা গ্রামে থাকার মজাই আলাদা। সবজির দাম কম তাছাড়া টাটকাও পাওয়া যায়৷ ভাবিকে বলুন রাগ না করে লাউ এর নানান রেসিপি করে করে খাওয়াতে। হে হে হে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু লাউ গ্রাম অঞ্চলে এখন কেউ খেতে নেই না। এই কারণে এইখানে দাম নেই বললেই চলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া এখন সব জিনিসেরই দেখি বেশ কম দাম। সেদিন আমি বাজারে গিয়ে দেখলাম লাউ প্রতি পিস ১৫ টাকায় দিয়ে দিচ্ছে। আসলে মানুষ এই সময় ভাও খেতে একদম পছন্দ করেন না। আরেকটু গরম পরলে হয়তো লাউয়ের দাম বেড়ে যাবে। এখন শীতের সময় এমনিতেই অনেক বেশি সবজি পাওয়া যায়। সব সবজিরই কম দাম এখন। তবে আপনার পোস্ট করে যা মনে হল আপনাদের ওদিকে লাউ ফ্রিতে ও দিয়ে দিতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছেও মনে হচ্ছে গরম পড়লে লাউ দাম বেড়ে যাবে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট পড়ে অবাক ই হলাম।একটি লাউয়ের দাম এতো কম কি করে। আপনি দুটো লাউ নিলেন।আজকের পোস্ট পড়ে বুঝতে পারলাম এবার কৃষকদের বেহাল অবস্থা। ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু কৃষকের বেহাল অবস্থা। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit