আমার করা গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা

in hive-129948 •  2 years ago 


হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি এখন চেষ্টা করি আপনাদেরকে নিত্যনতুন কিছু পোস্ট উপহার দেওয়ার জন্য। তাই আজকে আমি আমার পুরো এক মাসের ডাই পোস্ট এর সংগ্রহশালা তৈরি করার চেষ্টা করলাম। আমি অনেককেই দেখেছি বিভিন্ন রকম পোষ্টের সংগ্রহশালা তৈরি করতে। তাই আমি আমার ওয়াইফ কে বললাম কিভাবে পোস্টের সংগ্রহশালা তৈরি করা যায় আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তাই আমি আজকে তার সহযোগিতা পেয়ে ডাই পোস্টের সংগ্রহশালা তৈরি করলাম। আশা করি আমার এই ডাই পোস্টের সংগ্রহশালা দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20230307_213327.jpg

পোস্ট - ১ :


রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর মাছ :

এই হচ্ছে রঙিন কাগজের সুন্দর একটি মাছ। এই মাছটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। এবং এই মাছটি যখন আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনারা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। এবং আপনাদের কাছে অনেক ভালো লাগলো শুনে খুশি হলাম। তাই আজকে আবার এ রঙিন কাগজের মাছটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LorzDoDiCeYgsbw1WaPBWri4SBhuLkj6ynF4NZwyfo4gRoBSr3LQuoVtiL8Lyh88Yq24jcEryFCgKJmNdngpaZ298ru4.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


পোস্ট - ২ :


রঙিন কাগজ দিয়ে তৈরি কচ্ছপ :

এটি হচ্ছে রঙিন কাগজের তৈরি কচ্ছপ। এই কচ্ছপটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। প্রথমে আমি কচ্ছপ তৈরি করতে ব্যর্থ হয়েছি। তারপর আমার ওয়াইফের হেল্প নিয়ে কচ্ছপটি আমি অনেক সুন্দর করে বানিয়েছিলাম। যখন এই কচ্ছপটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। এবং আপনারা অসাধারণ মন্তব্য করে আমাকে উৎসাহিত করলেন। তাই আজকে আমি আবার আপনাদের মাঝে রঙিন কাগজের কচ্ছপটি শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z1yjrQv85t3hwf9xG4TyzPGxTJhnSYQvTajWMiFZ7SMYSSFMrJsCoBQrFBsKdp57gARwWCGpjErckwsXFyvCn3qikNU14.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


ধাপ ৩ :


রঙিন কাগজ দিয়ে উইপোকা তৈরি
:

এই হচ্ছে রঙিন কাগজের উইপোকা। এই উইপোকা তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে সত্যি অনেক ভালো লাগে। তবে আমাদের এইখানে এই পোকা গুলোকে উইপোকা বলে থাকি। তবে এই পোকাকে বিভিন্ন জায়গা বিভিন্ন নামে ডেকে থাকে। আপনারা অনেকে কমেন্টের মধ্যে জানিয়েছিলেন। যাই হোক উইপোকাটি আপনাদের কাছে ভালো লাগলো সেই কারণে আজকে আবারো আপনাদের মাঝে শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6vTRdAuudrUfJs1ARVCLuUeYKbwuZ8qFJWQ1uTo9Ba8dQuqEL5ANcg6bWYd7Xt2juW2L6Scd3WywkmGeAewBKYYVXvnr.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


ধাপ ৪ :


রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি :

এই হচ্ছে রঙিন কাগজের মাছ। এই মাছটি রঙিন কাগজ দিয়ে বানাতে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং মাছটি বাজ কাটতে একটু সময় লেগেছে। যখন পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট করেছিলেন। আপনাদের কাছে এই রঙিন কাগজের মাছটি অনেক ভালো লাগলো শুনে আমি খুশি হলাম। তাই আজকে আবার আপনাদের মাঝে রঙিন কাগজের মাছটি শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yd8JSwjBLi9pmdVp6FmbjFYbqGBDjYwETansRvvixGmF4iPs5Hkk4WyRgZJSJTiZy32bboMyXXi2rKEWU434rhKhwCUcN.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


ধাপ ৫ :


রঙিন কাগজ দিয়ে তৈরি পাখি :

এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি পাখি। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে অনেক চমৎকার লাগে। তাই আমি সময় পেলে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো চেষ্টা করি। এই পাখিটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। একসময় চিন্তা করলাম পাখিটি আমি তৈরি করতে পারব না। এরপর আমার ওয়াইফকে বললাম দেখিয়ে দেওয়ার জন্য। এবং তারপর তার একটু হেল্প নিয়ে অনেক সুন্দর করে পাখি তৈরি করে ফেললাম। আপনাদের কাছে ভালো লেগেছে সেই কারণে আজকে আবার রঙিন কাগজের পাখির পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykmmjL49HTRfUbXt9j8pCvi6BowxV7HidRcYMCGGjzXa9BFnZgNcCMwpizdduWTbbV8DHBNhXuXQunAtfTV4nkmcPCX4A.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


পোস্ট বিবরণ

শ্রেণীরিভিউ পোস্ট
ডিভাইসHuawei
ফটোগ্রাফার@jamal7
লোকেশনফেনী

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার করা গত মাসের ডাই পোষ্টের সংগ্রহশালা গুলো একসাথে আজকের এই রিভিউ পোস্ট এর মাধ্যমে দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম বিভিন্ন রকমের কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে দক্ষতা স্বরূপ সবসময় কাজ করে থাকেন আপনি। আবার নতুন করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

রিভিউ পোস্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

বিগত সময়ে আপনি চমৎকার সব ডাই পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে ৷ আপনার প্রতিটি ডাই পোস্ট অনেক সুন্দর এবং আর্কষনীয় ছিলো ৷ আজ আবার আপনার করা গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপনার করা ডাই পোস্টগুলো এর আগেও আমি দেখেছি। এখন একসাথে আবার দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো ডাই পোস্ট ভালো ছিল। তবে রঙিন কাগজে মাছ এবং পাখি তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো তৈরিতে আপনার অনেক দক্ষতা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি প্রত্যেকটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আবার।

অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার ডাই পোস্টের সংগ্রহশালা পোস্ট থেকে। আপনি যে ডাই পোস্টের সংগ্রহশালা পোস্ট করেছেন সেই ডাইপোস্ট গুলো অনেক সুন্দর। প্রতিটি পোস্ট আমার দেখার সুযোগ হয়েছিল। আবারও সংগ্রহশালা পোষ্টের মাধ্যমে দেখতে পেরেছি তাতে অনেক ভালো লেগেছে। যেকোনো ধরনের সংগ্রহশালা পোস্টগুলো আমার অনেক ভালো লাগে কারণ একসাথে সবগুলো পোস্ট দেখার সুযোগ হয়। আপনার ওয়াইফের সহযোগিতার মাধ্যমে বেশ সুন্দর করে সংগ্রহশালা পোস্ট শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ওয়াইফের সহযোগিতায় আমি এই প্রত্যেকটি পোস্ট তৈরি করতে পেরেছি।

ভাইয়া আপনি গত মাসে খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটা ডাই প্রজেক্ট খুবই সুন্দর হয়েছিল। হয়তো সবগুলো দেখার সৌভাগ্য হয়নি। তবে এখন সংগ্রহশালায় একসাথে সবগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক পোস্ট শেয়ার করার জন্য।

চেষ্টা করলাম গত মাসের ডাল পোস্ট এর সংগ্রহশালা তৈরি করার জন্য।

গত মাসে শেয়ার করা চমৎকার কিছু অরিগামি আজকে আপনি আমাদের মাঝে রিভিউ আকারে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা অরেই বমি গুলোর মধ্যে থেকে আমার কাছে মাছের অরিগামি এবং পাখির অরিগামিটি খুবই ভালো লেগেছে।

আমার অরিগামি আপনার ভালো লেগেছে জেনে অনেকটাই খুশি হলাম।

রঙিন কাগজ দিয়ে আমিও বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকি। রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা দেখলে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। মাছ তৈরি খুবই অসাধারণ হয়েছে দেখতে খুবই চমৎকার লাগছে। ডাই পোস্টের সংগ্রহ শালা এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ডাই পোস্টের সংগ্রহশালা দেখতে পেয়ে খুবি ভালো লেগেছে। কিছু কিছু পোস্ট দেখতে পায়নি। আজকে একসাথে শেয়ার করার জন্য দেখতে পেয়ে, দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

তাইতো আবারো সবগুলো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনি এখন প্রত্যেকটি পোস্ট দেখতে পেরেছেন জেনে খুবই খুশি হলাম।

আপনার গত মাসের ডাই পোস্টগুলো আমি আগেও দেখেছি। এখন আবার দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটা ডাই পোস্ট খুবই অসাধারণ ছিল। একসাথে এতগুলো ডাই পোস্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এখন আবার সুন্দর করে আমাদের মাঝে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছি গত মাসের সবগুলো ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হওয়ার জন্য।

আপনার গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো।যদিও কিছু diy দেখা হয়ে ওঠেনি সময়ের অভাবে।তবে আজ একসঙ্গে সব diy দেখে নিলাম এবং আমার কাছে বেশি ভালো লেগেছে উইপোকা ও কচ্ছপটি।ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য